ETV Bharat / sports

62 হাজার মুখোশ-পুষ্প বৃষ্টিতে সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করার পরিকল্পনা - SUNIL CHHETRI FAREWELL MATCH - SUNIL CHHETRI FAREWELL MATCH

Farewell Match of Sunil Chhetri: অধিনায়ক সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা সাজাতে শুরু করেছে আইএফএ ৷ রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার তরফে বিস্তারিত পরিকল্পনার কথা জানালেন সচিব অনির্বাণ দত্ত ৷

ETV BHARAT
সুনীল ছেত্রী ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 9:11 PM IST

সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখার পরিকল্পনা আইএফএ-র ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 19 মে: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ঘিরে একগুচ্ছ পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ ৷ 6 জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেন ইন-ব্লু বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ৷ এটি ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর আর্ন্তজাতিক ফুটবল জীবনের শেষ ম্যাচ ৷ দেশের জার্সিতে 150 ম্যাচে 94টি গোলের মালিক একশো একান্নতম ম্যাচে অবসর নিচ্ছেন ৷ তাঁর অবসরের সিদ্ধান্তের পর, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নানা আলোচনা চলছে ৷ সেই বহু আলোচিত ম্যাচকে স্মরণীয় করতে আয়োজক আইএফএ কোনওরকম খামতি রাখতে নারাজ ৷

বেশ কিছু অভিনব পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ ৷ 62 হাজার টিকিট ছাড়া হচ্ছে অনলাইনে ৷ টিকিটের দাম ইতিমধ্যেই ঘোষিত ৷ সুনীল ছেত্রীকে দেওয়া উপহারেও থাকছে চমক ৷ দর্শকদের সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া হবে যাতে পুরো স্টেডিয়াম জুড়ে 62 হাজার সুনীল ছেত্রীকে দেখা যায় ৷ ভারত অধিনায়ককে স্টেডিয়াম ঘোরানোর পরিকল্পনাও রয়েছে আইএফএ'র ৷ আর সে সময় হবে পুষ্প বৃষ্টি হবে বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত ৷

তবে, পুরো পরিকল্পনা তখনই চূড়ান্ত রূপ পাবে যখন ফিফা, এএফসি ও এআইএফএফের অনুমতি মিলবে ৷ কারণ, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে মাঠের কোনও ক্ষতি যাতে না হয় তার খেয়াল রাখতে হবে ৷ তাই বিষয়টি পরিকল্পনা স্তরে রয়েছে ৷ আর তা বাস্তবে পরিণত করতে প্রয়োজন তিনটি নিয়ামক সংস্থার অনুমতি ৷

6 জুনের ম্যাচের পরিকল্পনা নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "প্রতিদিনই আমরা ম্যাচ আয়োজন নিয়ে বৈঠক করছি ৷ স্মরণীয় আয়োজন করতে চাই আমরা ৷ স্মারক উপহার তো থাকবেই ৷ এছাড়াও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে ৷ তবে, এই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে ফেডারেশন ও ফিফার অনুমতি দরকার ৷ কারণ ম্যাচটা আন্তর্জাতিক ৷ তাই ওদের অনুমতি পাওয়ার চেষ্টা আমরা সবার আগে করছি ৷"

আরও পড়ুন:

  1. কোহলির সঙ্গে আলোচনা সেরেই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ছেত্রী
  2. বার্ষিক আড়াই কোটির চুক্তিতে নয়া বিনিয়োগকারী আইএফএ'তে
  3. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের

সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখার পরিকল্পনা আইএফএ-র ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 19 মে: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ঘিরে একগুচ্ছ পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ ৷ 6 জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেন ইন-ব্লু বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ৷ এটি ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর আর্ন্তজাতিক ফুটবল জীবনের শেষ ম্যাচ ৷ দেশের জার্সিতে 150 ম্যাচে 94টি গোলের মালিক একশো একান্নতম ম্যাচে অবসর নিচ্ছেন ৷ তাঁর অবসরের সিদ্ধান্তের পর, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নানা আলোচনা চলছে ৷ সেই বহু আলোচিত ম্যাচকে স্মরণীয় করতে আয়োজক আইএফএ কোনওরকম খামতি রাখতে নারাজ ৷

বেশ কিছু অভিনব পরিকল্পনা সাজাচ্ছে আইএফএ ৷ 62 হাজার টিকিট ছাড়া হচ্ছে অনলাইনে ৷ টিকিটের দাম ইতিমধ্যেই ঘোষিত ৷ সুনীল ছেত্রীকে দেওয়া উপহারেও থাকছে চমক ৷ দর্শকদের সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া হবে যাতে পুরো স্টেডিয়াম জুড়ে 62 হাজার সুনীল ছেত্রীকে দেখা যায় ৷ ভারত অধিনায়ককে স্টেডিয়াম ঘোরানোর পরিকল্পনাও রয়েছে আইএফএ'র ৷ আর সে সময় হবে পুষ্প বৃষ্টি হবে বলে জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত ৷

তবে, পুরো পরিকল্পনা তখনই চূড়ান্ত রূপ পাবে যখন ফিফা, এএফসি ও এআইএফএফের অনুমতি মিলবে ৷ কারণ, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে মাঠের কোনও ক্ষতি যাতে না হয় তার খেয়াল রাখতে হবে ৷ তাই বিষয়টি পরিকল্পনা স্তরে রয়েছে ৷ আর তা বাস্তবে পরিণত করতে প্রয়োজন তিনটি নিয়ামক সংস্থার অনুমতি ৷

6 জুনের ম্যাচের পরিকল্পনা নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "প্রতিদিনই আমরা ম্যাচ আয়োজন নিয়ে বৈঠক করছি ৷ স্মরণীয় আয়োজন করতে চাই আমরা ৷ স্মারক উপহার তো থাকবেই ৷ এছাড়াও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে ৷ তবে, এই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে ফেডারেশন ও ফিফার অনুমতি দরকার ৷ কারণ ম্যাচটা আন্তর্জাতিক ৷ তাই ওদের অনুমতি পাওয়ার চেষ্টা আমরা সবার আগে করছি ৷"

আরও পড়ুন:

  1. কোহলির সঙ্গে আলোচনা সেরেই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ছেত্রী
  2. বার্ষিক আড়াই কোটির চুক্তিতে নয়া বিনিয়োগকারী আইএফএ'তে
  3. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.