ETV Bharat / sports

আজ নামছেন ভারতীয় তিরন্দাজরা, প্যারিসে পদকের খোঁজে অঙ্কিতা - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Indian Archers in action today in Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে আজ দুপুরে পর থেকে বাংলার লক্ষ্মীদের লড়াই শুরু পদক জয়ের ৷ দীপিকা কুমারি, অঙ্কিতা ভকত, ভজন কউর ব়্যাংকিং পর্বে নামবেন ৷

Paris Olympics
অলিম্পিক্সে অঙ্কিতা ভকত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 9:48 AM IST

কলকাতা, 25 জুলাই: লক্ষ্মীবারে দুপুর থেকে ভারতীয় মহিলা এবং পুরুষ তিরন্দাজরা ব়্যাংকিং নির্ধারণ পর্বে নামবেন। ভারতীয় সময় দুপুর একটায় দীপিকা কুমারি, অঙ্কিতা ভকত, ভজন কউর যোগ্যতাঅর্জন পর্বের জন্য নামবেন। বিকেল পৌনে ছ'টায় ধীরাজ বোম্মাদেবারা, তরুণদীপ রাই, প্রবীণ যাদব নামবেন।

শুক্রবার অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রাথমিক পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ তিরন্দাজের যোগ্যতাঅর্জন পর্ব শুরু হচ্ছে আজ থেকে । বঙ্গবাসীর বিশেষ আগ্রহ দীপিকা কুমারী এবং অঙ্কিতা ভকতের দিকে। দুই মহিলা তিরন্দাজের সঙ্গে বাংলার যোগ রয়েছে। বৈবাহিক সূত্রে দীপিকা এখন বাংলার। আর ঝাড়খণ্ডের হয়ে নামলেও অঙ্কিতা ভকত দমদমের মেয়ে ৷ প্যারিস অলিম্পিক্সে বাংলার প্রতিনিধি সংখ্যা নেই বললেই চলে।

অঙ্কিতা ভকতের কাছে প্যারিস পয়া শহর। বিগত 3 বছরে তিনটি পদক জিতেছেন প্যারিস থেকে। বিশ্বাস চতুর্থবারও প্যারিস তাঁকে খালি হাতে ফেরাবে না। 10 বছর বয়সে তীর-ধনুক হাতে যাত্রা শুরু অঙ্কিতার ৷ 26 বছরের মেয়েটি এখন অলিম্পিয়ান।

গত 16 বছর ধরে তৈরি করা স্বপ্নের প্রথম ধাপে অঙ্কিতা ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর একটায় লড়াই শুরু দীপিকা-অঙ্কিতা। গেমস ভিলেজে রয়েছেন। গত 48 ঘণ্টা মোবাইল ফোনকে দূরে রেখেছেন নিজেকে ৷ হোয়াটসঅ্যাপ খুব কম দেখছেন। তারমধ্যে চটপট গোটাচারেক প্রশ্নের উত্তর দিয়েছেন হোয়াটসঅ্যাপ কলে। কিছুটা অপ্রত্যাশিত ভাবেই ভারতীয় সময় দুপুরে হোয়াটসঅ্যাপ কলটি ধরেছিলেন।

এরপরই বছর ছাব্বিশের তরুণী বলছেন, "আমি জানি অলিম্পিকের গুরুত্ব অনেক ৷ তবে আমি সেসব নিয়ে ভাবছি না। বরং নিজের সেরাটা দিয়ে পদক জেতাই আমার লক্ষ্য। আমার কাছে প্যারিস নতুন নয়। এখানে আসাটা আগের তিনবারের মতোই। আমি চাপে নেই। মনকে হালকা রাখছি। অলিম্পিক নিয়ে বেশি ভেবে আমি নিজের চাপ বাড়াতে চাইছি না। শেষ তিন বছরই প্যারিস এসেছি তিরন্দাজি বিশ্বকাপে অংশ নিতে। তিনবারই পদক জিতেছি। 2021 সালে সোনা। পরের বছর রুপো ৷ গতবছর ব্রোঞ্জ। আমি বিশ্বাস করি এবারও প্যারিস থেকে পদক নিয়ে ফিরব।"

তিনি আরও বলেন, "অলিম্পিক্স যেখানে হবে, সেই কেন্দ্রেই আগে বিশ্বকাপে খেলেছি। ফলে পরিবেশের সঙ্গে আমি পরিচিত। পাশাপাশি অলিম্পিক্সে যাঁদের বিরুদ্ধে লড়তে হবে, অন্যান্য প্রতিযোগিতায় আমরা তাদের সঙ্গেই লড়াই করি পদকের জন্য। ফলে আমার কাছে প্রতিযোগিতার নাম ছাড়া কিছুই নতুন নয়।"

ভারতীয় তিরন্দাজরা বিশ্বকাপে দাপট দেখালেও অলিম্পিক্সে ব্যর্থ। কোন অজ্ঞাত কারণ রয়েছে তা দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়ও বলতে পারেন না। "বারবার ভালো ফর্মে থেকেও ব্যর্থ হয়েছি । এবার চাইব দীপিকারা সফল হয়ে ফিরুক," প্রার্থনা দোলার। অতীত নয় বাস্তবে দাঁড়িয়ে অঙ্কিতা প্যারিসে অলিম্পিক পদকের শাপমোচন চাইছেন ৷ মনসংযোগে ব্যস্ত থাকা অঙ্কিতা ভকতদের জন্য সারা দেশ তাকিয়ে।

কলকাতা, 25 জুলাই: লক্ষ্মীবারে দুপুর থেকে ভারতীয় মহিলা এবং পুরুষ তিরন্দাজরা ব়্যাংকিং নির্ধারণ পর্বে নামবেন। ভারতীয় সময় দুপুর একটায় দীপিকা কুমারি, অঙ্কিতা ভকত, ভজন কউর যোগ্যতাঅর্জন পর্বের জন্য নামবেন। বিকেল পৌনে ছ'টায় ধীরাজ বোম্মাদেবারা, তরুণদীপ রাই, প্রবীণ যাদব নামবেন।

শুক্রবার অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রাথমিক পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ তিরন্দাজের যোগ্যতাঅর্জন পর্ব শুরু হচ্ছে আজ থেকে । বঙ্গবাসীর বিশেষ আগ্রহ দীপিকা কুমারী এবং অঙ্কিতা ভকতের দিকে। দুই মহিলা তিরন্দাজের সঙ্গে বাংলার যোগ রয়েছে। বৈবাহিক সূত্রে দীপিকা এখন বাংলার। আর ঝাড়খণ্ডের হয়ে নামলেও অঙ্কিতা ভকত দমদমের মেয়ে ৷ প্যারিস অলিম্পিক্সে বাংলার প্রতিনিধি সংখ্যা নেই বললেই চলে।

অঙ্কিতা ভকতের কাছে প্যারিস পয়া শহর। বিগত 3 বছরে তিনটি পদক জিতেছেন প্যারিস থেকে। বিশ্বাস চতুর্থবারও প্যারিস তাঁকে খালি হাতে ফেরাবে না। 10 বছর বয়সে তীর-ধনুক হাতে যাত্রা শুরু অঙ্কিতার ৷ 26 বছরের মেয়েটি এখন অলিম্পিয়ান।

গত 16 বছর ধরে তৈরি করা স্বপ্নের প্রথম ধাপে অঙ্কিতা ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর একটায় লড়াই শুরু দীপিকা-অঙ্কিতা। গেমস ভিলেজে রয়েছেন। গত 48 ঘণ্টা মোবাইল ফোনকে দূরে রেখেছেন নিজেকে ৷ হোয়াটসঅ্যাপ খুব কম দেখছেন। তারমধ্যে চটপট গোটাচারেক প্রশ্নের উত্তর দিয়েছেন হোয়াটসঅ্যাপ কলে। কিছুটা অপ্রত্যাশিত ভাবেই ভারতীয় সময় দুপুরে হোয়াটসঅ্যাপ কলটি ধরেছিলেন।

এরপরই বছর ছাব্বিশের তরুণী বলছেন, "আমি জানি অলিম্পিকের গুরুত্ব অনেক ৷ তবে আমি সেসব নিয়ে ভাবছি না। বরং নিজের সেরাটা দিয়ে পদক জেতাই আমার লক্ষ্য। আমার কাছে প্যারিস নতুন নয়। এখানে আসাটা আগের তিনবারের মতোই। আমি চাপে নেই। মনকে হালকা রাখছি। অলিম্পিক নিয়ে বেশি ভেবে আমি নিজের চাপ বাড়াতে চাইছি না। শেষ তিন বছরই প্যারিস এসেছি তিরন্দাজি বিশ্বকাপে অংশ নিতে। তিনবারই পদক জিতেছি। 2021 সালে সোনা। পরের বছর রুপো ৷ গতবছর ব্রোঞ্জ। আমি বিশ্বাস করি এবারও প্যারিস থেকে পদক নিয়ে ফিরব।"

তিনি আরও বলেন, "অলিম্পিক্স যেখানে হবে, সেই কেন্দ্রেই আগে বিশ্বকাপে খেলেছি। ফলে পরিবেশের সঙ্গে আমি পরিচিত। পাশাপাশি অলিম্পিক্সে যাঁদের বিরুদ্ধে লড়তে হবে, অন্যান্য প্রতিযোগিতায় আমরা তাদের সঙ্গেই লড়াই করি পদকের জন্য। ফলে আমার কাছে প্রতিযোগিতার নাম ছাড়া কিছুই নতুন নয়।"

ভারতীয় তিরন্দাজরা বিশ্বকাপে দাপট দেখালেও অলিম্পিক্সে ব্যর্থ। কোন অজ্ঞাত কারণ রয়েছে তা দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়ও বলতে পারেন না। "বারবার ভালো ফর্মে থেকেও ব্যর্থ হয়েছি । এবার চাইব দীপিকারা সফল হয়ে ফিরুক," প্রার্থনা দোলার। অতীত নয় বাস্তবে দাঁড়িয়ে অঙ্কিতা প্যারিসে অলিম্পিক পদকের শাপমোচন চাইছেন ৷ মনসংযোগে ব্যস্ত থাকা অঙ্কিতা ভকতদের জন্য সারা দেশ তাকিয়ে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.