হায়দরাবাদ, 28 জানুয়ারি: ইংরেজদের 'বধ' করতে দ্বিতীয় ইনিংসে দরকার ছিল 231 রান ৷ আপাত নিরীহ লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রোহিত শর্মাদের ব্যাটিং লাইন-আপ ৷ টম হার্টলে, জো রুটদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে বসলেন গিল-জাদেজারা ৷ 5 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বারত হারল 28 রানে ৷ অভিষেক টেস্টেই 9 উইকেট তুলে নিলেন হার্টলে, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের তরুণ স্পিনারের ঝুলিতে এল 7টি উইকেট ৷
চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল ৷ রাজীব গান্ধি স্টেডিয়ামে ভালো শুরু করেছিলেন রোহিত শর্মা ও জসশ্বী জয়সওয়াল ৷ জুটির 42 রানের মাথায় নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন যশস্বী ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের সঙ্গে এখনও আইপিএলের পার্থক্য বুঝতে পারেননি দলের তরুণ ব্যাটার ৷ টম হার্টলের সহজ ডেলিভারি স্টেপ-আউট করে খেলতে গিয়ে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে বসেন ভারতীয় ওপেনার ৷ একই কথা প্রযোজ্য শুভমন গিলের ক্ষেত্রেও ৷ পাঁচদিনের ক্রিকেটে এখনও 'মিসফিট' ভারতীয় ক্রিকেটের নয়া পোস্টার বয় ৷ লাল বল রিড করা শিখতে গিলের দিল্লি এখনও বহুদূূর ৷
সুইপ, রিভার্স সুইপ, স্কুপ, স্টেপ আউট ৷ 'রোহিত অ্যান্ড কোং'য়ের ব্যাটিং দেখে একবারও বোঝা যায়নি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত দু'বারের রানার-আপরা চ্যাম্পিয়নের লক্ষ্যে মাঠে নেমেছে ৷ কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল; মিডল অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ ৷ ত্রয়ীর মিলিত সংগ্রহ 42 রান ৷ রবীন্দ্র জাদেজা যেই বলে রান নিতে গিয়ে আউট হলেন, তা ঘরোয়া ক্রিকেটেও অপরাধের সামিল ৷ মাঝে শ্রীকর ভরত ও রবিচন্দ্রন অশ্বিনের 57 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভরতকে হার্টলে তুলে নেওয়ার পর দ্রাবিড়ের ছেলেদের সামনে ক্রমশ স্পষ্ট হচ্ছিল হারের ছবিটা ৷ স্টেপ-আউট করতে গিয়ে উইকেট দিয়ে আসেন অশ্বিনও ৷ মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা শেষ উইকেটে টার্গেটে পৌঁছনোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷
আরও পড়ুন: