ETV Bharat / sports

অ্যাডিলেডে টস জিতে ব্যাটিং ভারতের ! গোলাপি বল টেস্টে দলে এলেন অশ্বিন - INDIA VS AUSTRALIA PINK BALL TEST

গোলাপি বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিক এগিয়ে থেকেই নামল ভারত । কারণ, প্রথম টেস্টের ফলাফল ৷ যদিও প্রথম টেস্টে খেলা তিন খেলোয়াড় নেই অ্যাডিলেড ওভালে ৷

India vs Australia
ভারত বনাম অস্ট্রেলিয়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 6, 2024, 9:03 AM IST

Updated : Dec 6, 2024, 9:24 AM IST

অ্য়াডিলেড, 6 ডিসেম্বর: পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে টস জিতলেন রোহিত শর্মা ৷ খানিকটা প্রত্যাশিতভাবেই প্রথমে ব্যাট করছে ভারত ৷ গোলাপি বল টেস্টে দলে এলেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন ৷

বসলেন প্রথম টেস্টের একাদশে থাকা ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল ও ওয়াশিংটন সুন্দর ৷ দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷

প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে 10 দিনের ব্যবধান ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কিন্তু সমস্যা এখন অ্যাডিলেড ওভালের আবহাওয়া ৷ পূর্বাভাস ছিল, বৃষ্টিতে ভেসে যেতে পারে প্রথম দিনের খেলা ৷ এখনও বৃষ্টি না-হলেও সকাল থেকেই মুখভার অ্যাডিলেডের আকাশের ৷

  • এই ম্যাচে আর দু’টি ছয় মারলেই ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ড ছোঁবেন রোহিত শর্মা ৷ বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (90টি) ৷ রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে (88টি) ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক

আরও পড়ুন

অ্য়াডিলেড, 6 ডিসেম্বর: পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে টস জিতলেন রোহিত শর্মা ৷ খানিকটা প্রত্যাশিতভাবেই প্রথমে ব্যাট করছে ভারত ৷ গোলাপি বল টেস্টে দলে এলেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন ৷

বসলেন প্রথম টেস্টের একাদশে থাকা ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল ও ওয়াশিংটন সুন্দর ৷ দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷

প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে 10 দিনের ব্যবধান ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কিন্তু সমস্যা এখন অ্যাডিলেড ওভালের আবহাওয়া ৷ পূর্বাভাস ছিল, বৃষ্টিতে ভেসে যেতে পারে প্রথম দিনের খেলা ৷ এখনও বৃষ্টি না-হলেও সকাল থেকেই মুখভার অ্যাডিলেডের আকাশের ৷

  • এই ম্যাচে আর দু’টি ছয় মারলেই ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ড ছোঁবেন রোহিত শর্মা ৷ বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (90টি) ৷ রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে (88টি) ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক

আরও পড়ুন

Last Updated : Dec 6, 2024, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.