ETV Bharat / sports

রিচা-হরমনপ্রীতের দাপুটে ব্যাটিং, পাক 'বধে'র পর আমিরশাহীকেও হারাল ভারত - WOMENS ASIA CUP 2024 - WOMENS ASIA CUP 2024

India Women Beat United Arab Emirates Women: উইমেন্স এশিয়া কাপে ব্যাক-টু-ব্যাক জয় ভারতের মহিলা ব্রিগেডের ৷ পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর রবিবার ডাম্বুলায় সংযুক্ত আরব আমিরশাহীকেও বড় রানের ব্যবধানে হারালেন হরমনপ্রীত ব্রিগেড ৷ সেইসঙ্গে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল ভারতের প্রমীলা বাহিনী ৷

India Women Beat United Arab Emirates Women
রিচা ঘোষের দাপুটে ব্যাটিং (বিসিসিআই উইমেন-েএক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 5:22 PM IST

Updated : Jul 21, 2024, 5:50 PM IST

ডাম্বুলা, 21 জুলাই: এশিয়া কাপে অনবদ্য ব্যাটিং বাংলার মেয়ের ৷ বঙ্গতনয়ার ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপে টানা জয়ের সরণিতে 'উইমেন্স ইন ব্লু' ৷ শিলিগুড়ির কন্যা রিচা ঘোষকে এদিন সঙ্গ দিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও ৷ ভারতের বড় রানের জবাবে ক্রিজে টিকতে পারলেন না আমিরশাহী ব্যাটাররা ৷ সবমিলিয়ে সংযুক্ত আরব আমিরশাহীকে 78 রানে হারিয়ে শেষ চার প্রায় নিশ্চিত করল ভারত ৷ 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে টিম ইন্ডিয়া এখন টেবিল টপার ৷

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আমিরশাহী দলনায়িকা এস রোহিত ওজা ৷ চেয়েছিলেন কঠিন দল ভারতকে অল্প রানে বেঁধে রাখতে ৷ কিন্তু এমনটা আর হল কোথায়? বঙ্গকন্যা রিচা ঘোষ ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ধুন্ধুমার ব্যাটে 201 রানে পৌঁছয় টিম ইন্ডিয়া ৷ যা তাদের সর্বাধিক দলগত রানও বটে ৷ 47 বলে 66 রান করেন ক্যাপ্টেন ৷ 7টি চার ও একটি ছয় হাঁকান তিনি ৷ রিচা খেলেন 29 বলে ঝোড়ো 64 রানের ইনিংস ৷ 12টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে মারেন শিলিগুড়ির মেয়ে ৷ 37 রান করেন শেফালি বর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 201 রান তোলে 'উইমেন ইন ব্লু' ৷

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে আমিরশাহী ৷ 36 রানে তিন উইকেট খোয়ানোর পর অধিনায়ক ইশা রোহিত ওজা কিছুটা চেষ্টা করেন ৷ 38 রান আসে অধিনায়িকার ব্যাটে ৷ তাঁকে সঙ্গ দেন কাভিশা এগোডাগি ৷ 32 বলে 40 রান করেন তিনি ৷ বাকি কোনও ব্যাটার 10 রানের বেশি এগোতে পারেননি ৷ অন্যদিকে ব্যাটের পর গত ম্যাচের মতো ভারতের প্রমিলা বাহিনীর বোলিংও ছিল দুরন্ত ৷

রেণুকা সিং ঠাকুর, তানুজা কানওয়ার, পূজা বস্ত্রকর, রাধা যাদব সকলেই একটি করে উইকেট নেন ৷ একমাত্র দীপ্তি শর্মা 2টি উইকেট নেন ৷ সকলেই 4 ওভার করে বল করেন ৷ একটি রান আউট হয় ৷ সবমিলিয়ে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 123 রানেই গুটিয়ে যায় আমিরশাহী ব্রিগেড ৷

'এমনই নির্ভীক ক্রিকেট খেলতে চাই', পাক 'বধ' করে বললেন হরমনপ্রীত

ডাম্বুলা, 21 জুলাই: এশিয়া কাপে অনবদ্য ব্যাটিং বাংলার মেয়ের ৷ বঙ্গতনয়ার ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপে টানা জয়ের সরণিতে 'উইমেন্স ইন ব্লু' ৷ শিলিগুড়ির কন্যা রিচা ঘোষকে এদিন সঙ্গ দিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও ৷ ভারতের বড় রানের জবাবে ক্রিজে টিকতে পারলেন না আমিরশাহী ব্যাটাররা ৷ সবমিলিয়ে সংযুক্ত আরব আমিরশাহীকে 78 রানে হারিয়ে শেষ চার প্রায় নিশ্চিত করল ভারত ৷ 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে টিম ইন্ডিয়া এখন টেবিল টপার ৷

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আমিরশাহী দলনায়িকা এস রোহিত ওজা ৷ চেয়েছিলেন কঠিন দল ভারতকে অল্প রানে বেঁধে রাখতে ৷ কিন্তু এমনটা আর হল কোথায়? বঙ্গকন্যা রিচা ঘোষ ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ধুন্ধুমার ব্যাটে 201 রানে পৌঁছয় টিম ইন্ডিয়া ৷ যা তাদের সর্বাধিক দলগত রানও বটে ৷ 47 বলে 66 রান করেন ক্যাপ্টেন ৷ 7টি চার ও একটি ছয় হাঁকান তিনি ৷ রিচা খেলেন 29 বলে ঝোড়ো 64 রানের ইনিংস ৷ 12টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে মারেন শিলিগুড়ির মেয়ে ৷ 37 রান করেন শেফালি বর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 201 রান তোলে 'উইমেন ইন ব্লু' ৷

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে আমিরশাহী ৷ 36 রানে তিন উইকেট খোয়ানোর পর অধিনায়ক ইশা রোহিত ওজা কিছুটা চেষ্টা করেন ৷ 38 রান আসে অধিনায়িকার ব্যাটে ৷ তাঁকে সঙ্গ দেন কাভিশা এগোডাগি ৷ 32 বলে 40 রান করেন তিনি ৷ বাকি কোনও ব্যাটার 10 রানের বেশি এগোতে পারেননি ৷ অন্যদিকে ব্যাটের পর গত ম্যাচের মতো ভারতের প্রমিলা বাহিনীর বোলিংও ছিল দুরন্ত ৷

রেণুকা সিং ঠাকুর, তানুজা কানওয়ার, পূজা বস্ত্রকর, রাধা যাদব সকলেই একটি করে উইকেট নেন ৷ একমাত্র দীপ্তি শর্মা 2টি উইকেট নেন ৷ সকলেই 4 ওভার করে বল করেন ৷ একটি রান আউট হয় ৷ সবমিলিয়ে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 123 রানেই গুটিয়ে যায় আমিরশাহী ব্রিগেড ৷

'এমনই নির্ভীক ক্রিকেট খেলতে চাই', পাক 'বধ' করে বললেন হরমনপ্রীত

Last Updated : Jul 21, 2024, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.