নিউইয়র্ক, 2 জুন: ব্যাটে-বলের দাপটে টি-20 বিশ্বকাপে একমাত্র প্রস্তুতি ম্যাচে 'টাইগার বধ' রোহিত বাহিনীর ৷ দেড় বছর পর দেশের জার্সিতে ফিরে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স দেখান 'মৃত্যুঞ্জয়' ঋষভ পন্ত ৷ অর্ধশতরান করে প্রতিপক্ষ দলকে লড়াকু রানের টার্গেট দেন ৷ শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) ফর্মে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকেও। ব্যাটার-স্টাম্পার ঋষভের পাশাপাশি হার্দিক 40 রান করেন ৷ সঙ্গে ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই ব্যাটে-বলে এদিন বাংলাদেশকে 60 রানে হারিয়ে দেয় মেন ইন ব্লু ৷
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়ে দেন, শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) দলের সঙ্গে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচে খেলবেন না বিরাট কোহলি ৷ তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ দলে ছিলেন-ছিলেন রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও সঞ্জু স্যামসন ৷ 23 রান করেন রোহিত ৷ স্যামসনকে ফিরতে মাত্র 1 রানে ৷ এদিন রান পান ঋষভ পন্ত (53), সূর্য কুমার যাদব (31) এবং হার্দিয়া পাণ্ডিয়া (40)। আইপিএলে সেরকম খেলতে না-পারলেও ভারতীয় জার্সিতে ফিরে ভালো দেখাল হার্দিক পান্ডিয়াকে ৷ কেবাংলাদেশের হয়ে মেহদি হাসান, শরিফুল ইসলাম, মহমুদুল্লা ও তানভির ইসলাম একটি করে উইকেট পেলেও কাবু করতে পারেননি ভারতীয় ব্যাটারদের ৷
রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটারদের ক্রিজে বেশিক্ষণ টিকতে দেননি ভারতীয় বোলাররা ৷ একমাত্র 40 রান করেন মহমুদুল্লা ৷ 28 করেন শাকিব আল হাসান ৷ 17 রানে আউট হন তানজিদ হাসান ৷ অন্যদিকে, মেন ইন ব্লু' বাহিনীর বল হাতে কামাল করেন অর্শদীপ সিং ৷ 3 ওভার বল করে 12 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন ৷ শিবম দুবে 3 ওভার হাত ঘুরিয়ে 13 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ জাসপ্রীত বুমরা 2 ওভার বল করে 12 রান দিয়ে নেন একটি উইকেট ৷ একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ৷ ভারতের করা 182 রান তাড়া করতে নেমে 122-এই থেমে যায় বাংলাদেশ ৷ 60 রানে বাংলাদেশকে হেলায় হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারে টিম ইন্ডিয়া ৷