ETV Bharat / sports

ব্লকবাস্টার রবিবারে বিশ্বকাপে ভারতের সামনে অজিরা, কোথায়-কীভাবে দেখবেন?

রবিবার মহিলাদের টি-20 বিশ্বকাপে মহারণ ৷ মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া ৷ সেমির লক্ষ্যে ভারতের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ কোথায়-কখন দেখবেন? রইল সব তথ্য ৷

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

INDIAN CRICKETERS CELEBRATE
শ্রীলঙ্কাকে হারিয়ে উচ্ছ্বাস ভারতের মেয়েদের (AP Photo)

হায়দরাবাদ, 11 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে শুরুটা ভালো হয়নি ৷ কিন্তু গ্রুপ পর্বের পরবর্তী দু'টো ম্য়াচে জয় তুলে নিয়ে মহিলাদের টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে দারুণভাবে ফিরেছে ভারতীয় দল ৷ কিন্তু শেষ চারের লক্ষ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি খেলতে চলেছে আগামী রবিবার ৷ ব্লকবাস্টার সানডে'তে ভারতের সামনে অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচ জিতলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলবে দেশের মেয়েরা ৷

মুখোমুখি পরিসংখ্য়ানে এগিয়ে অস্ট্রেলিয়া: রবিবাসরীয় মহারণের আগে যদিও দু'দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কোনওভাবেই স্বস্তি দেবে না ভারতীয় অনুরাগীদের ৷ আন্তর্জাতিক টি-20'তে এর আগে দু'দল মুখোমুখি হয়েছে 34 বার ৷ তার মধ্যে 25টি ম্য়াচেই জয়লাভ করেছে অজিরা ৷ ভারত জিতেছে মাত্র 7টি ম্যাচ ৷ টি-20 বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে প্রত্যেকবারই ভারতকে ধরাশায়ী করেছে ক্যাঙারুব্রিগেড ৷ 2020 বিশ্বকাপের ফাইনাল হোক, কিংবা গতবার সেমিফাইনাল ৷ 'উইমেন ইন ব্লু'র স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার কাছেই ৷

কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: মহিলাদের চলতি টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৷ 13 অক্টোবর মেগা ম্য়াচ শুরু হবে সন্ধে সাড়ে 7টায় ৷

কোথায় দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ: আগামী রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ টেলিভিশনে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ ম্য়াচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টার অ্য়াপ এবং ওয়েবসাইটে ৷

ভারতের প্রথম তিন ম্যাচের ফলাফল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে 58 রানে হেরে বিশ্বকাপে অভিযান শুরু হয়েছিল 'উইমেন ইন ব্লু'র ৷ তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত ৷ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 82 রানের বিশাল ব্যবধানে হারায় হরমনপ্রীত অ্যান্ড কোং ৷

পয়েন্ট তালিকায় কত নম্বরে: গ্রুপ এ'তে শুক্রবার অস্ট্রেলিয়ার বনাম পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত দ্বিতীয়স্থানে রয়েছে ভারত ৷ তিন ম্যাচে চার পয়েন্ট তাদের ৷ দু'ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ৷ সমসংখ্যক ম্য়াচে 2 পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান ৷ গ্রুপ পর্বের শেষে প্রথম দু'টি দল পৌঁছবে শেষ চারে ৷

হায়দরাবাদ, 11 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে শুরুটা ভালো হয়নি ৷ কিন্তু গ্রুপ পর্বের পরবর্তী দু'টো ম্য়াচে জয় তুলে নিয়ে মহিলাদের টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে দারুণভাবে ফিরেছে ভারতীয় দল ৷ কিন্তু শেষ চারের লক্ষ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি খেলতে চলেছে আগামী রবিবার ৷ ব্লকবাস্টার সানডে'তে ভারতের সামনে অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচ জিতলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলবে দেশের মেয়েরা ৷

মুখোমুখি পরিসংখ্য়ানে এগিয়ে অস্ট্রেলিয়া: রবিবাসরীয় মহারণের আগে যদিও দু'দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কোনওভাবেই স্বস্তি দেবে না ভারতীয় অনুরাগীদের ৷ আন্তর্জাতিক টি-20'তে এর আগে দু'দল মুখোমুখি হয়েছে 34 বার ৷ তার মধ্যে 25টি ম্য়াচেই জয়লাভ করেছে অজিরা ৷ ভারত জিতেছে মাত্র 7টি ম্যাচ ৷ টি-20 বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে প্রত্যেকবারই ভারতকে ধরাশায়ী করেছে ক্যাঙারুব্রিগেড ৷ 2020 বিশ্বকাপের ফাইনাল হোক, কিংবা গতবার সেমিফাইনাল ৷ 'উইমেন ইন ব্লু'র স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার কাছেই ৷

কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: মহিলাদের চলতি টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৷ 13 অক্টোবর মেগা ম্য়াচ শুরু হবে সন্ধে সাড়ে 7টায় ৷

কোথায় দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ: আগামী রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ টেলিভিশনে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ ম্য়াচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টার অ্য়াপ এবং ওয়েবসাইটে ৷

ভারতের প্রথম তিন ম্যাচের ফলাফল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে 58 রানে হেরে বিশ্বকাপে অভিযান শুরু হয়েছিল 'উইমেন ইন ব্লু'র ৷ তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত ৷ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 82 রানের বিশাল ব্যবধানে হারায় হরমনপ্রীত অ্যান্ড কোং ৷

পয়েন্ট তালিকায় কত নম্বরে: গ্রুপ এ'তে শুক্রবার অস্ট্রেলিয়ার বনাম পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত দ্বিতীয়স্থানে রয়েছে ভারত ৷ তিন ম্যাচে চার পয়েন্ট তাদের ৷ দু'ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ৷ সমসংখ্যক ম্য়াচে 2 পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান ৷ গ্রুপ পর্বের শেষে প্রথম দু'টি দল পৌঁছবে শেষ চারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.