ETV Bharat / sports

ঝকঝকে রোদ সত্ত্বেও হল না খেলা, পুনরায় ম্য়াচ আয়োজনের সুযোগ হারাতে পারে কানপুর - INDIA vs BANGLADESH TEST

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

IND vs BAN 2nd TEST: তৃতীয়দিনও একটি বলও খেলা না-হওয়ায় প্রশ্নের মুখে গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো ৷ পরবর্তীতে আন্তর্জাতিক ম্য়াচ আয়োজনের সুযোগ খোয়াতে পারে কানপুর স্টেডিয়াম ৷

IND vs BAN 2nd TEST
মাঠ পরিদর্শন করছেন ম্যাচ অফিসিয়ালরা (IANS Photo)

কানপুর, 29 সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন দ্বিতীয়দিনের ঘটনারই পুনরাবৃত্তি ৷ গড়াল না একটি বলও ৷ তিন তিনবার মাঠ পর্যবেক্ষণের পর দিনের খেলা বাতিল করে দেন ম্য়াচ অফিসিয়ালরা ৷ কিন্তু তৃতীয়দিন এক ওভারও বল না-হওয়ায় প্রশ্নের মুখে কানপুর স্টেডিয়ামের পরিকাঠামো ৷ এমনকী ভবিষ্যতে এই মাঠে পুনরায় আন্তর্জাতিক ম্য়াচের আয়োজন হবে কি না, তা নিয়েও উঠে গেল প্রশ্নচিহ্ন ৷

প্রশ্নচিহ্নের কারণ, রবিবার সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি গ্রিন পার্কে ৷ বেলা বাড়ার সঙ্গে দেখা যায় ঝকঝকে রোদও ৷ তারপরও ম্যাচ শুরু করা যায়নি আউটফিল্ড ভিজে থাকার জন্য ৷ বিশেষ করে প্যাভিলিয়ন সি-এর দিকে ডিপ মিড উইকেট চত্বরের ভিজে ভাব খুশি করতে পারেনি ম্য়াচ অফিসিয়ালদের ৷ মনে করা হয়েছিল সূর্যের আলোয় পরের দিকে সমস্যার সমাধান হবে ৷ কিন্তু তা হয়নি ৷ বেলা 2টোয় মাঠ পরিদর্শনের পর দিনের খেলা বাতিল করা হয় ৷

যদিও ম্য়াচ অফিসিয়ালদের সিদ্ধান্তে খুশি হতে পারেননি পিচ কিউরেটর শিব কুমার ৷ সংবাদসংস্থা আইএএনএস'কে তিনি বলেন, "ওরা (ম্যাচ অফিসিয়াল) আমাদের তিনবার পরিদর্শনের সময় দিয়েছিল কিন্তু কোনওবারই স্পষ্ট জানায়নি সমস্য়া কোথায় ৷ কোথায় ভিজে রয়েছে বা কোন জায়গা নিয়ে সমস্যা তা জানতে পারিনি ৷ বারংবার ম্যাচ শুরু করার জন্য অনুরোধ করা হয়েছিল ৷"

তবে পিচ কিউরেটরের অভিযোগ সত্ত্বেও দ্বিতীয় টেস্টের তৃতীয়দিনের খেলা ভেস্তে যাওয়ার পর আতস কাচের তলায় গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো ৷ বিসিসিআইয়ের এক সূত্র আইএএনএস'কে জানিয়েছে, আগামিদিনে আন্তর্জাতিক ম্য়াচ আয়োজনের দায়িত্ব খোয়াতে পারে গ্রিন পার্ক ৷ পরিবর্তে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যাবতীয় দায়িত্ব মিলতে পারে পরিকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে থাকা লখনউয়ের একানা স্টেডিয়ামের ৷

কানপুর, 29 সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন দ্বিতীয়দিনের ঘটনারই পুনরাবৃত্তি ৷ গড়াল না একটি বলও ৷ তিন তিনবার মাঠ পর্যবেক্ষণের পর দিনের খেলা বাতিল করে দেন ম্য়াচ অফিসিয়ালরা ৷ কিন্তু তৃতীয়দিন এক ওভারও বল না-হওয়ায় প্রশ্নের মুখে কানপুর স্টেডিয়ামের পরিকাঠামো ৷ এমনকী ভবিষ্যতে এই মাঠে পুনরায় আন্তর্জাতিক ম্য়াচের আয়োজন হবে কি না, তা নিয়েও উঠে গেল প্রশ্নচিহ্ন ৷

প্রশ্নচিহ্নের কারণ, রবিবার সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি গ্রিন পার্কে ৷ বেলা বাড়ার সঙ্গে দেখা যায় ঝকঝকে রোদও ৷ তারপরও ম্যাচ শুরু করা যায়নি আউটফিল্ড ভিজে থাকার জন্য ৷ বিশেষ করে প্যাভিলিয়ন সি-এর দিকে ডিপ মিড উইকেট চত্বরের ভিজে ভাব খুশি করতে পারেনি ম্য়াচ অফিসিয়ালদের ৷ মনে করা হয়েছিল সূর্যের আলোয় পরের দিকে সমস্যার সমাধান হবে ৷ কিন্তু তা হয়নি ৷ বেলা 2টোয় মাঠ পরিদর্শনের পর দিনের খেলা বাতিল করা হয় ৷

যদিও ম্য়াচ অফিসিয়ালদের সিদ্ধান্তে খুশি হতে পারেননি পিচ কিউরেটর শিব কুমার ৷ সংবাদসংস্থা আইএএনএস'কে তিনি বলেন, "ওরা (ম্যাচ অফিসিয়াল) আমাদের তিনবার পরিদর্শনের সময় দিয়েছিল কিন্তু কোনওবারই স্পষ্ট জানায়নি সমস্য়া কোথায় ৷ কোথায় ভিজে রয়েছে বা কোন জায়গা নিয়ে সমস্যা তা জানতে পারিনি ৷ বারংবার ম্যাচ শুরু করার জন্য অনুরোধ করা হয়েছিল ৷"

তবে পিচ কিউরেটরের অভিযোগ সত্ত্বেও দ্বিতীয় টেস্টের তৃতীয়দিনের খেলা ভেস্তে যাওয়ার পর আতস কাচের তলায় গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো ৷ বিসিসিআইয়ের এক সূত্র আইএএনএস'কে জানিয়েছে, আগামিদিনে আন্তর্জাতিক ম্য়াচ আয়োজনের দায়িত্ব খোয়াতে পারে গ্রিন পার্ক ৷ পরিবর্তে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যাবতীয় দায়িত্ব মিলতে পারে পরিকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে থাকা লখনউয়ের একানা স্টেডিয়ামের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.