ETV Bharat / sports

পাকিস্তানকে 4-0 হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে প্রবেশ করল ভারত - India Seals Place in World Group I

India Seals Place in World Group I in Davis Cup: ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে জায়গা পাকা করে নিল ভারত ৷ পাকিস্তানকে তাদের ঘরের 4-0 ব্যবধানে হারিয়ে দিলেন ভারতীয় প্রতিযোগীরা ৷ ইউকি ভামব্রি এবং সাকেত মিনেনিদের দাপটে কোণঠাসা পাকিস্তান টেনিস দল ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 5:29 PM IST

ইসলামাবাদ, 4 ফেব্রুয়ারি: 60 বছর পর ফের পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছে ভারত ৷ যেখানে অপ্রতিরোধ্য ভারতীয় টেনিস দল 4-0 লিড নিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে জায়গা সুনিশ্চিত করে নিল ভারতীয় প্রতিযোগীরা ৷ শনিবার ফলাফল ছিল 2-0 ৷ আর রবিবার প্লে-অফের তৃতীয় রাউন্ডে ডাবলস ম্যাচ টাইব্রেকারে স্ট্রেট সেটে জেতেন ইউকি ভামব্রি এবং সাকেত মেননরা ৷

তৃতীয় রাউন্ডের ম্যাচে ইউকি ভামব্রি এবং সাকেত মেনন 6-2, 7-6 (7-5) স্ট্রেট সেটে পাক প্রতিপক্ষ আকিল খান এবং মুজাম্মিল মুরতাজাকে হারান ৷ উল্লেখ্য, পাকিস্তানের দলে আকিল খান বরকত উল্লাহর পরিবর্ত হিসেবে এসেছিলেন ৷ কিন্তু, প্রথম ম্যাচে ব্যর্থ তিনি ৷ কিন্তু, ইউকি এবং লম্বা সার্ভ করার ক্ষমতা রাখা মিনেনি শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দেননি ম্যাচ ফেরার ৷ প্রথম সেট একতরফা দাপট রেখে জিতে নেন ইউকি-সাকেত জুটি ৷

চতুর্থ রাউন্ডের ম্যাচে সিঙ্গলসে নিকি কলিয়ানন্দ পুনাচা স্ট্রেট সেটে জিতেছেন মহম্মদ শোয়েবের বিরুদ্ধে ৷ প্রথম সেটটি 6-3 গেমে জেতেন তিনি ৷ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখান নিকি ৷ তবে, দ্বিতীয় সেটে কিছুটা চেষ্টা করেছিলেন মহম্মদ শোয়েব ৷ কিন্তু, নিকি কলিয়ানন্দ পুনাচা তাঁকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ৷ 6-4 গেমে দ্বিতীয় সেটেও নিজের নামে করে নেন তিনি ৷ অন্যদিকে, শনিবার প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের হয়ে নেমেছিলেন রামকুমার রামনাথন ৷ তিনি পাকিস্তানের আসিম কুরেশিকে 6-7 (3-7), 7-6 (7-4), 6-0 সেটে হারান ৷

প্রথম ম্যাচে একমাত্র ভারতীয় প্রতিযোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পাকিস্তানের আসিম কুরেশি ৷ যেখানে প্রথম দু’টি সেটে টাইব্রেকারে ফলাফল বেরয় ৷ যার প্রথমটি ভারতের রামকুমার হারেন ৷ কিন্তু, এরপর আর কোনও সুযোগ দেননি তিনি ৷ দ্বিতীয় টাইব্রেকার নিজের নামে করেন রামকুমার ৷ আর তৃতীয় সেটের ম্যাচে আসিম কুরেশিকে দাঁত পর্যন্ত ফোটাতে দেননি তিনি ৷ 6-0 গেমে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন রামকুমার রামনাথন ৷ ডেভিস কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের এন শ্রীরাম বালাজি পাকিস্তানের আকিল খানকে 7-5, 6-3 স্ট্রেট সেটে হারিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
  2. দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার
  3. লুলু গ্রুপের সঙ্গে মহমেডানের গাঁটছড়ার পথে অন্তরায় মোদি সরকার, নয়া ইনভেস্টরের খোঁজে মুখ্যমন্ত্রী

ইসলামাবাদ, 4 ফেব্রুয়ারি: 60 বছর পর ফের পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছে ভারত ৷ যেখানে অপ্রতিরোধ্য ভারতীয় টেনিস দল 4-0 লিড নিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে জায়গা সুনিশ্চিত করে নিল ভারতীয় প্রতিযোগীরা ৷ শনিবার ফলাফল ছিল 2-0 ৷ আর রবিবার প্লে-অফের তৃতীয় রাউন্ডে ডাবলস ম্যাচ টাইব্রেকারে স্ট্রেট সেটে জেতেন ইউকি ভামব্রি এবং সাকেত মেননরা ৷

তৃতীয় রাউন্ডের ম্যাচে ইউকি ভামব্রি এবং সাকেত মেনন 6-2, 7-6 (7-5) স্ট্রেট সেটে পাক প্রতিপক্ষ আকিল খান এবং মুজাম্মিল মুরতাজাকে হারান ৷ উল্লেখ্য, পাকিস্তানের দলে আকিল খান বরকত উল্লাহর পরিবর্ত হিসেবে এসেছিলেন ৷ কিন্তু, প্রথম ম্যাচে ব্যর্থ তিনি ৷ কিন্তু, ইউকি এবং লম্বা সার্ভ করার ক্ষমতা রাখা মিনেনি শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দেননি ম্যাচ ফেরার ৷ প্রথম সেট একতরফা দাপট রেখে জিতে নেন ইউকি-সাকেত জুটি ৷

চতুর্থ রাউন্ডের ম্যাচে সিঙ্গলসে নিকি কলিয়ানন্দ পুনাচা স্ট্রেট সেটে জিতেছেন মহম্মদ শোয়েবের বিরুদ্ধে ৷ প্রথম সেটটি 6-3 গেমে জেতেন তিনি ৷ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখান নিকি ৷ তবে, দ্বিতীয় সেটে কিছুটা চেষ্টা করেছিলেন মহম্মদ শোয়েব ৷ কিন্তু, নিকি কলিয়ানন্দ পুনাচা তাঁকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ৷ 6-4 গেমে দ্বিতীয় সেটেও নিজের নামে করে নেন তিনি ৷ অন্যদিকে, শনিবার প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের হয়ে নেমেছিলেন রামকুমার রামনাথন ৷ তিনি পাকিস্তানের আসিম কুরেশিকে 6-7 (3-7), 7-6 (7-4), 6-0 সেটে হারান ৷

প্রথম ম্যাচে একমাত্র ভারতীয় প্রতিযোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন পাকিস্তানের আসিম কুরেশি ৷ যেখানে প্রথম দু’টি সেটে টাইব্রেকারে ফলাফল বেরয় ৷ যার প্রথমটি ভারতের রামকুমার হারেন ৷ কিন্তু, এরপর আর কোনও সুযোগ দেননি তিনি ৷ দ্বিতীয় টাইব্রেকার নিজের নামে করেন রামকুমার ৷ আর তৃতীয় সেটের ম্যাচে আসিম কুরেশিকে দাঁত পর্যন্ত ফোটাতে দেননি তিনি ৷ 6-0 গেমে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন রামকুমার রামনাথন ৷ ডেভিস কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের এন শ্রীরাম বালাজি পাকিস্তানের আকিল খানকে 7-5, 6-3 স্ট্রেট সেটে হারিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. অপেক্ষার অবসান শুভমনের ব্যাটে, পঞ্জাব ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত
  2. দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, বার্সেলোনার আদালতে শুনানি সোমবার
  3. লুলু গ্রুপের সঙ্গে মহমেডানের গাঁটছড়ার পথে অন্তরায় মোদি সরকার, নয়া ইনভেস্টরের খোঁজে মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.