ETV Bharat / sports

অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের - Rohit Sharma

India vs England 3rd Test: ব্রিটিশ বোলিংয়ের সামনে দ্বিতীয় দিনের শুরুতেই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিংয়ের লোয়ার-অর্ডার ৷ রবীন্দ্র জাদেজা গতকালের ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র 2 রান যোগ করেই আউট হন ৷ তবে, ভারতের ইনিংস টানেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং টেস্ট অভিষেক করা ধ্রুব জুরেল ৷ শেষে ধামাকা দেখান বুমরা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 12:00 PM IST

Updated : Feb 16, 2024, 1:45 PM IST

রাজকোট, 16 ফেব্রুয়ারি: দ্বিতীয় দিনের শুরুটা ভালো না-হলেও ভারতীয় ইনিংসের শেষটা মন্দ হল না ৷ দূরন্ত ব্যাটিং-শো দেখালেন ভারতীয় টেলএন্ডাররা ৷ দিনের শুরুতেই আগের দিনের দুই অপারাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত ৷ পাশাপাশি গতকাল জাদেজার পর আজ রবিচন্দ্রন অশ্বিন পিচের 'ডেঞ্জার-জোন' দিয়ে দৌড়ানোয় 5 রানের পেনাল্টি দিতে হল ভারতকে ৷ তবে রবিচন্দ্রন অশ্বিন (37) এবং ধ্রুব জুরেলের (46) ব্যাটে ভর করে ভারত চারশো রানের গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া ৷ শেষ উইকেটে সিরাজকে সঙ্গে নিয়ে ভারতকে 445 রানে পৌঁছে দেন জসপ্রীত বুমরা (26) ৷ ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মার্ক উড (4 উইকেট) ৷

এ দিন ম্যাচের 102 নম্বর ওভারের তিন নম্বর বলে সিঙ্গল নিতে যান অশ্বিন ৷ সেই সময় ধ্রুব জুরেল তাঁকে নন-স্ট্রাইকার এন্ড থেকে ফেরত পাঠান ৷ কিন্তু, শট খেলার পর অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়তে শুরু করেন ৷ সেই সময় আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনের সঙ্গে গিয়ে কথা বলেন ৷ তবে, অশ্বিনের ক্ষেত্রে এটি প্রথমবার হলেও, ভারতীয় দলের তরফে এই ভুলটি দ্বিতীয়বার হয় ৷ ফলে ভারতকে প্রথম ইনিংসে 5 রানের পেনাল্টি দেন ফিল্ড আম্পায়ার ৷ ফলে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের শুরুতেই স্কোর বোর্ডে অতিরিক্ত 5 রান থেকে খেলা শুরু করবে ৷ উল্লেখ্য, প্রথমদিন রবীন্দ্র জাদেজা সেঞ্চুরির আগে এভাবেই পিচের 'ডেঞ্জার-জোন' দিয়ে দৌড়ে ছিলেন ৷ ফেল সেই সময় জাদেজাকে সতর্ক করেছিলেন ফিল্ড আম্পায়ার ৷ আর আজ একই ভুল করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷

অন্যদিকে, নৈশ্যপ্রহরী হিসেবে গতকাল নেমেছিলেন কুলদীপ যাদব (4) ৷ আজ দ্বিতীয় দিনের শুরুতেই কুলদীপকে ফেরান জিমি অ্যান্ডারসন ৷ কিন্তু, গতকাল যে ধৈর্য ও মানসিক দৃঢ়তা দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (112), তা আজ তাঁর মধ্যে দেখা গেল না ৷ গতকালের স্কোরের সঙ্গে মাত্র দু’রান যোগ করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷ তবে, শুরুতে দুই উইকেট হারালেও, রবিচন্দ্রন অশ্বিন এবং টেস্টে অভিষেক করা উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল ভারতের ইনিংসকে সাড়ে তিনশোর পাড় করিয়ে দেন ৷

রাজকোট টেস্টে কেরিয়ারের এক অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন ৷ বিশাখাপত্তনমে টেস্ট ক্রিকেটের পাঁচশো শিকার থেকে মাত্র 1 উইকেট দূরে থেমে গিয়েছিলেন তিনি ৷ আজ রাজকোটে দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন অভিজ্ঞ এই অফস্পিনার ৷ উল্লেখ্য, ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া একমাত্র অনিল কুম্বলের নামে এই রেকর্ড রয়েছে ৷ তিনি 132 টেস্ট ম্যাচ খেলে 29.65 গড়ে 619 উইকেট নিয়েছেন ৷ কেরিয়ার সেরা বোলিং পাকিস্তানের বিরুদ্ধে 74 রান দিয়ে 10 উইকেট ৷

উল্লেখ্য, আজ রবিচন্দ্রন অশ্বিনের সামনে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে পাঁচশো উইকেট নেওয়ার সুযোগ রয়েছে ৷ এর আগে কুম্বলে ছাড়া রয়েছেন মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন, জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ৷ উল্লেখ্য, চলতি টেস্টে জিমি অ্যান্ডারসনের সামনে 700 উইকেট নেওয়ার হাতছানি রয়েছে ৷ বিশ্বের প্রথম পেসার হিসেবে সাতশো মাইলস্টোন থেকে মাত্র 4 উইকেট দূরে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ভুলের ক্ষমা চাইলেন জাদেজা, প্রশংসা সরফরাজের ইনিংসের
  2. টেস্ট অভিষেক ছেলের, সরফরাজকে জড়িয়ে ধরে মাঠেই কাঁদলেন বাবা
  3. শুরু হচ্ছে ছেলে-মেয়েদের বেঙ্গল প্রিমিয়র লিগ, জেনে নিন বিস্তারিত

রাজকোট, 16 ফেব্রুয়ারি: দ্বিতীয় দিনের শুরুটা ভালো না-হলেও ভারতীয় ইনিংসের শেষটা মন্দ হল না ৷ দূরন্ত ব্যাটিং-শো দেখালেন ভারতীয় টেলএন্ডাররা ৷ দিনের শুরুতেই আগের দিনের দুই অপারাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত ৷ পাশাপাশি গতকাল জাদেজার পর আজ রবিচন্দ্রন অশ্বিন পিচের 'ডেঞ্জার-জোন' দিয়ে দৌড়ানোয় 5 রানের পেনাল্টি দিতে হল ভারতকে ৷ তবে রবিচন্দ্রন অশ্বিন (37) এবং ধ্রুব জুরেলের (46) ব্যাটে ভর করে ভারত চারশো রানের গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া ৷ শেষ উইকেটে সিরাজকে সঙ্গে নিয়ে ভারতকে 445 রানে পৌঁছে দেন জসপ্রীত বুমরা (26) ৷ ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মার্ক উড (4 উইকেট) ৷

এ দিন ম্যাচের 102 নম্বর ওভারের তিন নম্বর বলে সিঙ্গল নিতে যান অশ্বিন ৷ সেই সময় ধ্রুব জুরেল তাঁকে নন-স্ট্রাইকার এন্ড থেকে ফেরত পাঠান ৷ কিন্তু, শট খেলার পর অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়তে শুরু করেন ৷ সেই সময় আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনের সঙ্গে গিয়ে কথা বলেন ৷ তবে, অশ্বিনের ক্ষেত্রে এটি প্রথমবার হলেও, ভারতীয় দলের তরফে এই ভুলটি দ্বিতীয়বার হয় ৷ ফলে ভারতকে প্রথম ইনিংসে 5 রানের পেনাল্টি দেন ফিল্ড আম্পায়ার ৷ ফলে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের শুরুতেই স্কোর বোর্ডে অতিরিক্ত 5 রান থেকে খেলা শুরু করবে ৷ উল্লেখ্য, প্রথমদিন রবীন্দ্র জাদেজা সেঞ্চুরির আগে এভাবেই পিচের 'ডেঞ্জার-জোন' দিয়ে দৌড়ে ছিলেন ৷ ফেল সেই সময় জাদেজাকে সতর্ক করেছিলেন ফিল্ড আম্পায়ার ৷ আর আজ একই ভুল করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷

অন্যদিকে, নৈশ্যপ্রহরী হিসেবে গতকাল নেমেছিলেন কুলদীপ যাদব (4) ৷ আজ দ্বিতীয় দিনের শুরুতেই কুলদীপকে ফেরান জিমি অ্যান্ডারসন ৷ কিন্তু, গতকাল যে ধৈর্য ও মানসিক দৃঢ়তা দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (112), তা আজ তাঁর মধ্যে দেখা গেল না ৷ গতকালের স্কোরের সঙ্গে মাত্র দু’রান যোগ করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷ তবে, শুরুতে দুই উইকেট হারালেও, রবিচন্দ্রন অশ্বিন এবং টেস্টে অভিষেক করা উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল ভারতের ইনিংসকে সাড়ে তিনশোর পাড় করিয়ে দেন ৷

রাজকোট টেস্টে কেরিয়ারের এক অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন ৷ বিশাখাপত্তনমে টেস্ট ক্রিকেটের পাঁচশো শিকার থেকে মাত্র 1 উইকেট দূরে থেমে গিয়েছিলেন তিনি ৷ আজ রাজকোটে দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন অভিজ্ঞ এই অফস্পিনার ৷ উল্লেখ্য, ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া একমাত্র অনিল কুম্বলের নামে এই রেকর্ড রয়েছে ৷ তিনি 132 টেস্ট ম্যাচ খেলে 29.65 গড়ে 619 উইকেট নিয়েছেন ৷ কেরিয়ার সেরা বোলিং পাকিস্তানের বিরুদ্ধে 74 রান দিয়ে 10 উইকেট ৷

উল্লেখ্য, আজ রবিচন্দ্রন অশ্বিনের সামনে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে পাঁচশো উইকেট নেওয়ার সুযোগ রয়েছে ৷ এর আগে কুম্বলে ছাড়া রয়েছেন মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন, জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ৷ উল্লেখ্য, চলতি টেস্টে জিমি অ্যান্ডারসনের সামনে 700 উইকেট নেওয়ার হাতছানি রয়েছে ৷ বিশ্বের প্রথম পেসার হিসেবে সাতশো মাইলস্টোন থেকে মাত্র 4 উইকেট দূরে রয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ভুলের ক্ষমা চাইলেন জাদেজা, প্রশংসা সরফরাজের ইনিংসের
  2. টেস্ট অভিষেক ছেলের, সরফরাজকে জড়িয়ে ধরে মাঠেই কাঁদলেন বাবা
  3. শুরু হচ্ছে ছেলে-মেয়েদের বেঙ্গল প্রিমিয়র লিগ, জেনে নিন বিস্তারিত
Last Updated : Feb 16, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.