ETV Bharat / sports

কলকাতা লিগের ডার্বি 13 জুলাই, উদ্বোধনী ম্যাচ কিশোরভারতীতে - CFL FIXTURES ANNOUNCED - CFL FIXTURES ANNOUNCED

IFA Premier League Fixture: আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যাচ নেই মোহনবাগান সুপার জায়ান্টের ৷ তাদের সব ম্যাচ পড়েছে ব্যারাকপুর, নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে ৷ আগামী 25 জুন থেকে শুরু হবে আইএফএ প্রিমিয়ার লিগের খেলা ৷

ETV BHARAT
কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সূচি প্রকাশ আইএফএ-র ৷ (ছবি- এমবিএসজি ও ইস্টবেঙ্গল এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 1:09 PM IST

কলকাতা, 23 জুন: নতুন মরশুমে কলকাতা লিগে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে 13 জুলাই ৷ 25 জুন থেকে নয়া মরশুমে প্রিমিয়ার লিগের বল গড়ানো শুরু ৷ ওইদিন সন্ধ্যা 7 টা'য় উয়াড়ির বিরুদ্ধে কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচ খেলবে ৷ জমকালো উদ্বোধন হবে ম্যাচ শুরুর আগে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে ৷ যেহেতু গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং, তাই তারা উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ৷

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি হবে আগামী 13 জুলাই ৷ শনিবার আইএফএ-র তরফে আগামী 26 জুলাই পর্যন্ত সূচি দেওয়া হয়েছে ৷ তবে, বড় ম‌্যাচের সময় ও স্থান এখনও জানানো হয়নি ৷ সব খেলাই শুরু হবে বিকেল তিনটে থেকে ৷ 30 জুন ব‌্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল প্রথম ম‌্যাচে নামবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৷ মোহনবাগান 2 জুলাই ব‌্যারাকপুরেই প্রথম ম‌্যাচ খেলবে ভবানীপুরের বিরুদ্ধে ৷ তবে, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং যেখানে দ্বিতীয় ম্যাচ থেকেই নিজেদের মাঠে খেলবে, সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের কোনও ম্যাচ নিজেদের মাঠে খেলবে না ৷ ব্যারাকপুর,নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে খেলবে সবুজ-মেরুন ৷

ফলে ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং সমর্থকরা যখন নিজেদের মাঠে প্রিয় দলের খেলা দেখবেন, তখন সবুজ-মেরুন সমর্থকদের ব্যারাকপুর, নৈহাটি ও কল্যাণীতে ছুটতে হবে ৷ এবারের প্রিমিয়ার লিগে মোট 26 টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ মহমেডান স্পোর্টিং কে রাখা হয়েছে এ-গ্রুপে ৷ বি-গ্রুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে রাখা হয়েছে ৷ তাই গ্রুপ পর্বেই মরশুমের প্রথম ডার্বি হচ্ছে ৷ পরবর্তী পর্বে আরও একটি ডার্বির সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলি তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷

লিগের শেষ পর্বে ডুরাণ্ড কাপ শুরু হবে ৷ তাই সেই সময় কলকাতা লিগ এবং ডুরাণ্ড কাপের খেলা সমান্তরাল ভাবে চলবে ৷ 24টি দলের মোট 43টি ম্যাচ কলকাতা, জামশেদপুর, কোজিকোড় ও শিলংয়ে আয়োজিত হবে ৷ এবছর কলকাতার তিন প্রধান তাদের ভারতীয় ব্রিগেড যথেষ্ট শক্তিশালী করেছে ৷ তাই বিদেশিহীন কলকাতা লিগ হলেও, তা যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে ৷

কলকাতা, 23 জুন: নতুন মরশুমে কলকাতা লিগে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে 13 জুলাই ৷ 25 জুন থেকে নয়া মরশুমে প্রিমিয়ার লিগের বল গড়ানো শুরু ৷ ওইদিন সন্ধ্যা 7 টা'য় উয়াড়ির বিরুদ্ধে কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচ খেলবে ৷ জমকালো উদ্বোধন হবে ম্যাচ শুরুর আগে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে ৷ যেহেতু গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং, তাই তারা উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ৷

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি হবে আগামী 13 জুলাই ৷ শনিবার আইএফএ-র তরফে আগামী 26 জুলাই পর্যন্ত সূচি দেওয়া হয়েছে ৷ তবে, বড় ম‌্যাচের সময় ও স্থান এখনও জানানো হয়নি ৷ সব খেলাই শুরু হবে বিকেল তিনটে থেকে ৷ 30 জুন ব‌্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল প্রথম ম‌্যাচে নামবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৷ মোহনবাগান 2 জুলাই ব‌্যারাকপুরেই প্রথম ম‌্যাচ খেলবে ভবানীপুরের বিরুদ্ধে ৷ তবে, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং যেখানে দ্বিতীয় ম্যাচ থেকেই নিজেদের মাঠে খেলবে, সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের কোনও ম্যাচ নিজেদের মাঠে খেলবে না ৷ ব্যারাকপুর,নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে খেলবে সবুজ-মেরুন ৷

ফলে ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং সমর্থকরা যখন নিজেদের মাঠে প্রিয় দলের খেলা দেখবেন, তখন সবুজ-মেরুন সমর্থকদের ব্যারাকপুর, নৈহাটি ও কল্যাণীতে ছুটতে হবে ৷ এবারের প্রিমিয়ার লিগে মোট 26 টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ মহমেডান স্পোর্টিং কে রাখা হয়েছে এ-গ্রুপে ৷ বি-গ্রুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে রাখা হয়েছে ৷ তাই গ্রুপ পর্বেই মরশুমের প্রথম ডার্বি হচ্ছে ৷ পরবর্তী পর্বে আরও একটি ডার্বির সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলি তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷

লিগের শেষ পর্বে ডুরাণ্ড কাপ শুরু হবে ৷ তাই সেই সময় কলকাতা লিগ এবং ডুরাণ্ড কাপের খেলা সমান্তরাল ভাবে চলবে ৷ 24টি দলের মোট 43টি ম্যাচ কলকাতা, জামশেদপুর, কোজিকোড় ও শিলংয়ে আয়োজিত হবে ৷ এবছর কলকাতার তিন প্রধান তাদের ভারতীয় ব্রিগেড যথেষ্ট শক্তিশালী করেছে ৷ তাই বিদেশিহীন কলকাতা লিগ হলেও, তা যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.