হায়দরাবাদ, 5 ডিসেম্বর: পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷
গোলাপি বলে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিক এগিয়ে থেকেই নামছে ভারত । কারণ, প্রথম টেস্টের ফলাফল ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কোথায় দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ৷ জেনে নিন...
𝗣𝗿𝗲𝗽 𝗠𝗼𝗱𝗲 🔛 #TeamIndia gearing up for the Pink-Ball Test in Adelaide 👌 👌#AUSvIND pic.twitter.com/5K4DlBtOE6
— BCCI (@BCCI) December 4, 2024
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সময়: |
অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় টেস্ট 6 থেকে 10 ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে । দ্বিতীয় টেস্ট শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30 মিনিটে এবং স্থানীয় সময় দুপুর 2:30 মিনিট । টস হবে ভারতীয় সময় সকাল 9:00টায় ।
কোন টিভি চ্যানেল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ সম্প্রচার করবে ? |
ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় সমস্ত ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টস (বিনামূল্যে) লাইভ সম্প্রচার করা হবে । এছাড়াও ম্যাচগুলি JioStar (Disney+Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ দেখা যাবে ।
অস্ট্রেলিয়াতে চ্যানেল 7, 7+, Foxtel এবং Kayo Sports চ্যানেলে ম্যাচ । গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস, নিউজিল্যান্ড স্কাই এনজেড; মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় উইলো চ্যানেলে ম্যাচ দেখা ।
ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের সম্পূর্ণ স্কোয়াড
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর
অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, শন অ্যাবট