ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 1 নম্বর ভারত - Wellington Test

India Moves to Number 1 in WTC Points Table: তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড়ে সবার আগে ভারত ৷ আজ ওয়েলিংটনে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে 172 রানে হারার পর, ভারত এক নম্বরে উঠে এসেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 7:20 PM IST

দুবাই, 3 মার্চ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওঠানামা লেগেই রয়েছে ৷ আর তার জেরে ফের একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এক নম্বরে উঠে এল ভারতীয় দল ৷ আজ নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 172 রানে হেরেছে ৷ তারপরেই কিউয়িরা সোজা দ্বিতীয় স্থানে নেমে আসে ৷ ফলে দ্বিতীয় স্থানে থাকা ভারত জয়ের নিরিখে 64.58 শতাংশ পয়েন্ট নিয়ে একনম্বরে উঠে এসেছে ৷ 7 মার্চ মোহালি টেস্ট জিততে পারলে একনম্বর জায়গা কার্যত পাকা হয়ে যাবে ভারতের জন্য ৷

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে টিম সাউদির দল জয়ের নিরিখে 75 শতাংশ পয়েন্ট নিয়ে একনম্বরে ছিল ৷ সেই সময় অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে ছিল প্রায় 53 শতাংশ পয়েন্টে ৷ আর ভারত তিন নম্বরে ছিল ৷ তবে, রাঁচিতে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ভারত জয়ের নিরিখে 64.58 শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে এবং অজিরা তিন নম্বরে নেমে যায় ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল ভারতের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে আগামী বছর জুন মাসের ফাইনালের রাস্তা সহজ করার ৷

কিন্তু, ব্ল্যাক ক্যাপদের দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে তা সম্ভব হল না ৷ বরং 60 শতাংশ পয়েন্টে এই মুহূর্তে নিউজিল্যান্ড দু’নম্বরে রয়েছে ৷ এবার ভারতের সামনে সুবর্ণ সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট জিতে একনম্বর জায়গা আরও পোক্ত করার ৷ উল্লেখ্য, ধর্মশালায় আয়োজিত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট বেশ কঠিন হতে চলেছে ৷ কারণ, মেঘলা আবহাওয়া ও ঠান্ডা পরিবেশে নতুন বলে ইংল্যান্ডের পেস বোলিং বিভাগ বেশ সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, গত সপ্তাহেও হিমাচলে তুষারপাত হয়েছে ৷ ফলে সেখানকার পরিবেশ ভারতীয় দলের থেকে বেশি ইংল্যান্ডের জন্য বেশি সুবিধাজনক ৷

উল্লেখ্য, সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলে ফিরছেন জসপ্রীত বুমরা ৷ তাঁর সঙ্গে পেস বোলিংয়ে থাকবেন মহম্মদ সিরাজ ৷ তবে, পেস সহায়ক উইকেট হলে তৃতীয় পেসার হিসেবে মুকেশ কুমার নাকি আকাশ দীপ, কে খেলবেন ? সেটাই এখন দেখার ৷ অন্যদিকে, ভারত কতজন স্পিনার নিয়ে খেলে সেটাও নজরে থাকবে ৷

আরও পড়ুন:

  1. চুক্তি থেকে বাদ পড়তেই ‘সুবোধ বালক’ শ্রেয়স, রঞ্জির সেমিতে নামছেন আইয়ার
  2. প্রথম খেতাব পল্টনদের, হরিয়ানাকে হারিয়ে প্রো-কবাডির নয়া চ্যাম্পিয়ন পুনে
  3. পিচের মাঝে সতীর্থের সঙ্গে ধাক্কা, 12 বছর পর রান-আউট উইলিয়ামসন

দুবাই, 3 মার্চ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওঠানামা লেগেই রয়েছে ৷ আর তার জেরে ফের একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এক নম্বরে উঠে এল ভারতীয় দল ৷ আজ নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 172 রানে হেরেছে ৷ তারপরেই কিউয়িরা সোজা দ্বিতীয় স্থানে নেমে আসে ৷ ফলে দ্বিতীয় স্থানে থাকা ভারত জয়ের নিরিখে 64.58 শতাংশ পয়েন্ট নিয়ে একনম্বরে উঠে এসেছে ৷ 7 মার্চ মোহালি টেস্ট জিততে পারলে একনম্বর জায়গা কার্যত পাকা হয়ে যাবে ভারতের জন্য ৷

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে টিম সাউদির দল জয়ের নিরিখে 75 শতাংশ পয়েন্ট নিয়ে একনম্বরে ছিল ৷ সেই সময় অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে ছিল প্রায় 53 শতাংশ পয়েন্টে ৷ আর ভারত তিন নম্বরে ছিল ৷ তবে, রাঁচিতে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ভারত জয়ের নিরিখে 64.58 শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে এবং অজিরা তিন নম্বরে নেমে যায় ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল ভারতের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে আগামী বছর জুন মাসের ফাইনালের রাস্তা সহজ করার ৷

কিন্তু, ব্ল্যাক ক্যাপদের দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে তা সম্ভব হল না ৷ বরং 60 শতাংশ পয়েন্টে এই মুহূর্তে নিউজিল্যান্ড দু’নম্বরে রয়েছে ৷ এবার ভারতের সামনে সুবর্ণ সুযোগ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট জিতে একনম্বর জায়গা আরও পোক্ত করার ৷ উল্লেখ্য, ধর্মশালায় আয়োজিত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট বেশ কঠিন হতে চলেছে ৷ কারণ, মেঘলা আবহাওয়া ও ঠান্ডা পরিবেশে নতুন বলে ইংল্যান্ডের পেস বোলিং বিভাগ বেশ সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, গত সপ্তাহেও হিমাচলে তুষারপাত হয়েছে ৷ ফলে সেখানকার পরিবেশ ভারতীয় দলের থেকে বেশি ইংল্যান্ডের জন্য বেশি সুবিধাজনক ৷

উল্লেখ্য, সিরিজের শেষ টেস্টে ভারতীয় দলে ফিরছেন জসপ্রীত বুমরা ৷ তাঁর সঙ্গে পেস বোলিংয়ে থাকবেন মহম্মদ সিরাজ ৷ তবে, পেস সহায়ক উইকেট হলে তৃতীয় পেসার হিসেবে মুকেশ কুমার নাকি আকাশ দীপ, কে খেলবেন ? সেটাই এখন দেখার ৷ অন্যদিকে, ভারত কতজন স্পিনার নিয়ে খেলে সেটাও নজরে থাকবে ৷

আরও পড়ুন:

  1. চুক্তি থেকে বাদ পড়তেই ‘সুবোধ বালক’ শ্রেয়স, রঞ্জির সেমিতে নামছেন আইয়ার
  2. প্রথম খেতাব পল্টনদের, হরিয়ানাকে হারিয়ে প্রো-কবাডির নয়া চ্যাম্পিয়ন পুনে
  3. পিচের মাঝে সতীর্থের সঙ্গে ধাক্কা, 12 বছর পর রান-আউট উইলিয়ামসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.