ETV Bharat / sports

'সুন্দর' শুরু, জাড্ডুর ঘূর্ণিতে শেষ কিউয়িরা - IND VS NZ 3RD TEST

সিরিজের শেষ টেস্টে 'বোধোদয়' ভারতের ৷ ওয়াংখেড়ের বাইশ গজে সুন্দর-জাড্ডুর ঘূর্ণিতে আড়াইশোর আগেই শেষ কিউয়িরা ৷

india vs new zealand 3rd test
রোহিত অ্যান্ড কোং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 1, 2024, 12:02 PM IST

Updated : Nov 1, 2024, 1:51 PM IST

মুম্বই, 1 নভেম্বর: সিরিজে শোচনীয় হার ৷ যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়াতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে টসভাগ্য সঙ্গ না-দিলেও শুরুটা দারুণ করল টিম ইন্ডিয়া ৷ আড়াইশোর আগেই নিউজিল্যান্ড ইনিংসের ইতি টানলেন ভারতীয় স্পিনাররা ৷

'সুন্দর' শুরুতে কিউয়ি ইনিংস শেষ হল জাড্ডুর ঘূর্ণিতে ৷ রবীন্দ্র জাদেজার 5 ও সুন্দর ওয়াশিংটনের 4 উইকেটে 235 রানে থেমে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ লাঞ্চের পর আঘাত হেনেছেন রবীন্দ্র জাদেজা ৷ ভয়ংকর হতে বসা উইল ইয়ংকে ফিরিয়েছেন দেশের নির্ভরযোগ্য অল-রাউন্ডার ৷ ইয়ং আউট হন 138 বলে 71 রানের ইনিংস খেলে ৷ খাতা না-খুলেই ফিরেছেন টম ব্লান্ডেল ৷ এরপর একের পর কিউয়ি ব্যাটাররা প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ৷ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামা ‘ব্ল্যাক ক্যাপস’ ৷

বাঁ-হাতি স্পিনার জাদেজা মাত্র 65 রান খরচ করে তুলে নেন 5টি উইকেট ৷ সেই সঙ্গে ইনিংসে 14বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাড্ডু ৷ একই সঙ্গে টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে ইশান্ত শর্মাকে টপকে ভারতীয়দের মধ্যে পাঁচ নম্বরে উঠে এলেন জাদেজা ৷ 81 রান দিয়ে সুন্দর তুলে নেন 4 উইকেট ৷ দুই স্পিনারের ঘূর্ণির সামনে লড়াই মাথা তুলতে দাঁড়াতে পারেননি কিউয়ি ব্যাটাররা ৷ 65.4 ওভারেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ কিউয়ি ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ড্যারেল মিচেলের 81 ৷ মাত্র চার কিউয়ি ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷

তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা ৷ জ্বরে আক্রান্ত হয়েছিলেন ৷ এখনও পুরোপুরি সুস্থ না-হওয়ায় ফলে মুম্বইয়ে তৃতীয় টেস্টের জন্য তাঁকে পাওয়া যায়নি । তাঁর বদলে দলে এসেছেন মহম্মদ সিরাজ ৷ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, তৃতীয় টেস্টেই অভিষেক হতে পারে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানার ৷ ওয়াংখেড়ের পিচে হর্ষিতকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷ যদিও সিরাজি স্পেলও ভারতকে খুব একটা স্বস্তি দিতে পারেননি ৷ দলে ফিরলেও এখনও নিষ্প্রভ হায়দরাবাদি পেসার ৷

ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ডের একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, উইলিয়াম ও’রকে

আরও পড়ুন:

মুম্বই, 1 নভেম্বর: সিরিজে শোচনীয় হার ৷ যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়াতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে টসভাগ্য সঙ্গ না-দিলেও শুরুটা দারুণ করল টিম ইন্ডিয়া ৷ আড়াইশোর আগেই নিউজিল্যান্ড ইনিংসের ইতি টানলেন ভারতীয় স্পিনাররা ৷

'সুন্দর' শুরুতে কিউয়ি ইনিংস শেষ হল জাড্ডুর ঘূর্ণিতে ৷ রবীন্দ্র জাদেজার 5 ও সুন্দর ওয়াশিংটনের 4 উইকেটে 235 রানে থেমে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ লাঞ্চের পর আঘাত হেনেছেন রবীন্দ্র জাদেজা ৷ ভয়ংকর হতে বসা উইল ইয়ংকে ফিরিয়েছেন দেশের নির্ভরযোগ্য অল-রাউন্ডার ৷ ইয়ং আউট হন 138 বলে 71 রানের ইনিংস খেলে ৷ খাতা না-খুলেই ফিরেছেন টম ব্লান্ডেল ৷ এরপর একের পর কিউয়ি ব্যাটাররা প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ৷ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামা ‘ব্ল্যাক ক্যাপস’ ৷

বাঁ-হাতি স্পিনার জাদেজা মাত্র 65 রান খরচ করে তুলে নেন 5টি উইকেট ৷ সেই সঙ্গে ইনিংসে 14বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাড্ডু ৷ একই সঙ্গে টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে ইশান্ত শর্মাকে টপকে ভারতীয়দের মধ্যে পাঁচ নম্বরে উঠে এলেন জাদেজা ৷ 81 রান দিয়ে সুন্দর তুলে নেন 4 উইকেট ৷ দুই স্পিনারের ঘূর্ণির সামনে লড়াই মাথা তুলতে দাঁড়াতে পারেননি কিউয়ি ব্যাটাররা ৷ 65.4 ওভারেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ কিউয়ি ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ড্যারেল মিচেলের 81 ৷ মাত্র চার কিউয়ি ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷

তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা ৷ জ্বরে আক্রান্ত হয়েছিলেন ৷ এখনও পুরোপুরি সুস্থ না-হওয়ায় ফলে মুম্বইয়ে তৃতীয় টেস্টের জন্য তাঁকে পাওয়া যায়নি । তাঁর বদলে দলে এসেছেন মহম্মদ সিরাজ ৷ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, তৃতীয় টেস্টেই অভিষেক হতে পারে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানার ৷ ওয়াংখেড়ের পিচে হর্ষিতকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷ যদিও সিরাজি স্পেলও ভারতকে খুব একটা স্বস্তি দিতে পারেননি ৷ দলে ফিরলেও এখনও নিষ্প্রভ হায়দরাবাদি পেসার ৷

ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ডের একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, উইলিয়াম ও’রকে

আরও পড়ুন:

Last Updated : Nov 1, 2024, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.