ETV Bharat / sports

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত রোহিতের, আইরিশদের বিরুদ্ধে দুই স্পিনারে ভারত - ICC T20 WORLD CUP 2024

IND vs IRE in T20 WC: মার্কিন মুলুকে কুড়ি-বিশের বিশ্বকাপ অভিযানের শুরুতে টস জিতল ভারতীয় দল ৷ আইরিশদের বিরুদ্ধে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ দুই স্পিনার জাদেজা ও অক্ষরকে রেখে প্রথম ম্যাচে নামল ভারত ৷

IND vs IRE in T20 WC
অনুশীলনে বিরাট-রোহিত (বিসিসিআই-এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 7:38 PM IST

Updated : Jun 5, 2024, 8:02 PM IST

নিউইয়র্ক, 5 জুন: অপেক্ষার অবসান ৷ মার্কিন মুলুকে কুড়ি-বিশের বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় দল ৷ আইরিশদের বিরুদ্ধে বুধবার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মার ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক ৷ দুই স্পিনারে একাদশ সাজিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷

অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে ধরলে চার পেসার নিয়ে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে দল সাজাল টিম ইন্ডিয়া ৷ নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত ৷ সেই ম্যাচে 60 রানে জয়লাভ করেছিল 'মেন ইন ব্লু' ৷ তাই আনকোরা এই স্টেডিয়ামে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় ভারতীয় দলের ৷ টস জিতে রোহিত তাই জানান, পিচের চরিত্র সম্পর্কে তাঁরা ভালোই জানেন ৷ এই পিচে কী করতে হবে, সে ব্যাপারে অভিজ্ঞতা রপ্ত হয়েছে তাঁদের ৷

অন্যদিকে আইরিশ অধিনায়কও ভারতের বিরুদ্ধে ভালো ফলাফল করে বিশ্বকাপ অভিয়ান শুরুর ব্যাপারে আশাবাদী ৷ পল স্টার্লিং বলেন, "দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে ৷ আজকে তাঁদের প্রতিভা দেখানোর সেরা সময় ৷" তিন পেসার এবং দুই স্পিনারে দল সাজিয়েছে আইরিশরা ৷ উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আয়ারল্যান্ডকে সমীহ করে রোহিত বলেন, "গত কয়েকবছরে ওরা প্রচুর টি-20 খেলেছে ৷ ওদের প্রচুর ক্রিকেটার বিশ্বের বিভিন্ন লিগে খেলে ৷ তাই এই ম্যাচটা বাকি পাঁচটা ম্যাচের মতোই কঠিন হতে চলেছে ৷"

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), কোহলি, সূর্যকুমার, শিবম, ঋষভ (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, অক্ষর, সিরাজ, বুমরা ও আর্শদীপ ৷

নিউইয়র্ক, 5 জুন: অপেক্ষার অবসান ৷ মার্কিন মুলুকে কুড়ি-বিশের বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় দল ৷ আইরিশদের বিরুদ্ধে বুধবার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মার ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক ৷ দুই স্পিনারে একাদশ সাজিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷

অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে ধরলে চার পেসার নিয়ে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে দল সাজাল টিম ইন্ডিয়া ৷ নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত ৷ সেই ম্যাচে 60 রানে জয়লাভ করেছিল 'মেন ইন ব্লু' ৷ তাই আনকোরা এই স্টেডিয়ামে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় ভারতীয় দলের ৷ টস জিতে রোহিত তাই জানান, পিচের চরিত্র সম্পর্কে তাঁরা ভালোই জানেন ৷ এই পিচে কী করতে হবে, সে ব্যাপারে অভিজ্ঞতা রপ্ত হয়েছে তাঁদের ৷

অন্যদিকে আইরিশ অধিনায়কও ভারতের বিরুদ্ধে ভালো ফলাফল করে বিশ্বকাপ অভিয়ান শুরুর ব্যাপারে আশাবাদী ৷ পল স্টার্লিং বলেন, "দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে ৷ আজকে তাঁদের প্রতিভা দেখানোর সেরা সময় ৷" তিন পেসার এবং দুই স্পিনারে দল সাজিয়েছে আইরিশরা ৷ উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আয়ারল্যান্ডকে সমীহ করে রোহিত বলেন, "গত কয়েকবছরে ওরা প্রচুর টি-20 খেলেছে ৷ ওদের প্রচুর ক্রিকেটার বিশ্বের বিভিন্ন লিগে খেলে ৷ তাই এই ম্যাচটা বাকি পাঁচটা ম্যাচের মতোই কঠিন হতে চলেছে ৷"

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), কোহলি, সূর্যকুমার, শিবম, ঋষভ (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, অক্ষর, সিরাজ, বুমরা ও আর্শদীপ ৷

Last Updated : Jun 5, 2024, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.