প্যারিস, 1 অগস্ট: অলিম্পিক্সের মাঝেই গাড়ি দুর্ঘটনায় ভারতীয় গল্ফার দীক্ষা ডাগর ৷ মঙ্গলবার রাতে বাবা-মা’কে নিয়ে ইন্ডিয়া হাউস থেকে ফিরছিলেন তিনি ৷ সেসময়েই তাঁদের গাড়িতে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারে ৷ মেরুদণ্ডে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি দীক্ষার মা ৷ যদিও সুস্থই রয়েছেন দীক্ষা ৷
জানা গিয়েছে, চিকিৎসার জন্য বেশ কয়েকদিন হাসপাতালে থাকত হবে দীক্ষার মা’কে ৷ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে চোট কতটা গুরুতর । যদিও দুর্ঘটনার কবলে পড়লেও বিশেষ ক্ষতি হয়নি দীক্ষার ৷ 7 অগস্ট দীক্ষার ইভেন্ট রয়েছে ৷ সিডিউল মেনেই নামবেন ভারতীয় গল্ফার ৷ নির্ধারিত সময়ে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি ৷
Breaking news- @DikshaDagar in a car accident in Paris on Tuesday night. She is not injured & will play as planned next week at @Paris2024 @Olympics . Father Col Dagar & Diksha fine, also brother. Mother suffered some injuries; being taken care off . @LETgolf File photo pic.twitter.com/2Kpmx2WSNo
— V Krishnaswamy (@Swinging_Swamy) August 1, 2024
সূত্রের খবর, দীক্ষাদের গাড়ির পাশে একটি অ্যাম্বুলেন্স ছিল। অ্যাম্বুলেন্সের অপর পাশে থাকা গাড়িটি দীক্ষার চালকের কাছে দৃশ্যমান ছিল না ৷ অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার পর সেটি ভারতীয় গল্ফারের গাড়িকে পাশ থেকে ধাক্কা মারে ।
আগামী বুধবার নিজের দ্বিতীয় অলিম্পিক্সে নামবেন দীক্ষা ৷ মহিলাদের গলফ প্রতিযোগিতা শুরু হবে 7 আগস্ট থেকে ৷ চলবে 10 আগস্ট পর্যন্ত ৷ বৃহস্পতিবার পুরুষদের গলফ প্রতিযোগিতায় নামবেন শুভঙ্কর শর্মা এবং গগনজিৎ ভুল্লার ৷