ETV Bharat / sports

হরমনপ্রীতের শেষ মুহূর্তের গোলে আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র ভারতের - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

INDIA SHARED POINT WITH ARGENTINA: ত্রাতা সেই হরমনপ্রীত ৷ প্রথম ম্যাচে অধিনায়কের শেষ মুহূর্তের গোলে এসেছিল জয় ৷ সোমবার অধিনায়কের গোলে আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র করল ভারত ৷ 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আপাতত তিনে ভারত ৷

INDIA SHARED POINT WITH ARGENTINA
আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র ভারতের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 29, 2024, 5:55 PM IST

Updated : Jul 29, 2024, 6:25 PM IST

প্যারিস, 29 জুলাই: শেষ মুহুর্তের পেনাল্টি স্ট্রোককে কাজে লাগিয়ে প্রথম ম্যাচে এসেছিল জয় ৷ দ্বিতীয় ম্যাচেও খানিকটা প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি ৷ তবে এক্ষেত্রে জয় নয়, ড্র করে মাঠ ছাড়ল ভারত ৷ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির দেশের বিরুদ্ধে 1-1 ড্র করল 'মেন ইন ব্লু' ৷ এই ম্যাচেও অন্তিম সময়ে গোল এল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের স্টিক থেকে ৷

তবে এদিন ভারতের খেলা দেখে আশঙ্কিত হতেই পারেন অনুরাগীরা ৷ গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল বেলজিয়াম এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন খেললে ব্রোঞ্জ পদক ধরে রাখাও কঠিন হয়ে যাবে ভারতীয় দলের জন্য ৷ এদিন ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল করে এগিয়ে যায় আর্জেন্তিনা ৷ 22 মিনিটে লাতিন আমেরিকার দেশটির হয়ে গোল করেন লুকাস মার্তিনেজ ৷

বল পজেশন, গোল লক্ষ্য করে শট কিংবা পেনাল্টি কর্নার ৷ সব বিভাগে এগিয়ে থেকেও এদিন ভারতের গোল আসছিল না কিছুতেই ৷ এদিন সারা ম্যাচে মোট 10টি পেনাল্টি কর্নার আদায় করে ভারতীয় দল ৷ এর মধ্যে ম্যাচের অন্তিম মিনিটে অন্তিম পেনাল্টি কর্নার গোলে কনভার্ট করে ভারত ৷ আর্জেন্তিনার গোলটি যদিও ফিল্ড গোল ৷ সবাই যখন ধরে নিয়েছে ভারতের হার নিশ্চিত, ঠিক তখনই ভিডিয়ো রেফারেলের সাহায্য নিয়ে পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত ৷ ম্যাচে শেষের ঠিক আগের মুহূর্তে সেই কর্নার থেকে গোল করে সমতায় ফেরে ভারত ৷

এই ড্র'য়ের পর পুল বি'তে তৃতীয়স্থানেই রইল ভারত ৷ 2 ম্যাচে শ্রীজেশদের সংগ্রহে 4 পয়েন্ট ৷ পুলে প্রথম দু'ম্যাচের দু'টোতেই জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম ৷ গত অলিম্পিক্সে তাঁরা সোনাজয়ীও বটে ৷ একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ৷ শীর্ষস্থানীয় চারটি দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে ৷

প্যারিস, 29 জুলাই: শেষ মুহুর্তের পেনাল্টি স্ট্রোককে কাজে লাগিয়ে প্রথম ম্যাচে এসেছিল জয় ৷ দ্বিতীয় ম্যাচেও খানিকটা প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি ৷ তবে এক্ষেত্রে জয় নয়, ড্র করে মাঠ ছাড়ল ভারত ৷ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির দেশের বিরুদ্ধে 1-1 ড্র করল 'মেন ইন ব্লু' ৷ এই ম্যাচেও অন্তিম সময়ে গোল এল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের স্টিক থেকে ৷

তবে এদিন ভারতের খেলা দেখে আশঙ্কিত হতেই পারেন অনুরাগীরা ৷ গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল বেলজিয়াম এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন খেললে ব্রোঞ্জ পদক ধরে রাখাও কঠিন হয়ে যাবে ভারতীয় দলের জন্য ৷ এদিন ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল করে এগিয়ে যায় আর্জেন্তিনা ৷ 22 মিনিটে লাতিন আমেরিকার দেশটির হয়ে গোল করেন লুকাস মার্তিনেজ ৷

বল পজেশন, গোল লক্ষ্য করে শট কিংবা পেনাল্টি কর্নার ৷ সব বিভাগে এগিয়ে থেকেও এদিন ভারতের গোল আসছিল না কিছুতেই ৷ এদিন সারা ম্যাচে মোট 10টি পেনাল্টি কর্নার আদায় করে ভারতীয় দল ৷ এর মধ্যে ম্যাচের অন্তিম মিনিটে অন্তিম পেনাল্টি কর্নার গোলে কনভার্ট করে ভারত ৷ আর্জেন্তিনার গোলটি যদিও ফিল্ড গোল ৷ সবাই যখন ধরে নিয়েছে ভারতের হার নিশ্চিত, ঠিক তখনই ভিডিয়ো রেফারেলের সাহায্য নিয়ে পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত ৷ ম্যাচে শেষের ঠিক আগের মুহূর্তে সেই কর্নার থেকে গোল করে সমতায় ফেরে ভারত ৷

এই ড্র'য়ের পর পুল বি'তে তৃতীয়স্থানেই রইল ভারত ৷ 2 ম্যাচে শ্রীজেশদের সংগ্রহে 4 পয়েন্ট ৷ পুলে প্রথম দু'ম্যাচের দু'টোতেই জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম ৷ গত অলিম্পিক্সে তাঁরা সোনাজয়ীও বটে ৷ একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ৷ শীর্ষস্থানীয় চারটি দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে ৷

Last Updated : Jul 29, 2024, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.