ETV Bharat / sports

যশস্বী-শুভমনের ঝোড়ো ইনিংস, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের - INDIA VS ZIMBABWE - INDIA VS ZIMBABWE

Zimbabwe vs India: জিম্বাবোয়ের বিরুদ্ধে 10 উইকেটে জিতে টি-20 সিরিজ জিতে নিল ভারতীয় ক্রিকেটের আগামী প্রজন্ম ৷ পাঁচ ম্যাচের এই সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিকন্দর রাজা অ্যান্ড কোম্পানিকে হেলায় হারালেন যশস্বী ও শুভমন ৷ ম্যাচের সেরা যশস্বী জয়সওয়াল ৷ তাঁর অনবদ্য ও অপরাজিত 93 রানের ইনিংস ছিল চোখে পড়ার মতো ৷

Zimbabwe vs India
যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের ব্যাটিং (বিসিসিআই এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 8:23 PM IST

Updated : Jul 13, 2024, 9:47 PM IST

হারারে, 13 জুলাই: 'রাজা'র ডেরায় রাজা ভারত ৷ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ফের টি-20 সিরিজে জয় পেল ভারত ৷ শনিবারের ম্যাচে ভারতের জয়ের কারিগর যশস্বী জয়সওয়াল ৷ প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে ভারতের হার দেখে ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন বিরাট-রোহিত-জাদেজার পর এখনও হয়তো ক্রিকেটের আগামী প্রজন্ম তৈরি হয়নি ৷ তবে, চতুর্থ ম্যাচ দশ উইকেটে জিতে জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে গিয়ে টি-20 সিরিজে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া ৷

শনিবার হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ 20 ওভারে 7 উইকেট হারিয়ে প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে মাত্র 152 রান করে ৷ সেই রান তাড়া করতে নেমে 28 বল বাকি থাকতে 10 উইকেটে জয় ছিনিয়ে নেন শুভমন ও যশস্বী ৷ জিম্বাবোয়ের ওপেনাররা শুরুটা ভালো করলেও পরে মিডল অর্ডারের ব্যর্থতা চোখে পড়ে ৷ একমাত্র অধিনায়ক 46 রান করেন ৷ বাকি কোনও ব্যাটারই 32 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ তবে দারুণ পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা।

খলিল আহমেদ 4 ওভার বল করে 2টি উইকেট নেন 32 রানের বিনিময়ে ৷ একটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে ৷ তাঁর এই ম্যাচটি স্মরণীয় করে রাখার ৷ টি-20 আন্তর্জাতিক ম্যাচে আজ তাঁর অভিষেক হয় ৷ তুষার ছাড়াও এদিন ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবে দু'টি উইকেট নেন ৷ রান তাড়া করতে নেমে শুভমন ও যশস্বীই ম্যাচ জিতিয়ে দেন ৷ 53 বলে 93 রানের ঝোড়ো ইনিংস খেলেন জয়সওয়াল সাহাব ৷ 13টি চার ও 2টি ছ'য়ে এই ইনিংস সাজান তিনি ৷ সঙ্গে তো ক্যাপ্টেন ছিলেনই ৷ তিনি 39 বলে 58 রান করেন ৷

15.2 ওভারে 156 রান করে একতরফা জয় পায় ভারত। সিরিজ নিজেদের হেফাজতে করে ফেলে গিল বাহিনী ৷ আর তাতেই 3-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত।

হারারে, 13 জুলাই: 'রাজা'র ডেরায় রাজা ভারত ৷ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ফের টি-20 সিরিজে জয় পেল ভারত ৷ শনিবারের ম্যাচে ভারতের জয়ের কারিগর যশস্বী জয়সওয়াল ৷ প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে ভারতের হার দেখে ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন বিরাট-রোহিত-জাদেজার পর এখনও হয়তো ক্রিকেটের আগামী প্রজন্ম তৈরি হয়নি ৷ তবে, চতুর্থ ম্যাচ দশ উইকেটে জিতে জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে গিয়ে টি-20 সিরিজে পর্যুদস্ত করল টিম ইন্ডিয়া ৷

শনিবার হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ 20 ওভারে 7 উইকেট হারিয়ে প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে মাত্র 152 রান করে ৷ সেই রান তাড়া করতে নেমে 28 বল বাকি থাকতে 10 উইকেটে জয় ছিনিয়ে নেন শুভমন ও যশস্বী ৷ জিম্বাবোয়ের ওপেনাররা শুরুটা ভালো করলেও পরে মিডল অর্ডারের ব্যর্থতা চোখে পড়ে ৷ একমাত্র অধিনায়ক 46 রান করেন ৷ বাকি কোনও ব্যাটারই 32 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ তবে দারুণ পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা।

খলিল আহমেদ 4 ওভার বল করে 2টি উইকেট নেন 32 রানের বিনিময়ে ৷ একটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে ৷ তাঁর এই ম্যাচটি স্মরণীয় করে রাখার ৷ টি-20 আন্তর্জাতিক ম্যাচে আজ তাঁর অভিষেক হয় ৷ তুষার ছাড়াও এদিন ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবে দু'টি উইকেট নেন ৷ রান তাড়া করতে নেমে শুভমন ও যশস্বীই ম্যাচ জিতিয়ে দেন ৷ 53 বলে 93 রানের ঝোড়ো ইনিংস খেলেন জয়সওয়াল সাহাব ৷ 13টি চার ও 2টি ছ'য়ে এই ইনিংস সাজান তিনি ৷ সঙ্গে তো ক্যাপ্টেন ছিলেনই ৷ তিনি 39 বলে 58 রান করেন ৷

15.2 ওভারে 156 রান করে একতরফা জয় পায় ভারত। সিরিজ নিজেদের হেফাজতে করে ফেলে গিল বাহিনী ৷ আর তাতেই 3-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত।

Last Updated : Jul 13, 2024, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.