ETV Bharat / sports

অধিনায়ককে সঙ্গী করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুললেন সচিন, ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান!

Under-19 World Cup 2024: অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া ৷ তাহলে গোল্ডেন টিকিট হাতে পেয়ে ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান? কারণ বেনোনিতে মঙ্গলবার ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম সেমির পর আগামী পরশু দ্বিতীয় সেমিতে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া ৷ তাতে যে দল জিতবে তাদের সঙ্গে ভারত খেলবে যুব বিশ্বকাপ 2024-এর বিশ্বকাপ মহারণ ৷

দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপ ফাইনালে ভারত
Under-19 World Cup 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 9:52 PM IST

Updated : Feb 6, 2024, 10:25 PM IST

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 6 ফেব্রুয়ারি: গতবছর দাদারা পারেনি ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপ জিতে ভাইয়েরা কি পারবে ট্রফি আনবে ? তা জানতে অবশ্য এখনও কয়েকদিনের অপেক্ষা ৷ তবে মঙ্গলবার আয়োজক দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেল টিম ইন্ডিয়া ৷ 244 রান তাড়া করতে নেমে 4 উইকেট পড়ে যাওয়ার পরে দলকে টানলেন অধিনায়ক উদয় শাহারান ও সচিন ধাস। দু'য়ে মিলে ফাইনালে তুললেন দলকে ৷

96 রান করলেন সচিন ৷ 4 রানের জন্য শতরান হাতছাড়া হলেও তিনি বোঝালেন, ভারতীয় ক্রিকেট সার্কিটে লম্বা সময়ের জন্য থাকতে এসেছেন। তাঁর সঙ্গী 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' উদয় শাহারান করলেন 86 ৷ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ীদের মুখোমুখি হবে উদয় অ্যান্ড কোম্পানি ৷ ভারত টসে জিতে প্রথমে বিপক্ষ দলকে ব্যাটিং করতে পাঠায়। 50 ওভারে 244/7 করে দক্ষিণ আফ্রিকা। বিনিময়ে ভারতীয় দল সাত বল আগেই ম্যাচ জিতে নিল।

এদিন সচিন যখন ব্যাট করতে নামেন তখন 32 রানে 4 উইকেট হারিয়ে বেকায়দায় ভারতের। তখন আগুনের মতো ফুটছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার ট্রিস্টান লুস ও কোয়েনা মাফাকা। তাঁদের বলে একে একে আউট হয়ে ফিরেছেন আদর্শ সিংহ, আর্শিন কুলকার্নি, মুশির খান ও প্রিয়াংশু মোলিয়া। তবে সেদিকে গুরুত্ব না-দিয়ে ঠান্ডা মাথায় ইনিংসের হাল ধরেন উদয় ও সচিন। কোনও তাড়াহুড়ো নয়, তবে মারার বল ছাড়লেন না তাঁরা। আর তাতেই চলে গেলেন বিশ্বকাপ ফাইনালে ৷ এই ম্যাচে ভারতের হয়ে ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক উদয় শাহারান। তিনি 86 রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে রান-আউট হন। আগামী 11 ফেব্রুয়ারি ফাইনাল যুব বিশ্বকাপের ৷

ছোটদের এই জয়ে ইতিমধ্যেই ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এক্সে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "4 উইকেটে 32 রান থেকে কী অসাধারণ জয়! তরুণ ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্স..এই দক্ষিণ আফ্রিকার দলেও কিছু ভালো প্রতিভা রয়েছে ৷"

আরও পড়ুন:

  1. অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেতে ভারতের দরকার 245
  2. একশো ওভারের খেল খতম মাত্র একত্রিশেই, 8 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' অজিদের
  3. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত

বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 6 ফেব্রুয়ারি: গতবছর দাদারা পারেনি ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপ জিতে ভাইয়েরা কি পারবে ট্রফি আনবে ? তা জানতে অবশ্য এখনও কয়েকদিনের অপেক্ষা ৷ তবে মঙ্গলবার আয়োজক দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেল টিম ইন্ডিয়া ৷ 244 রান তাড়া করতে নেমে 4 উইকেট পড়ে যাওয়ার পরে দলকে টানলেন অধিনায়ক উদয় শাহারান ও সচিন ধাস। দু'য়ে মিলে ফাইনালে তুললেন দলকে ৷

96 রান করলেন সচিন ৷ 4 রানের জন্য শতরান হাতছাড়া হলেও তিনি বোঝালেন, ভারতীয় ক্রিকেট সার্কিটে লম্বা সময়ের জন্য থাকতে এসেছেন। তাঁর সঙ্গী 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' উদয় শাহারান করলেন 86 ৷ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ীদের মুখোমুখি হবে উদয় অ্যান্ড কোম্পানি ৷ ভারত টসে জিতে প্রথমে বিপক্ষ দলকে ব্যাটিং করতে পাঠায়। 50 ওভারে 244/7 করে দক্ষিণ আফ্রিকা। বিনিময়ে ভারতীয় দল সাত বল আগেই ম্যাচ জিতে নিল।

এদিন সচিন যখন ব্যাট করতে নামেন তখন 32 রানে 4 উইকেট হারিয়ে বেকায়দায় ভারতের। তখন আগুনের মতো ফুটছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার ট্রিস্টান লুস ও কোয়েনা মাফাকা। তাঁদের বলে একে একে আউট হয়ে ফিরেছেন আদর্শ সিংহ, আর্শিন কুলকার্নি, মুশির খান ও প্রিয়াংশু মোলিয়া। তবে সেদিকে গুরুত্ব না-দিয়ে ঠান্ডা মাথায় ইনিংসের হাল ধরেন উদয় ও সচিন। কোনও তাড়াহুড়ো নয়, তবে মারার বল ছাড়লেন না তাঁরা। আর তাতেই চলে গেলেন বিশ্বকাপ ফাইনালে ৷ এই ম্যাচে ভারতের হয়ে ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক উদয় শাহারান। তিনি 86 রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে রান-আউট হন। আগামী 11 ফেব্রুয়ারি ফাইনাল যুব বিশ্বকাপের ৷

ছোটদের এই জয়ে ইতিমধ্যেই ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এক্সে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "4 উইকেটে 32 রান থেকে কী অসাধারণ জয়! তরুণ ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্স..এই দক্ষিণ আফ্রিকার দলেও কিছু ভালো প্রতিভা রয়েছে ৷"

আরও পড়ুন:

  1. অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেতে ভারতের দরকার 245
  2. একশো ওভারের খেল খতম মাত্র একত্রিশেই, 8 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' অজিদের
  3. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত
Last Updated : Feb 6, 2024, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.