অকল্যান্ড, 29 এপ্রিল: কেন উইলিয়ামসনের অধিনায়কত্বেই আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে নিউজিল্যান্ড ৷ সোমবার কিউয়িদের দলঘোষণার পর আসন্ন বিশ্বকাপে দলের অধিনায়কত্ব ইস্যু নিয়ে আর কোনও ধোঁয়াশা রইল না ৷ 15 সদস্যের দলঘোষণায় এদিন বিশেষ কোনও চমক না-থাকলেও ওপেনার ডেভন কনওয়েকে রেখেই ঘোষিত হল স্কোয়াড ৷ ফেব্রুয়ারিতে আঙুলের চোটের জেরে যিনি চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷
বোর্ডের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটার হিসেবে ষষ্ঠ এবং অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে ৷ তবে অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে 'প্রবীণ' টিম সাউদি-ই এদিন স্কোয়াড ঘোষণা করেন ৷ 15 জনের ঘোষিত স্কোয়াড মোটের উপর অভিজ্ঞ ৷ টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই এমন ক্রিকেটার বলতে স্কোয়াডে কেবল রাচিন রবীন্দ্র এবং ম্যাট হেনরি ৷
ফেব্রুয়ারিতে আঙুলে চোট পাওয়া কনওয়েকে স্কোয়াডে রাখা হলেও চোট এবং রিহ্যাবের কারণে আসন্ন বিশ্বকাপে অ্যাডাম মিলনে এবং কাইল জেমিসনকে পাচ্ছে না কিউয়িরা ৷ কোচ গ্যারি স্টিড স্কোয়াড বাছাই প্রসঙ্গে বলেন, "আমাদের আশা ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার সঙ্গে এই স্কোয়াড সহজেই মানিয়ে নেবে ৷" একইসঙ্গে ম্যাট হেনরি এবং রাচিন রবীন্দ্রকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পেরে উচ্ছ্বসিত তিনি ৷
দলঘোষণার পাশাপাশি আসন্ন বিশ্বকাপের জন্য কিউয়িদের নয়া জার্সিও আত্মপ্রকাশ করল এদিন ৷ এক্ষেত্রে 1999 বিশ্বকাপের জার্সিকে নতুনত্বের ছোঁয়া দিয়েছে তারা ৷ সোশাল মিডিয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে নয়া জার্সির একটি ভিডিয়ো প্রকাশ করে এদিন লেখা হয়, "25 বছর পর ৷ একটা নয়া অধ্যায় ৷"
একনজরে নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ডারিল মিচেল, জিমি নিশম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন সির্স (রিজার্ভ) ৷
আরও পড়ুন: