হায়দরাবাদ, 26 জানুয়ারি: তিনটে ফ্রন্টলাইন স্পিনার, সঙ্গে পার্টটাইম স্পিন অপশন জো রুট ৷ তাও হায়দরাবাদ টেস্টের দ্বিতীয়দিনে ভারতের বিরুদ্ধে দাঁত ফোঁটাতে ব্যর্থ হল ইংল্যান্ড ৷ দিনের শেষে স্কোরবোর্ড বলছে, ভারত 7 উইকেট হারিয়ে 421 রান ৷ কিন্তু, আসল পরিসংখ্যানটা হল ভারত ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে 175 রানের লিড নিয়েছে ৷ যেখানে প্রথমদিনে যস্বশী জয়সওয়ালের (80) পর, দ্বিতীয়দিনে কেএল রাহুল (86) এবং রবীন্দ্র জাদেজার (81) অপরাজিত ইনিংস রয়েছে ৷
কিন্তু, এখানেও রয়েছে একাধিক প্রশ্ন ৷ আর তা হল, ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের অ্যাপ্রোচ ৷ যস্বশী, শুভমন, শ্রেয়স এবং কেএল, ভারতের এই চার ব্যাটার সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ ৷ যস্বশী যেমন দিনের প্রথম ওভারেই অতি আগ্রাসন দেখাতে গিয়ে জো রুটকে উইকেট দিয়ে এলেন 80 রানে ৷ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি মাঠেই ফেলে এলেন তিনি ৷ তেমনি শুভমন গিল (23) সেট হয়ে গিয়েও দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেললেন ৷ তাঁর শট খেলার ধরন দেখে মনে হয়নি এটা কোনও টেস্ট ম্যাচ চলছে ৷
-
Stumps on Day 2 in Hyderabad! 🏟️#TeamIndia move to 421/7, lead by 175 runs 🙌
— BCCI (@BCCI) January 26, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
See you tomorrow for Day 3 action 👋
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/sul21QNVgh
">Stumps on Day 2 in Hyderabad! 🏟️#TeamIndia move to 421/7, lead by 175 runs 🙌
— BCCI (@BCCI) January 26, 2024
See you tomorrow for Day 3 action 👋
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/sul21QNVghStumps on Day 2 in Hyderabad! 🏟️#TeamIndia move to 421/7, lead by 175 runs 🙌
— BCCI (@BCCI) January 26, 2024
See you tomorrow for Day 3 action 👋
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/sul21QNVgh
প্রায় একই গল্প শ্রেয়স আইয়ারের (35) ক্ষেত্রেও ৷ মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় ওভারেই লেগস্পিনার রেহান আহমেদকে মিড-উইকেটের উপর দিয়ে স্লগ স্যুইপে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন ৷ যেখানে উলটোদিকে কেএল রাহুল তখন হাফ-সেঞ্চুরি করে খেলছেন ৷ যা নিয়ে সুনীল গাভাসকরের মতো প্রাক্তনীরা বেজায় চটেছেন ৷ আর কেএল রাহুলও নিজের উইকেট উপহার দিয়ে এলেন অফস্পিনার টম হার্টলিকে ৷ নির্বিষ শর্ট-পিচ বলে পুল করতে গিয়ে শ্রেয়সের কায়দায় আউট হলেন তিনি ৷ যদিও, রাহুলের ক্ষেত্রে ওই বল ছক্কা মারার মতোই ছিল ৷ কিন্তু, সেঞ্চুরির দোরগড়ায় এসে ইংল্যান্ডের তরফে দেওয়া প্রলোভন এড়িয়ে যেতেই পারতেন কেএল রাহুল ৷
রবিচন্দ্রন অশ্বিন (1) এ দিন নিজের কলেই রান-আউট হয়েছেন ৷ তবে, যেটা ভারতীয় স্পিনারদের জন্য খুশির খবর, তা হল দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বল নিচু হওয়া ৷ যার শিকার হলেন কেএস ভরত (41) ৷ রুটকে স্যুইপ শট খেলতে গিয়ে বাউন্স বিট হলেন তিনি ৷ যে উচ্চতায় বল উঠবে বলে আশা করেছিলেন, তার অনেকটা নিচ দিয়ে বল বেরিয়ে যায় ৷ রিভিউ নিলেও, আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতের উইকেট-কিপার ব্যাটারকে ৷
দ্বিতীয়দিনের শেষে রবীন্দ্র জাদেজা 81 রানে অপরাজিত রয়েছেন ৷ আশা করা হচ্ছে, যস্বশী এবং রাহুলের মতো ভুল না করলে, তৃতীয়দিনের সকালে এই টেস্ট সিরিজের প্রথম সেঞ্চুরি তাঁর ব্যাটে আসছে ৷ তাঁর সঙ্গে রয়েছেন অক্ষর প্যাটেল (35 রানে অপরাজিত) ৷ অক্ষরকেও এ দিন দুরন্ত দেখিয়েছে ৷ তৃতীয়দিনের সকালে এই দুই ব্যাটার আরও 50 রান যোগ করতে পারলে, ইংল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা কোনও মতেই সম্ভব হবে না ৷ ভারতীয় স্পিন ত্রয়ী এবং জসপ্রীত বুমরার সামনে 175 রানই পাহাড় প্রমাণ হয়ে উঠতে পারে থ্রি-লায়ন্সের জন্য ৷
আরও পড়ুন: