ETV Bharat / sports

অধিনায়কের জোড়া গোল, চিনের মাটিতে পাক 'বধ' ভারতের - ASIAN CHAMPIONS TROPHY HOCKEY

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 3:01 PM IST

Updated : Sep 14, 2024, 3:15 PM IST

INDIA BEAT PAKISTAN: হরমনপ্রীতের স্টিকে ফের ম্যাজিক ৷ পেনাল্টি কর্নার থেকে অধিনায়কের জোড়া গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাল ভারত ৷ এই জয়ের ফলে রাউন্ড-রবিন পর্বে টানা পাঁচ ম্যাচ জিতল ভারত ৷

INDIA BEAT PAKISTAN
হকিতে পাক বধ ভারতের (IANS Photo)

হুলুনবুইর (চিন), 14 সেপ্টেম্বর: এশিয়ান চ্য়াম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারা অব্যাহত ভারতীয় হকি দলের ৷ রাউন্ড-রবিন পর্বে প্রথম চার ম্য়াচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের ৷ শনিবার রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ৷ 'ক্ল্যাশ অফ টাইটানস'-এ পিছিয়ে পড়েও বাজিমাত করল ভারত ৷ পাকিস্তানকে ভারত হারাল 2-1 গোলে ৷

বর্তমান ব়্য়াংকিংয়ে ভারতের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও ভারত-পাক দ্বৈরথ সবসময়ই আলাদা মাত্রা বহন করে ৷ চিনের মাটিতেও এদিন অন্যথা হল না ৷ বিগত ম্যাচগুলিতে দাপটের সঙ্গে জিতলেও পাকিস্তানের বিরুদ্ধে এদিন শুরুতে পিছিয়ে পড়ে হরমনপ্রীত ব্রিগেড ৷ ম্যাচের 8 মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় দু'বারের চ্যাম্পিয়ন পাকিস্তান ৷ যদিও সেই গোল ফেরৎ দিতে খুব বেশি সময় নেয়নি ভারত ৷

পাঁচ মিনিট বাদে দিনের প্রথম পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ ভারতের হয়ে এদিন জয়সূচক গোলও অধিনায়করেরই ৷ দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন হরমনপ্রীত ৷ বাকি দুই কোয়ার্টারে বেশ কয়েকবার গোলের মুখে পৌঁছে গিয়েছিল দুই দল ৷ তুল্যমূল্য লড়াই সত্ত্বেও আর গোল আসেনি ৷ পেনাল্টি কর্নার থেকে জারমনপ্রীত সিং যেমন গোললাইন সেভ করেন, তেমনই পাক গোলরক্ষকের বদান্যতায় ভারতকেও একাধিকবার গোলের কাছাকাছি থেকে ফিরতে হয় ৷

চতুর্থ কোয়ার্টারে ভারতের যুগরাজ সিংকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন পাকিস্তানের রানা ওয়াহিফ আশরফ ৷ ঘটনাকে কেন্দ্র করে দু'দলের প্লেয়ারদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময়ও হয় ৷ সে যাইহোক, ম্যাচে শেষমেশ লিড ধরে রেখে রাউন্ড-রবিন পর্বে পাঁচ ম্যাচেই জয় নিশ্চিত করে ভারত ৷

হুলুনবুইর (চিন), 14 সেপ্টেম্বর: এশিয়ান চ্য়াম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারা অব্যাহত ভারতীয় হকি দলের ৷ রাউন্ড-রবিন পর্বে প্রথম চার ম্য়াচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের ৷ শনিবার রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ৷ 'ক্ল্যাশ অফ টাইটানস'-এ পিছিয়ে পড়েও বাজিমাত করল ভারত ৷ পাকিস্তানকে ভারত হারাল 2-1 গোলে ৷

বর্তমান ব়্য়াংকিংয়ে ভারতের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও ভারত-পাক দ্বৈরথ সবসময়ই আলাদা মাত্রা বহন করে ৷ চিনের মাটিতেও এদিন অন্যথা হল না ৷ বিগত ম্যাচগুলিতে দাপটের সঙ্গে জিতলেও পাকিস্তানের বিরুদ্ধে এদিন শুরুতে পিছিয়ে পড়ে হরমনপ্রীত ব্রিগেড ৷ ম্যাচের 8 মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় দু'বারের চ্যাম্পিয়ন পাকিস্তান ৷ যদিও সেই গোল ফেরৎ দিতে খুব বেশি সময় নেয়নি ভারত ৷

পাঁচ মিনিট বাদে দিনের প্রথম পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ ভারতের হয়ে এদিন জয়সূচক গোলও অধিনায়করেরই ৷ দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন হরমনপ্রীত ৷ বাকি দুই কোয়ার্টারে বেশ কয়েকবার গোলের মুখে পৌঁছে গিয়েছিল দুই দল ৷ তুল্যমূল্য লড়াই সত্ত্বেও আর গোল আসেনি ৷ পেনাল্টি কর্নার থেকে জারমনপ্রীত সিং যেমন গোললাইন সেভ করেন, তেমনই পাক গোলরক্ষকের বদান্যতায় ভারতকেও একাধিকবার গোলের কাছাকাছি থেকে ফিরতে হয় ৷

চতুর্থ কোয়ার্টারে ভারতের যুগরাজ সিংকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন পাকিস্তানের রানা ওয়াহিফ আশরফ ৷ ঘটনাকে কেন্দ্র করে দু'দলের প্লেয়ারদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময়ও হয় ৷ সে যাইহোক, ম্যাচে শেষমেশ লিড ধরে রেখে রাউন্ড-রবিন পর্বে পাঁচ ম্যাচেই জয় নিশ্চিত করে ভারত ৷

Last Updated : Sep 14, 2024, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.