ETV Bharat / sports

বৃষ্টির ভ্রুকুটিতেই টস জিতল ইংল্যান্ড, সেমি’তে ব্যাট করছে ভারত - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 7:45 PM IST

Updated : Jun 27, 2024, 9:06 PM IST

T20 World Cup Semi Final: ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য অতিরিক্ত দিন রাখেনি আইসিসি ৷ অ্যান্টিগায় বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা ৷ মাঠ ভেজা থাকায় টসের সময় পিছিয়ে দিয়েছিলেন আম্পায়ার ৷ শেষ পর্যন্ত শুরু হচ্ছে খেলা ৷ টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার ৷

Indian Cricket Team
ভারতীয় দল (ইটিভি ভারত)

গুয়ানা, 27 জুন: সকাল থেকেই কালো মেঘে ছেয়েছে গুয়ানার আকাশ ৷ মুষলধারে না-নামলেও ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে ৷ প্রথমে পিচ ঢাকা হয়েছিল ৷ তারপর ঢেকে দেওয়া হয় রান আপ এরিয়াও ৷ স্থানীয় সময় সকাল 10টা 30 মিনিটে শুরু হবে দ্বিতীয় সেমি-ফাইনাল ৷ ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কার মধ্যেই গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামের আউটফিল্ড টসের সময় পিছিয়ে দিয়েছিলেন আম্পায়ার ৷ শেষ পর্যন্ত শুরু হচ্ছে খেলা ৷ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেস জোস বাটলার ৷

মেগা ম্যাচে ‘মেন ইন ব্লু’র বড় ভরসা রোহিত শর্মা ৷ অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন হিটম্যান ৷ সেঞ্চুরি মিস হলেও তাঁর ব্যাটেই ক্রিকেটার সবচেয়ে ছোট সংস্করণের দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন দেখছে ভারত ৷ এখনও রান না-পেলে বিরাট কোহলি যে কোনও সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ অন্তত তাঁর নক-আউটের পরিসংখ্যান ভারতকে ভরসা যোগাচ্ছে ৷

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা

ইংল্যান্ড একাদশ: জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি

গুয়ানায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ফলে ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা ৷ যদিও সে ক্ষেত্রে ভারতের চিন্তার খুব একটা কারণ নেই ৷ কারণ, গুয়ানার দ্বিতীয় সেমি-ফাইনাল ভেস্তে গেলেও সুপার এইটে গ্রুপ শীর্ষে থাকায় ফাইনালে যাবে ভারত ৷ বৃষ্টিতে বিঘ্ন ঘটলে ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত 250 মিনিট অর্থাৎ 4 ঘণ্টা 10 মিনিট পাওয়া যাবে ৷ তার মধ্যে ম্যাচ শুরু করতে হবে ৷

আরেকটি নিয়মও বদলেছে ৷ পুরো টুর্নামেন্টে ম্যাচ শেষ করতে হলে প্রতি ইনিংসে কমপক্ষে 5 ওভার প্রতি দলকে ব্যাট করতে হত ৷ সেমি-ফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়েছে 10 ওভার ৷ অর্থাৎ ডিএলএস মেথডে ম্যাচের ফয়সালা করতে হলে দু’দলকেই 10 ওভার করে ব্যাট করতে হবে ৷

গুয়ানা, 27 জুন: সকাল থেকেই কালো মেঘে ছেয়েছে গুয়ানার আকাশ ৷ মুষলধারে না-নামলেও ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে ৷ প্রথমে পিচ ঢাকা হয়েছিল ৷ তারপর ঢেকে দেওয়া হয় রান আপ এরিয়াও ৷ স্থানীয় সময় সকাল 10টা 30 মিনিটে শুরু হবে দ্বিতীয় সেমি-ফাইনাল ৷ ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কার মধ্যেই গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামের আউটফিল্ড টসের সময় পিছিয়ে দিয়েছিলেন আম্পায়ার ৷ শেষ পর্যন্ত শুরু হচ্ছে খেলা ৷ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেস জোস বাটলার ৷

মেগা ম্যাচে ‘মেন ইন ব্লু’র বড় ভরসা রোহিত শর্মা ৷ অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন হিটম্যান ৷ সেঞ্চুরি মিস হলেও তাঁর ব্যাটেই ক্রিকেটার সবচেয়ে ছোট সংস্করণের দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন দেখছে ভারত ৷ এখনও রান না-পেলে বিরাট কোহলি যে কোনও সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ অন্তত তাঁর নক-আউটের পরিসংখ্যান ভারতকে ভরসা যোগাচ্ছে ৷

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা

ইংল্যান্ড একাদশ: জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি

গুয়ানায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ফলে ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা ৷ যদিও সে ক্ষেত্রে ভারতের চিন্তার খুব একটা কারণ নেই ৷ কারণ, গুয়ানার দ্বিতীয় সেমি-ফাইনাল ভেস্তে গেলেও সুপার এইটে গ্রুপ শীর্ষে থাকায় ফাইনালে যাবে ভারত ৷ বৃষ্টিতে বিঘ্ন ঘটলে ম্যাচ শুরু করার জন্য অতিরিক্ত 250 মিনিট অর্থাৎ 4 ঘণ্টা 10 মিনিট পাওয়া যাবে ৷ তার মধ্যে ম্যাচ শুরু করতে হবে ৷

আরেকটি নিয়মও বদলেছে ৷ পুরো টুর্নামেন্টে ম্যাচ শেষ করতে হলে প্রতি ইনিংসে কমপক্ষে 5 ওভার প্রতি দলকে ব্যাট করতে হত ৷ সেমি-ফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়েছে 10 ওভার ৷ অর্থাৎ ডিএলএস মেথডে ম্যাচের ফয়সালা করতে হলে দু’দলকেই 10 ওভার করে ব্যাট করতে হবে ৷

Last Updated : Jun 27, 2024, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.