বার্বাডোজ, 20 জুন: কেনসিংটন ওভালে শেষ আটের লড়াইয়ে ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলি ৷ গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচ খেলে ফেলল ভারত ৷ অথচ এখনও কী কারণে দলে নেওয়া হয়েছে, তাই বুঝে উঠতে পারলেন না শিবম দুবে ৷ ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটার একটি ছক্কা মেরেই ডাগ-আউটের পথ ধরলেন ৷ শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের অর্ধ-শতরানের দৌলতে 181 রান তুলল ‘মেন ইন ব্লু’ ৷
13 বলে 8 রান করে ফেরেন রোহিত ৷ ফজলহক ফারুকীর বলে অধিনায়ককে তালুবন্দি করেন রশিদ খান ৷ 24 বলে 24 রান করেন বিরাট কোহলি ৷ 11 বলে 20 রান করেন ঋষভ পন্ত ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার জুটিতে ম্যাচে ফেরে ভারত ৷ স্কাই-হার্দিকের 60 রানের পার্টনারশিপই টিম ইন্ডিয়াকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় ৷ সূর্যকুমার খেলেন 28 বলে 53 রানের ইনিংস ৷ হার্দিকের অবদান 24 বলে 32 রান ৷
ভারতের সমস্যা এখন শিবম দুবে ও 5 বলে 7 রান করা রবীন্দ্র জাদেজা ৷ দুবে নিজের নামের প্রতি সুবিচার করে প্রতি ম্যাচেই ঝোলাচ্ছে ৷ জাদেজাও ফর্মে নেই ৷ ফলে অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফের অঙ্ক কষতে বসতে হবে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাকে ৷
এখনও পর্যন্ত 8টি টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান ৷ 7টি ম্যাচ জিতেছে ভারত, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ৷ ফলে এক্ষেত্রে ভারতের সাফল্যের হার 100 শতাংশ ৷ অন্যদিকে কোনও বড় টুর্নামেন্ট না-জিতলেও রশিদ খানরা সবসময়ই বিপক্ষ দলের মাথাব্যথার কারণ ৷