ETV Bharat / sports

‘রবি’ মঞ্চে ভয়ংকর কুলদীপ, স্পিনের জাদুতে আড়াইশোর আগেই বান্ডিল ‘বাজবল’ - India vs England 5th Test

Ravichandran Ashwin 100th Test: একশোতম টেস্টে জ্বলে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দাপট দেখালেন কুলদীপ যাদবও ৷ দুই স্পিনারের ঘূর্ণিতে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ইংরেজরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 3:02 PM IST

Updated : Mar 7, 2024, 3:48 PM IST

ধরমশালা, 7 মার্চ: মঞ্চটা সাজানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের জন্য ৷ ঐতিহাসিক টেস্টে দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার জাদু দেখালেও অর্ধেক আলো কেড়ে নিলেন কুলদীপ যাদব ৷ কুলদীপ-অশ্বিনের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংরেজদের ব্যাটিং লাইন-আপ ৷ কুলদীপের 5 ও অশ্বিনের 4 উইকেটে দুশো পেরিয়েই শেষ হয়ে গেল ‘স্টোকস অ্যান্ড কোং’য়ের ইনিংস ৷

আগে সিরিজ জিতে নিয়েছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ নিয়মরক্ষার টেস্ট জিতে শুধু জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়াই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখাও রাহুলের ছেলেদের অন্যতম লক্ষ্য ৷ পাহাড়ে ঘেরা ছবির মতো সুন্দর স্টেডিয়ামে প্রথম দিনে সেই লক্ষ্যে সফল ভারত ৷ অল্পরানে ইংল্যান্ডকে বেঁধে ব্যাটারদের কাজটা খানিক সহজ করে দিলেন স্পিনাররা ৷

এইচপিসিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস ৷ টেবিল-টপ মাউন্টেনের চূড়ায় চারদিক খোলা স্টেডিয়ামে ঠান্ডা হাওয়ার দাপট প্রবল ৷ ‘ঘরের মাঠে’ ব্যাটে নেমে ক্রমশ চেপে বসছিলেন দুই ইংরেজ ওপেনার ৷ তখনই ঝলসে ওঠেন কুলদীপ ৷ ব্যক্তিগত 27 রানে ফেরেন বেন ডাকেট ৷ একঘণ্টা পরেই অলি পোপকে (11 রান) তুলে নেন চায়নাম্যান ৷

যদিও চিন্তায় রেখেছিল জ্যাক ক্রলির দুরন্ত ব্যাটিং ৷ ব্যক্তিগত 79 রানের ক্রলির উইকেট ছিটকে দেয় কুলদীপ বিষাক্ত ঘূর্ণি ৷ তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের ছেলেরা ৷ 175 রানের মাথায় পরপর প্যাভিলিয়নে ফেরেন জনি বেয়ারস্টো (29 রান), জো রুট (26 রান), বেন স্টোকস (0) ৷ পালাট বেন ফোকস (24 রান) খানিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তাঁকে ফেরত পাঠান অশ্বিন ৷

100তম টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট তুলে দিনটি স্মরণীয় করে রাখলেন অশ্বিন ৷ যদিও 5 উইকেট নিয়ে দিনের নায়ক কুলদীপই ৷ একটি উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৷

আরও পড়ুন:

ধরমশালা, 7 মার্চ: মঞ্চটা সাজানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের জন্য ৷ ঐতিহাসিক টেস্টে দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার জাদু দেখালেও অর্ধেক আলো কেড়ে নিলেন কুলদীপ যাদব ৷ কুলদীপ-অশ্বিনের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংরেজদের ব্যাটিং লাইন-আপ ৷ কুলদীপের 5 ও অশ্বিনের 4 উইকেটে দুশো পেরিয়েই শেষ হয়ে গেল ‘স্টোকস অ্যান্ড কোং’য়ের ইনিংস ৷

আগে সিরিজ জিতে নিয়েছে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ নিয়মরক্ষার টেস্ট জিতে শুধু জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়াই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রাখাও রাহুলের ছেলেদের অন্যতম লক্ষ্য ৷ পাহাড়ে ঘেরা ছবির মতো সুন্দর স্টেডিয়ামে প্রথম দিনে সেই লক্ষ্যে সফল ভারত ৷ অল্পরানে ইংল্যান্ডকে বেঁধে ব্যাটারদের কাজটা খানিক সহজ করে দিলেন স্পিনাররা ৷

এইচপিসিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস ৷ টেবিল-টপ মাউন্টেনের চূড়ায় চারদিক খোলা স্টেডিয়ামে ঠান্ডা হাওয়ার দাপট প্রবল ৷ ‘ঘরের মাঠে’ ব্যাটে নেমে ক্রমশ চেপে বসছিলেন দুই ইংরেজ ওপেনার ৷ তখনই ঝলসে ওঠেন কুলদীপ ৷ ব্যক্তিগত 27 রানে ফেরেন বেন ডাকেট ৷ একঘণ্টা পরেই অলি পোপকে (11 রান) তুলে নেন চায়নাম্যান ৷

যদিও চিন্তায় রেখেছিল জ্যাক ক্রলির দুরন্ত ব্যাটিং ৷ ব্যক্তিগত 79 রানের ক্রলির উইকেট ছিটকে দেয় কুলদীপ বিষাক্ত ঘূর্ণি ৷ তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের ছেলেরা ৷ 175 রানের মাথায় পরপর প্যাভিলিয়নে ফেরেন জনি বেয়ারস্টো (29 রান), জো রুট (26 রান), বেন স্টোকস (0) ৷ পালাট বেন ফোকস (24 রান) খানিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তাঁকে ফেরত পাঠান অশ্বিন ৷

100তম টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট তুলে দিনটি স্মরণীয় করে রাখলেন অশ্বিন ৷ যদিও 5 উইকেট নিয়ে দিনের নায়ক কুলদীপই ৷ একটি উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 7, 2024, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.