ডাম্বুলা, 21 জুলাই: এশিয়া কাপে অনবদ্য ব্যাটিং বাংলার মেয়ের ৷ বঙ্গতনয়ার ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপে টানা জয়ের সরণিতে 'উইমেন্স ইন ব্লু' ৷ শিলিগুড়ির কন্যা রিচা ঘোষকে এদিন সঙ্গ দিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও ৷ ভারতের বড় রানের জবাবে ক্রিজে টিকতে পারলেন না আমিরশাহী ব্যাটাররা ৷ সবমিলিয়ে সংযুক্ত আরব আমিরশাহীকে 78 রানে হারিয়ে শেষ চার প্রায় নিশ্চিত করল ভারত ৷ 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে টিম ইন্ডিয়া এখন টেবিল টপার ৷
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আমিরশাহী দলনায়িকা এস রোহিত ওজা ৷ চেয়েছিলেন কঠিন দল ভারতকে অল্প রানে বেঁধে রাখতে ৷ কিন্তু এমনটা আর হল কোথায়? বঙ্গকন্যা রিচা ঘোষ ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ধুন্ধুমার ব্যাটে 201 রানে পৌঁছয় টিম ইন্ডিয়া ৷ যা তাদের সর্বাধিক দলগত রানও বটে ৷ 47 বলে 66 রান করেন ক্যাপ্টেন ৷ 7টি চার ও একটি ছয় হাঁকান তিনি ৷ রিচা খেলেন 29 বলে ঝোড়ো 64 রানের ইনিংস ৷ 12টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে মারেন শিলিগুড়ির মেয়ে ৷ 37 রান করেন শেফালি বর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 201 রান তোলে 'উইমেন ইন ব্লু' ৷
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
Fifties from Captain @ImHarmanpreet & @13richaghosh power #TeamIndia to 201/5 in 20 overs
Over to our bowlers 💪
Scorecard ▶️ https://t.co/fnyeHavziq#WomensAsiaCup2024 | #ACC | #INDvUAE pic.twitter.com/mRVUMxa91j
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে আমিরশাহী ৷ 36 রানে তিন উইকেট খোয়ানোর পর অধিনায়ক ইশা রোহিত ওজা কিছুটা চেষ্টা করেন ৷ 38 রান আসে অধিনায়িকার ব্যাটে ৷ তাঁকে সঙ্গ দেন কাভিশা এগোডাগি ৷ 32 বলে 40 রান করেন তিনি ৷ বাকি কোনও ব্যাটার 10 রানের বেশি এগোতে পারেননি ৷ অন্যদিকে ব্যাটের পর গত ম্যাচের মতো ভারতের প্রমিলা বাহিনীর বোলিংও ছিল দুরন্ত ৷
For her blistering counter-attacking knock of 64* off 29 balls, @13richaghosh is named the Player of the Match 👏
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
Scorecard ▶️ https://t.co/fnyeHav1sS#WomensAsiaCup2024 | #ACC | #INDvUAE pic.twitter.com/YAOm2a9gDA
রেণুকা সিং ঠাকুর, তানুজা কানওয়ার, পূজা বস্ত্রকর, রাধা যাদব সকলেই একটি করে উইকেট নেন ৷ একমাত্র দীপ্তি শর্মা 2টি উইকেট নেন ৷ সকলেই 4 ওভার করে বল করেন ৷ একটি রান আউট হয় ৷ সবমিলিয়ে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 123 রানেই গুটিয়ে যায় আমিরশাহী ব্রিগেড ৷
2⃣ wins in 2⃣ Matches 🙌
— BCCI Women (@BCCIWomen) July 21, 2024
Another clinical performance, another comprehensive victory for #TeamIndia as they beat the United Arab Emirates by 78 runs 👌
Scorecard ▶️ https://t.co/fnyeHav1sS#WomensAsiaCup2024 | #ACC | #INDvUAE
📸 ACC pic.twitter.com/NaKha21O7m
'এমনই নির্ভীক ক্রিকেট খেলতে চাই', পাক 'বধ' করে বললেন হরমনপ্রীত