ETV Bharat / sports

থাইল্যান্ডের বিরুদ্ধে জয়, ব্যাডমিন্টনে প্রথমবার এশিয়া সেরা ভারতের মেয়েরা - PV Sindhu

Badminton Asia Championships Final: প্রথমবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবেশ করেছিল ভারতীয় মহিলা দল ৷ আর প্রথমবারেই বাজিমাত ৷ থাইল্যান্ডকে ফাইনালে 3-2 স্কোরে হারিয়ে সোনা জিতলেন ভারতের মহিলা শাটলাররা ৷ পঞ্চম ম্যাচে 17 বছরের আনমল খারব প্রতিপক্ষকে 21-14, 21-9 স্ট্রেট গেমে হারিয়েছে ৷

Image Courtesy: SAI Media X
Image Courtesy: SAI Media X
author img

By PTI

Published : Feb 18, 2024, 3:07 PM IST

মালয়েশিয়া, 18 ফেব্রুয়ারি: ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জিতল ভারতীয় মহিলা দল ৷ আর ভারতের জয়ে বড় ভূমিকা পালন করলেন 17 বছর বয়সি আনমল খারব ৷ ফাইনালের পঞ্চম ম্যাচ স্ট্রেট গেমে জিতে ভারতের খেতাব জয় নিশ্চিত করে সে ৷ পিভি সিন্ধুর নেতৃত্বে প্রতিপক্ষ থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা ৷

তবে, সেমিফাইনালের মতোই ফাইনালেও কঠিন লড়াই করে জিততে হল ভারতকে ৷ টুর্নামেন্টে থাইল্যান্ডের মহিলা ব্যাডমিন্টন দল পূর্ণ শক্তি নিয়ে নামার সুযোগ পায়নি ৷ তারা তাদের সেরা দুই সিঙ্গলস প্লেয়ারকে ছাড়াই এই টুর্নামেন্টে নেমেছিল ৷ রবিবারের ফাইনালে গতকালের সেমিফাইনালে সিন্ধু একটি সিঙ্গল ও একটি ডাবলসের ম্যাচ খেলেন ৷ কিন্তু, দু’টিতেই ভারত হেরেছিল ৷ তবে, ফাইনালে দাপট দেখালেন ভারতের দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার ৷ এদিন বিশ্বের 17 নম্বর ব়্যাংকিং সুপানিদা কেটথংকে প্রথম ম্যাচে 21-12, 21-12 স্ট্রেট সেটে হারিয়েছেন সিন্ধু ৷

তাঁর জয়ের সঙ্গেই ভারত ফাইনালের শুরুতেই 1-0 লিড নেয় ৷ অন্যদিকে দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলস জুটির ৷ যেখানে তৃষা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ তাঁদের দুরন্ত ফর্ম বজায় রেখেছেন ৷ যেখানে তাঁরা বিশ্ব ব়্যাংকিংয়ে 10 নম্বর জুটি জংকলফান কিতিথারকুল এবং রবিন্দা প্রা জোংজাইকে 21-16, 18-21, 21-16 গেমে হারিয়ে 2-0 লিড পাইয়ে দেন ভারতকে ৷ তবে, তৃতীয় ও চতুর্থ ম্যাচে দারুণভাবে কামব্যাক করে থাইল্যান্ড ৷ তৃতীয় ম্যাচে ভারতের অস্মিতা চালিহার থেকে জয় আশা করা হয়েছিল ৷ কিন্তু, সিঙ্গলসের এই ম্যাচে তিনি থাইল্যান্ডের অভিজ্ঞ প্রতিপক্ষের সামনে 11-21, 14-21 স্ট্রেট গেমে হারেন ৷ ফলে স্ট্রেট ম্যাচে খেতাব জয় হাতছাড়া হয় ভারতের ৷

চতুর্থ ম্যাচেও ভারতীয় ডাবলস জুটি শ্রুতি মিশ্র এবং প্রিয়া কনজেংবাম ব্যর্থ হন ৷ মাত্র 29 মিনিটে 11-21, 9-21 স্ট্রেট গেমে হারেন ৷ ফলে পঞ্চম ম্যাচ পর্যন্ত গড়ায় ফাইনাল ৷ আর ফাইনালে ফের 17 বছরের আনমল খারবের দিকে তাকিয়ে ছিল ভারতীয় দল ৷ থাইল্যান্ড স্কোরলাইন 2-0 থেকে 2-2 করে দেওয়ায় ভারতের দিকে ধারাবাহিকতা ছিল না ৷ কিন্তু, আশা ছিল পুরো টুর্নামেন্টে আনমলের পারফরম্যান্সের ফলে তৈরি হওয়া আত্মবিশ্বাসে ৷ আর কোর্টে নেমে তিনি নিরাশ করলেন না ৷ থাইল্যান্ডের পর্নপিচা চোইকিওয়ংকে হেলায় হারালেন তিনি ৷ 21-14, 21-9 স্ট্রেট গেমে হারিয়ে ভারতকে প্রথমবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ খেতাব জেতালেন তিনি ৷

আরও পড়ুন:

  1. জাপানকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহিলা দল
  2. দ্বিশতরানে ফের 'যশস্বী' জয়সওয়াল, রাজকোটে ব্রিটিশদের সামনে 557 রানের লক্ষ্যমাত্রা
  3. পারিবারিক সমস্যা কাটিয়ে চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন, জানাল বিসিসিআই

মালয়েশিয়া, 18 ফেব্রুয়ারি: ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জিতল ভারতীয় মহিলা দল ৷ আর ভারতের জয়ে বড় ভূমিকা পালন করলেন 17 বছর বয়সি আনমল খারব ৷ ফাইনালের পঞ্চম ম্যাচ স্ট্রেট গেমে জিতে ভারতের খেতাব জয় নিশ্চিত করে সে ৷ পিভি সিন্ধুর নেতৃত্বে প্রতিপক্ষ থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা ৷

তবে, সেমিফাইনালের মতোই ফাইনালেও কঠিন লড়াই করে জিততে হল ভারতকে ৷ টুর্নামেন্টে থাইল্যান্ডের মহিলা ব্যাডমিন্টন দল পূর্ণ শক্তি নিয়ে নামার সুযোগ পায়নি ৷ তারা তাদের সেরা দুই সিঙ্গলস প্লেয়ারকে ছাড়াই এই টুর্নামেন্টে নেমেছিল ৷ রবিবারের ফাইনালে গতকালের সেমিফাইনালে সিন্ধু একটি সিঙ্গল ও একটি ডাবলসের ম্যাচ খেলেন ৷ কিন্তু, দু’টিতেই ভারত হেরেছিল ৷ তবে, ফাইনালে দাপট দেখালেন ভারতের দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার ৷ এদিন বিশ্বের 17 নম্বর ব়্যাংকিং সুপানিদা কেটথংকে প্রথম ম্যাচে 21-12, 21-12 স্ট্রেট সেটে হারিয়েছেন সিন্ধু ৷

তাঁর জয়ের সঙ্গেই ভারত ফাইনালের শুরুতেই 1-0 লিড নেয় ৷ অন্যদিকে দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলস জুটির ৷ যেখানে তৃষা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ তাঁদের দুরন্ত ফর্ম বজায় রেখেছেন ৷ যেখানে তাঁরা বিশ্ব ব়্যাংকিংয়ে 10 নম্বর জুটি জংকলফান কিতিথারকুল এবং রবিন্দা প্রা জোংজাইকে 21-16, 18-21, 21-16 গেমে হারিয়ে 2-0 লিড পাইয়ে দেন ভারতকে ৷ তবে, তৃতীয় ও চতুর্থ ম্যাচে দারুণভাবে কামব্যাক করে থাইল্যান্ড ৷ তৃতীয় ম্যাচে ভারতের অস্মিতা চালিহার থেকে জয় আশা করা হয়েছিল ৷ কিন্তু, সিঙ্গলসের এই ম্যাচে তিনি থাইল্যান্ডের অভিজ্ঞ প্রতিপক্ষের সামনে 11-21, 14-21 স্ট্রেট গেমে হারেন ৷ ফলে স্ট্রেট ম্যাচে খেতাব জয় হাতছাড়া হয় ভারতের ৷

চতুর্থ ম্যাচেও ভারতীয় ডাবলস জুটি শ্রুতি মিশ্র এবং প্রিয়া কনজেংবাম ব্যর্থ হন ৷ মাত্র 29 মিনিটে 11-21, 9-21 স্ট্রেট গেমে হারেন ৷ ফলে পঞ্চম ম্যাচ পর্যন্ত গড়ায় ফাইনাল ৷ আর ফাইনালে ফের 17 বছরের আনমল খারবের দিকে তাকিয়ে ছিল ভারতীয় দল ৷ থাইল্যান্ড স্কোরলাইন 2-0 থেকে 2-2 করে দেওয়ায় ভারতের দিকে ধারাবাহিকতা ছিল না ৷ কিন্তু, আশা ছিল পুরো টুর্নামেন্টে আনমলের পারফরম্যান্সের ফলে তৈরি হওয়া আত্মবিশ্বাসে ৷ আর কোর্টে নেমে তিনি নিরাশ করলেন না ৷ থাইল্যান্ডের পর্নপিচা চোইকিওয়ংকে হেলায় হারালেন তিনি ৷ 21-14, 21-9 স্ট্রেট গেমে হারিয়ে ভারতকে প্রথমবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ খেতাব জেতালেন তিনি ৷

আরও পড়ুন:

  1. জাপানকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহিলা দল
  2. দ্বিশতরানে ফের 'যশস্বী' জয়সওয়াল, রাজকোটে ব্রিটিশদের সামনে 557 রানের লক্ষ্যমাত্রা
  3. পারিবারিক সমস্যা কাটিয়ে চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন, জানাল বিসিসিআই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.