ETV Bharat / sports

সঞ্জুর ঝোড়ো সেঞ্চুরিতে নিজামের শহরে সর্বাধিক রানের নজির ভারতের - INDIA VS BANGLADESH T20I

নিজামের শহরে প্রথমে ব্য়াট করে কুড়ি-বিশের ক্রিকেটে সর্বাধিক রানের নজির গড়ল টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে সঞ্জু স্য়ামসনের ঝোড়ো শতরান ৷

SANJU SAMSON
শতরানের উচ্ছ্বাস সঞ্জু স্য়ামসনের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 12, 2024, 9:01 PM IST

Updated : Oct 12, 2024, 10:16 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: সিরিজ জেতা হয়ে গিয়েছে গত ম্যাচেই ৷ হায়দরাবাদে তৃতীয় টি-20 তাই খাতায়-কলমে নিয়মরক্ষার হলেও টেস্ট সিরিজের পর সংক্ষিপ্ত ফর্ম্য়াটেও সুযোগ পড়শি দেশকে চুনকাম করা ৷ আর সেই লক্ষ্যে নিজামের শহরে প্রথমে ব্য়াট করে কুড়ি-বিশের ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রানের নজির গড়ল টিম ইন্ডিয়া ৷ সামগ্রিকভাবে যা দ্বিতীয় সর্বাধিক হলেও টেস্ট প্লেয়িং দেশগুলোর নিরিখে সর্বাধিক বটে ৷ আর এই নজিরের নেপথ্যে সঞ্জু স্য়ামসনের ঝোড়ো শতরান ৷ হায়দরাবাদে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে 20 ওভারে ভারত তুলল 297 রান ৷

প্রতিপক্ষ শিবিরের অবস্থা বুঝে সম্ভবত রেকর্ডের আঁচ করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ তাই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ হাতছাড়া করেননি তিনি ৷ অভিষেক শর্মা 4 রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়কের জুটিতে (173 রান) রানের পাহাড়ে চড়ে ভারত ৷ বাংলাদেশ বোলারদের নিয়ে এদিন কার্যত ছেলেখেলা করেন সঞ্জু ৷ দশম ওভারে বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনকে পাঁচটি ছক্কা হাঁকান স্টাম্পার-ব্যাটার ৷

40 বলে এদিন কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন সঞ্জু ৷ যা ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির টি-20 ক্রিকেটে ৷ কম যাননি 'স্কাই'ও ৷ 35 বলে 75 রান আসে তাঁর ব্যাটে ৷ শেষ পর্যন্ত 47 বলে 11 রান করে আউট হন সঞ্জু ৷ মারেন 11টি চার ও 8টি ছয় ৷ এরপর রিয়ান পরাগের 13 বলে 34, হার্দিক পান্ডিয়ার 18 বলে 47 রানের ক্যামিয়োর সৌজন্যে টি-20'তে দ্বিতীয় সর্বাধিক রানের নজির গড়ে ভারত ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারত তোলে 297 রান ৷ ছক্কা হাঁকিয়ে 4 বলে 8 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিঙ্কু ৷

হায়দরাবাদ, 12 অক্টোবর: সিরিজ জেতা হয়ে গিয়েছে গত ম্যাচেই ৷ হায়দরাবাদে তৃতীয় টি-20 তাই খাতায়-কলমে নিয়মরক্ষার হলেও টেস্ট সিরিজের পর সংক্ষিপ্ত ফর্ম্য়াটেও সুযোগ পড়শি দেশকে চুনকাম করা ৷ আর সেই লক্ষ্যে নিজামের শহরে প্রথমে ব্য়াট করে কুড়ি-বিশের ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রানের নজির গড়ল টিম ইন্ডিয়া ৷ সামগ্রিকভাবে যা দ্বিতীয় সর্বাধিক হলেও টেস্ট প্লেয়িং দেশগুলোর নিরিখে সর্বাধিক বটে ৷ আর এই নজিরের নেপথ্যে সঞ্জু স্য়ামসনের ঝোড়ো শতরান ৷ হায়দরাবাদে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে 20 ওভারে ভারত তুলল 297 রান ৷

প্রতিপক্ষ শিবিরের অবস্থা বুঝে সম্ভবত রেকর্ডের আঁচ করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ তাই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ হাতছাড়া করেননি তিনি ৷ অভিষেক শর্মা 4 রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়কের জুটিতে (173 রান) রানের পাহাড়ে চড়ে ভারত ৷ বাংলাদেশ বোলারদের নিয়ে এদিন কার্যত ছেলেখেলা করেন সঞ্জু ৷ দশম ওভারে বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনকে পাঁচটি ছক্কা হাঁকান স্টাম্পার-ব্যাটার ৷

40 বলে এদিন কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন সঞ্জু ৷ যা ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির টি-20 ক্রিকেটে ৷ কম যাননি 'স্কাই'ও ৷ 35 বলে 75 রান আসে তাঁর ব্যাটে ৷ শেষ পর্যন্ত 47 বলে 11 রান করে আউট হন সঞ্জু ৷ মারেন 11টি চার ও 8টি ছয় ৷ এরপর রিয়ান পরাগের 13 বলে 34, হার্দিক পান্ডিয়ার 18 বলে 47 রানের ক্যামিয়োর সৌজন্যে টি-20'তে দ্বিতীয় সর্বাধিক রানের নজির গড়ে ভারত ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে ভারত তোলে 297 রান ৷ ছক্কা হাঁকিয়ে 4 বলে 8 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিঙ্কু ৷

Last Updated : Oct 12, 2024, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.