ETV Bharat / sports

সম্পর্কের ভাঙন গুজব, একজোট হয়ে চলার বার্তা কল্যাণ-স্টিমাচের

Igor Stimac and Kalyan Chaubey on Indian Football: একজন ফেডারেশন প্রেসিডেন্ট, আরেকজন দলের কোচ য মঞ্চে পাশাপাশি বসে পরস্পর পরস্পরের প্রতি প্রশংসাসূচক কথা বলে বিতর্ক, সংঘাতের কালো মেঘ উড়িয়ে দেওয়ার চেষ্টায় ঈগর স্টিমাচ এবং কল্যাণ চৌবে । কিন্তু, সত্যিই কি সমস্যা নেই ?

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 8:47 PM IST

কলকাতা, 7 মার্চ: বসন্তে কি সম্পর্কে প্রলেপ লাগে ? বোধহয়, হ্যাঁ । না-হলে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ ঈগর স্টিম্যাচ কেন পরস্পর পরস্পরের সম্পর্কে বলতে গিয়ে বিগলিত হবেন । সম্পর্কের উষ্ণতায় নিন্দুকদের এতদিনের জল্পনা তো ধুয়েমুছে সাফ । অথচ কয়েকদিন আগেও ফেডারেশন প্রেসিডেন্ট এবং ভারতের ফুটবল দলের হেডস্যর ঈগর স্টিমাচের সম্পর্ক নিয়ে কত শব্দ খরচ হয়েছে । এদের দু’জনের সম্পর্ক নিয়ে যখন সরগরম সরগরম ভারতীয় ফুটবল, তখন কল্যাণ চৌবে এবং ঈগর স্টিমাচ দু’জনেই জানিয়ে দিলেন, দলের সাফল্য আনতে হলে মাঠ ও মাঠের বাইরে দলগত সংহতি জরুরি । দু’জনেই ভারতীয় ফুটবল নিয়ে অকপট ।

দারুণ শুরু করেও ঈগরের ভারত এশিয়ান কাপে ডুবেছে । এখন সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলের পাখির চোখ 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব । চলতি মাসের 21 ও 26 তারিখ আফগানিস্তানের সঙ্গে ভারতের খেলা রয়েছে । 21 তারিখ সৌদি আরবে অ্যাওয়ে ম্যাচ । 26 তারিখ গুয়াহাটিতে ভারতের হোম ম্যাচ । এই দু’ম্যাচের আগে একজোটে লড়াইয়ের বার্তা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি এবং দলের হেডস্যরের ।

বৃহস্পতিবার বাইপাসের ধারে এক তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘‘কোচের সঙ্গে তাঁর সংঘাত রয়েছে, এটা নিতান্তই গুজব । আমার কোচের সঙ্গে কথা হয়েছে । আমাদের টেকনিক্যাল কমিটি আছে । ওরা তিনশোর বেশি ম্যাচের সঙ্গে যুক্ত । কোচ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে সেই কমিটির সদস্যদের আলোচনাও হয়েছে । ওরা সচিবকে রিপোর্ট জমা দেবে । আর সচিব আমাকে দেবে সেই রিপোর্ট । আমি আর কোচ একসঙ্গে বসে আছি মানেই দু’জনে সব আলোচনা করে নেব, তা তো নয় । তাহলে তো কমিটি তৈরির কোনও অর্থই নেই ৷’’

কল্যাণের কথায়, ফেডারেশনের সঙ্গে অনেক মানুষ যুক্ত । ফেডারেশন নিজেই একটা গোটা দল । তাই সেখানে কোনও একজন ব্যক্তির একার পক্ষে কিছু বদলানো সম্ভব নয় । সবাই মিলেই উন্নতির কথা ভাবতে হবে । শুধু আমি-আমি করলে ফুটবলের উন্নতি বন্ধ হয়ে যাবে । যদিও অন্যের কাছে নিজেকে প্রমাণ করার বিষয়টা বিশ্বাস করি না ।

প্রাক-বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আশায় বুক বাঁধছে সমর্থকরা । তাদের আশ্বস্ত করে সুনীল ছেত্রীদের হেডস্যর আলো দেখতে পাওয়ার কথা বলছেন । ঈগর স্টিমাচের দাবি, ‘‘ভারতে অনেক প্রতিভা রয়েছে । আমাদের ফোকাস করতে হবে যে সেই প্রতিভা কীভাবে আরও শাণিত করা যায় । আমরা চাইলে আফগানিস্তানের থেকে বেশি ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করতেই পারি । তবে পুরোটাই মাঠের পারফর্ম্যান্স দিয়ে ।’’ ফেডারেশন প্রেসিডেন্টের মতো ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচও দলগত সংহতিতে বিশ্বাসী । ক্রোয়েশিয়ান কোচ বলছেন, “আমরা কখনই একা নয়, চিরকাল আমরাই ছিলাম । আর অন্যের কাছে নয়, নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারলেই উন্নতি হবে ।’’

আরও পড়ুন:

কলকাতা, 7 মার্চ: বসন্তে কি সম্পর্কে প্রলেপ লাগে ? বোধহয়, হ্যাঁ । না-হলে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ ঈগর স্টিম্যাচ কেন পরস্পর পরস্পরের সম্পর্কে বলতে গিয়ে বিগলিত হবেন । সম্পর্কের উষ্ণতায় নিন্দুকদের এতদিনের জল্পনা তো ধুয়েমুছে সাফ । অথচ কয়েকদিন আগেও ফেডারেশন প্রেসিডেন্ট এবং ভারতের ফুটবল দলের হেডস্যর ঈগর স্টিমাচের সম্পর্ক নিয়ে কত শব্দ খরচ হয়েছে । এদের দু’জনের সম্পর্ক নিয়ে যখন সরগরম সরগরম ভারতীয় ফুটবল, তখন কল্যাণ চৌবে এবং ঈগর স্টিমাচ দু’জনেই জানিয়ে দিলেন, দলের সাফল্য আনতে হলে মাঠ ও মাঠের বাইরে দলগত সংহতি জরুরি । দু’জনেই ভারতীয় ফুটবল নিয়ে অকপট ।

দারুণ শুরু করেও ঈগরের ভারত এশিয়ান কাপে ডুবেছে । এখন সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলের পাখির চোখ 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব । চলতি মাসের 21 ও 26 তারিখ আফগানিস্তানের সঙ্গে ভারতের খেলা রয়েছে । 21 তারিখ সৌদি আরবে অ্যাওয়ে ম্যাচ । 26 তারিখ গুয়াহাটিতে ভারতের হোম ম্যাচ । এই দু’ম্যাচের আগে একজোটে লড়াইয়ের বার্তা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি এবং দলের হেডস্যরের ।

বৃহস্পতিবার বাইপাসের ধারে এক তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘‘কোচের সঙ্গে তাঁর সংঘাত রয়েছে, এটা নিতান্তই গুজব । আমার কোচের সঙ্গে কথা হয়েছে । আমাদের টেকনিক্যাল কমিটি আছে । ওরা তিনশোর বেশি ম্যাচের সঙ্গে যুক্ত । কোচ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে সেই কমিটির সদস্যদের আলোচনাও হয়েছে । ওরা সচিবকে রিপোর্ট জমা দেবে । আর সচিব আমাকে দেবে সেই রিপোর্ট । আমি আর কোচ একসঙ্গে বসে আছি মানেই দু’জনে সব আলোচনা করে নেব, তা তো নয় । তাহলে তো কমিটি তৈরির কোনও অর্থই নেই ৷’’

কল্যাণের কথায়, ফেডারেশনের সঙ্গে অনেক মানুষ যুক্ত । ফেডারেশন নিজেই একটা গোটা দল । তাই সেখানে কোনও একজন ব্যক্তির একার পক্ষে কিছু বদলানো সম্ভব নয় । সবাই মিলেই উন্নতির কথা ভাবতে হবে । শুধু আমি-আমি করলে ফুটবলের উন্নতি বন্ধ হয়ে যাবে । যদিও অন্যের কাছে নিজেকে প্রমাণ করার বিষয়টা বিশ্বাস করি না ।

প্রাক-বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আশায় বুক বাঁধছে সমর্থকরা । তাদের আশ্বস্ত করে সুনীল ছেত্রীদের হেডস্যর আলো দেখতে পাওয়ার কথা বলছেন । ঈগর স্টিমাচের দাবি, ‘‘ভারতে অনেক প্রতিভা রয়েছে । আমাদের ফোকাস করতে হবে যে সেই প্রতিভা কীভাবে আরও শাণিত করা যায় । আমরা চাইলে আফগানিস্তানের থেকে বেশি ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করতেই পারি । তবে পুরোটাই মাঠের পারফর্ম্যান্স দিয়ে ।’’ ফেডারেশন প্রেসিডেন্টের মতো ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচও দলগত সংহতিতে বিশ্বাসী । ক্রোয়েশিয়ান কোচ বলছেন, “আমরা কখনই একা নয়, চিরকাল আমরাই ছিলাম । আর অন্যের কাছে নয়, নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারলেই উন্নতি হবে ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.