ETV Bharat / sports

ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গল, এয়ার ফোর্সের শক্তি বুঝে অঙ্ক কষছেন কুয়াদ্রাত - Durand Cup 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 3:53 PM IST

Updated : Jul 29, 2024, 6:01 PM IST

Durand Cup 2024: ডুরান্ড কাপে আজ ইস্টবেঙ্গলের বিপক্ষে ইন্ডিয়ান এয়ার ফোর্স ৷ সেই ম্যাচের আগে নিজের দলের শক্তির পাশাপাশি, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়েও গবেষণা চালালেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

ETV BHARAT
ডুরান্ড অভিযানের আগে ইস্টবেঙ্গলের অনুশীলন ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 29 জুলাই: প্রতিপক্ষকে মেপে সাফল্যের অঙ্ক কষতে ভালোবাসেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ স্প্যানিশ কোচ চলতি মরশুম অনেক বেশি গুছিয়ে দল গঠন করেছেন ৷ ডুরান্ড কাপ নিয়ে পরিকল্পনা সাজানোতেও নিখুঁত অঙ্ক কষতে চাইছেন কার্লেস কুয়াদ্রাত ৷ নিজের দলের খেলা হোক বা প্রতিপক্ষকে মাপতে হোক, লাল-হলুদ কোচ পুরো থিঙ্কট্যাঙ্ক নিয়ে দর্শকাসনে বসে পড়ছেন ৷

ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স ৷ (ইটিভি ভারত)

দলের দেশী বিদেশি ফুটবলাররাও কোচের পথ অনুসরণ করতে ভালোবাসেন ৷ আজ 29 জুলাই ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে নিজেদের ডুরান্ড কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ৷ বিমান বাহিনীর হানায় দূর্গ রক্ষার কৌশল আগেই সেরে ফেলেছেন লাল-হলুদের 'প্রফেসর' ৷ রবিবার রাজারহাটে সর্বভারতীয় ফুটবল সংস্থার সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে দলকে দেখে নিলেন ৷

মরশুমের প্রথম টুর্নামেন্ট ৷ ফলে এই প্রতিযোগিতা এখন অংশগ্রহণকারী সব দলের কাছেই প্রস্তুতির মঞ্চ ৷ কিন্তু, কলকাতার দলের কাছে সেখানে রাশ আলগা করার সুযোগ নেই ৷ তার মধ্যে আবার যদি প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে ডার্বি খেলতে হয়, তাহলে তো ছক সাজাতেই হবে ৷ কার্লেস কুয়াদ্রাত তাই দলকে প্রাক মরশুম প্রস্তুতিতে গড়ে তোলার পাশাপাশি জয়ের ব্লু প্রিন্ট বানাচ্ছেন ৷ 27 জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের প্রথম ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

তিনি বলেছেন, "মোহনবাগান আমাদের প্রতিপক্ষ ৷ তাই ওদের ম্যাচ দেখতেই মাঠে হাজির হয়েছি ৷ আর সেটাই স্বাভাবিক ৷" ডুরাণ্ড কাপে অভিযান শুরুর আগে কুয়াদ্রাত বলছেন, "দল এবং দলের প্রস্তুতি যেভাবে এগোচ্ছে আমি খুশি ৷ প্রতিপক্ষ এয়ারফোর্স নিয়ে হোমওয়ার্ক করেছি ৷"

কয়েকদিন আগেই অনুশীলন ম্যাচে গোড়ালি ঘুরে গিয়েছিল ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমারের ৷ কুয়াদ্রাত বলছেন, "নন্দকে নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না ৷ ওর চোটের বিষয়টা এখনও পুরোপুরি স্পষ্ট নয় ৷ দেখা যাক !" সরাসরি না বললেও, নন্দকুমার প্রথম ম্যাচ কেন, পুরো ডুরাণ্ড কাপেই অনিশ্চিত ৷

রাজারহাটে সর্বভারতীয় ফুটবল সংস্থার সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন সারছে লাল-হলুদ ব্রিগেড ৷ শহর থেকে কার্যত বাইরেই মাঠটি ৷ সেখানেই অনুশীলন শেষে লাল-হলুদের নয়া রিক্রুট গ্রিসের স্ট্রাইকার দিমানতাকোস বলেছেন, "লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি ৷ তবে, সর্বোচ্চ গোলদাতা হওয়া নয় ৷ আমার কাছে দলের হয়ে গোল করাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ৷"

লাল-হলুদের মাঝ মাঠের নতুন সংযোজন মাদিহ তালাল বলেন, "ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারব ভেবে অবশ্যই ভালো লাগছে ৷ দলকে গোল করতে এবং গোল করে সাহায্য করতে চাই ৷" অন্যদিকে, এখনই মূল দলের সঙ্গে অনুশীলন করছেন না ক্লেইটন সিলভা ৷ নন্দর মতো তিনিও অনিশ্চিত ৷ একই কথা বলা যায় নিশুকুমার সম্পর্কেও ৷ যদিও, ইস্টবেঙ্গল অধিনায়ক ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন, "আমি আশাবাদি ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারব ৷" ইস্টবেঙ্গল সূত্র মারফত জানা যাচ্ছে, ডার্বির আগে ক্লেইটনের মাঠে নামার সম্ভাবনা খুব কম ৷

গত মরশুমে ডুরান্ডের সর্বোচ্চ গোলদাতা ডেভিড লাল-হলুদ জার্সিতে মানিয়ে নিচ্ছেন ৷ কলকাতা লিগের ডার্বিতে অভিষেক হয়েছিল ৷ মাঝের কয়েকদিনে ফিটনেস ও গতি বেড়েছে ৷ তিনি বলছেন, "অবশ্যই আবার সর্বোচ্চ গোলদাতা হতে চাই ৷ তবে, আমার সর্বপ্রথম কাজ দলের হয়ে গোল করা ৷ তাই ডুরান্ড কাপে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷" সব মিলিয়ে গতবছরের রানার্স ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ থেকেই লক্ষ্য বড় করতে চাইছে ৷ তাই এয়ারফোর্সের আক্রমণ রুখে জয়ের কড়ি কুড়োতে অংক কষে চলেছেন কুয়াদ্রাত ৷

কলকাতা, 29 জুলাই: প্রতিপক্ষকে মেপে সাফল্যের অঙ্ক কষতে ভালোবাসেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ স্প্যানিশ কোচ চলতি মরশুম অনেক বেশি গুছিয়ে দল গঠন করেছেন ৷ ডুরান্ড কাপ নিয়ে পরিকল্পনা সাজানোতেও নিখুঁত অঙ্ক কষতে চাইছেন কার্লেস কুয়াদ্রাত ৷ নিজের দলের খেলা হোক বা প্রতিপক্ষকে মাপতে হোক, লাল-হলুদ কোচ পুরো থিঙ্কট্যাঙ্ক নিয়ে দর্শকাসনে বসে পড়ছেন ৷

ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স ৷ (ইটিভি ভারত)

দলের দেশী বিদেশি ফুটবলাররাও কোচের পথ অনুসরণ করতে ভালোবাসেন ৷ আজ 29 জুলাই ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে নিজেদের ডুরান্ড কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ৷ বিমান বাহিনীর হানায় দূর্গ রক্ষার কৌশল আগেই সেরে ফেলেছেন লাল-হলুদের 'প্রফেসর' ৷ রবিবার রাজারহাটে সর্বভারতীয় ফুটবল সংস্থার সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে দলকে দেখে নিলেন ৷

মরশুমের প্রথম টুর্নামেন্ট ৷ ফলে এই প্রতিযোগিতা এখন অংশগ্রহণকারী সব দলের কাছেই প্রস্তুতির মঞ্চ ৷ কিন্তু, কলকাতার দলের কাছে সেখানে রাশ আলগা করার সুযোগ নেই ৷ তার মধ্যে আবার যদি প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে ডার্বি খেলতে হয়, তাহলে তো ছক সাজাতেই হবে ৷ কার্লেস কুয়াদ্রাত তাই দলকে প্রাক মরশুম প্রস্তুতিতে গড়ে তোলার পাশাপাশি জয়ের ব্লু প্রিন্ট বানাচ্ছেন ৷ 27 জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের প্রথম ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷

তিনি বলেছেন, "মোহনবাগান আমাদের প্রতিপক্ষ ৷ তাই ওদের ম্যাচ দেখতেই মাঠে হাজির হয়েছি ৷ আর সেটাই স্বাভাবিক ৷" ডুরাণ্ড কাপে অভিযান শুরুর আগে কুয়াদ্রাত বলছেন, "দল এবং দলের প্রস্তুতি যেভাবে এগোচ্ছে আমি খুশি ৷ প্রতিপক্ষ এয়ারফোর্স নিয়ে হোমওয়ার্ক করেছি ৷"

কয়েকদিন আগেই অনুশীলন ম্যাচে গোড়ালি ঘুরে গিয়েছিল ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমারের ৷ কুয়াদ্রাত বলছেন, "নন্দকে নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না ৷ ওর চোটের বিষয়টা এখনও পুরোপুরি স্পষ্ট নয় ৷ দেখা যাক !" সরাসরি না বললেও, নন্দকুমার প্রথম ম্যাচ কেন, পুরো ডুরাণ্ড কাপেই অনিশ্চিত ৷

রাজারহাটে সর্বভারতীয় ফুটবল সংস্থার সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন সারছে লাল-হলুদ ব্রিগেড ৷ শহর থেকে কার্যত বাইরেই মাঠটি ৷ সেখানেই অনুশীলন শেষে লাল-হলুদের নয়া রিক্রুট গ্রিসের স্ট্রাইকার দিমানতাকোস বলেছেন, "লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি ৷ তবে, সর্বোচ্চ গোলদাতা হওয়া নয় ৷ আমার কাছে দলের হয়ে গোল করাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ৷"

লাল-হলুদের মাঝ মাঠের নতুন সংযোজন মাদিহ তালাল বলেন, "ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারব ভেবে অবশ্যই ভালো লাগছে ৷ দলকে গোল করতে এবং গোল করে সাহায্য করতে চাই ৷" অন্যদিকে, এখনই মূল দলের সঙ্গে অনুশীলন করছেন না ক্লেইটন সিলভা ৷ নন্দর মতো তিনিও অনিশ্চিত ৷ একই কথা বলা যায় নিশুকুমার সম্পর্কেও ৷ যদিও, ইস্টবেঙ্গল অধিনায়ক ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন, "আমি আশাবাদি ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারব ৷" ইস্টবেঙ্গল সূত্র মারফত জানা যাচ্ছে, ডার্বির আগে ক্লেইটনের মাঠে নামার সম্ভাবনা খুব কম ৷

গত মরশুমে ডুরান্ডের সর্বোচ্চ গোলদাতা ডেভিড লাল-হলুদ জার্সিতে মানিয়ে নিচ্ছেন ৷ কলকাতা লিগের ডার্বিতে অভিষেক হয়েছিল ৷ মাঝের কয়েকদিনে ফিটনেস ও গতি বেড়েছে ৷ তিনি বলছেন, "অবশ্যই আবার সর্বোচ্চ গোলদাতা হতে চাই ৷ তবে, আমার সর্বপ্রথম কাজ দলের হয়ে গোল করা ৷ তাই ডুরান্ড কাপে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷" সব মিলিয়ে গতবছরের রানার্স ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ থেকেই লক্ষ্য বড় করতে চাইছে ৷ তাই এয়ারফোর্সের আক্রমণ রুখে জয়ের কড়ি কুড়োতে অংক কষে চলেছেন কুয়াদ্রাত ৷

Last Updated : Jul 29, 2024, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.