ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপে অধিনায়ক কে? দল গঠনের আগে জানিয়ে দিল বোর্ড - Indian Cricket Team

T20 World Cup 2024: বুধবার সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ ৷ সেখানে তিনি জানান, আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শুধু তাই নয়, রোহিতের হাত ধরে ট্রফি ঘরে আসবে বলেও জানান বোর্ড সচিব ৷ এছাড়া দলের কোচিংয়ের দায়িত্বে কে থাকবেন, তাও জানান শাহ ৷

আসন্ন টি-20 বিশ্বকাপে অধিনায়ক কে?
T20 World Cup 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 8:26 AM IST

রাজকোট, 15 ফেব্রুয়ারি: চলতি বছরের জুন মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন মুলুকে বসতে চলেছে আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে কে ভারতকে নেতৃত্ব দেবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ বুধবার সৌরাষ্ট্রে একটি ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, 2024 টি-20 বিশ্বকাপে ভারত রোহিত শর্মার হাত ধরে ট্রফি জিতবে ৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও দল ঘোষণা হয়নি ৷ আর তার আগেই অধিনায়ক ও কোচের নামে প্রকাশে জানিয়ে দিলেন বোর্ড সচিব ৷ জয় শাহ বলেন, "গত বছর এক দিনের বিশ্বকাপে টানা 10টা ম্যাচ জেতার পরেও আমরা আমদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, এই বছর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-20 বিশ্বকাপ জিতব।" গত বছরের শুরু থেকে হার্দিক টি-20 দলের নেতা হয়ে আসছেন। যদিও এই অলরাউন্ডার চোটের কারণে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাই কবে দলে ফিরবেন সেই বিষয়টি ঠিক নেই। তাই বোর্ড রোহিতের হাতেই গুরুদায়িত্ব দিতে চান।

টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হারে রোহিতের ভারত। এরপর রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের পদে বসানো হয়েছিল। কিন্তু, গত জানুয়ারিতে প্রায় 14 মাস পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি আবারও টি-20 ফরম্যাটে কামব্যাক করেন।

এদিন খাণ্ডেরির সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করার অনুষ্ঠানে জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। ছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। ছিলেন সুনীল গাভাসকর, অনিল কুম্বলের মতো প্রাক্তন ভারত অধিনায়করাও।

আরও পড়ুন:

  1. ওরা একটু ভিন্ন ঘরানার ক্রিকেট খেলছে, তবে ইংল্যান্ডকে হারানো কঠিন নয়: জাদেজা
  2. দুই না তিন, রাজকোটে অভিষেক ক'জনের? প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা ভারতীয় ড্রেসিংরুমে
  3. অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের পেসারদের দাপট, ষষ্ঠ খেতাব জিততে দরকার 254 রান

রাজকোট, 15 ফেব্রুয়ারি: চলতি বছরের জুন মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন মুলুকে বসতে চলেছে আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে কে ভারতকে নেতৃত্ব দেবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ বুধবার সৌরাষ্ট্রে একটি ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, 2024 টি-20 বিশ্বকাপে ভারত রোহিত শর্মার হাত ধরে ট্রফি জিতবে ৷

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও দল ঘোষণা হয়নি ৷ আর তার আগেই অধিনায়ক ও কোচের নামে প্রকাশে জানিয়ে দিলেন বোর্ড সচিব ৷ জয় শাহ বলেন, "গত বছর এক দিনের বিশ্বকাপে টানা 10টা ম্যাচ জেতার পরেও আমরা আমদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, এই বছর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-20 বিশ্বকাপ জিতব।" গত বছরের শুরু থেকে হার্দিক টি-20 দলের নেতা হয়ে আসছেন। যদিও এই অলরাউন্ডার চোটের কারণে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাই কবে দলে ফিরবেন সেই বিষয়টি ঠিক নেই। তাই বোর্ড রোহিতের হাতেই গুরুদায়িত্ব দিতে চান।

টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হারে রোহিতের ভারত। এরপর রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের পদে বসানো হয়েছিল। কিন্তু, গত জানুয়ারিতে প্রায় 14 মাস পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি আবারও টি-20 ফরম্যাটে কামব্যাক করেন।

এদিন খাণ্ডেরির সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করার অনুষ্ঠানে জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। ছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। ছিলেন সুনীল গাভাসকর, অনিল কুম্বলের মতো প্রাক্তন ভারত অধিনায়করাও।

আরও পড়ুন:

  1. ওরা একটু ভিন্ন ঘরানার ক্রিকেট খেলছে, তবে ইংল্যান্ডকে হারানো কঠিন নয়: জাদেজা
  2. দুই না তিন, রাজকোটে অভিষেক ক'জনের? প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা ভারতীয় ড্রেসিংরুমে
  3. অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের পেসারদের দাপট, ষষ্ঠ খেতাব জিততে দরকার 254 রান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.