হায়দরাবাদ, 6 ডিসেম্বর: হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তান ও দুবাইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ ভারত তাদের ম্যাচগুলি খেলবে দুবাইতে ৷ একই সঙ্গে, পাকিস্তানের দাবি আংশিক মেনে জানিয়ে দেওয়া হয়েছে, 2027 সাল পর্যন্ত হাইব্রিড মডেলেই আইসিসি ট্রফিগুলির আয়োজন হবে ৷
আইসিসির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসি সদর দফতরে সভাপতি জয় শাহ এবং পাকিস্তান-সহ পরিচালনা পর্ষদের মধ্যে একটি বৈঠক হয় ৷ তাতে সিংহভাগই এই সিদ্ধান্ততে এসেছেন ৷ সংবাদসংস্থাকে ওই সূত্র জানিয়েছে, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হবে ৷ ভারত তাদের ম্যাচগুলি দুবাইতে খেলবে । আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি প্রত্যাহার করে আইসিসির আগের বৈঠকে হাইব্রিড মডেলে সম্মতি দেয় ৷ যদিও 2031 সাল পর্যন্ত প্রত্যেকটি ট্রফি’র হাইব্রিড মডেলে আয়োজন করার দাবিও করেছিল পড়শি দেশ ৷ শেষ পর্যন্ত পাকিস্তানের সেই দাবিও আংশিকভাবে মেনে নিল আইসিসি ৷
2027 সাল পর্যন্ত সমস্ত ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজিত হবে ৷ এই সময়ের মধ্যে ভারত চলতি বছরের অক্টোবরে মহিলাদের ওডিআই বিশ্বকাপ এবং 2026 সালের পুরুষদের টি-20 বিশ্বকাপ (শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে) আয়োজন করবে । ফলে মহিলাদের বিশ্বকাপে ভারত ছাড়াও কিছু ম্যাচ অন্য কোনও দেশে হবে ৷ 2026 বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলবে । অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের জন্য পিসিবি যে ক্ষতিপূরণ দাবি করেছিল তা এখনও বিবেচনাধীন রয়েছে ।