চণ্ডীগড়, 8 অগস্ট: পদক জিতলে যে আড়ম্বর নিয়ে সম্মান জানানো হত, এক্ষেত্রেও তেমনই বীরের সংবর্ধনা দেওয়া ভিনেশ ফোগতকে ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ৷ একজন রুপোজয়ী অ্যাথলিটকে সরকার যে সকল পুরস্কারে পুরস্কৃত করে থাকে, ভিনেশের ক্ষেত্রেও ঠিক তাই হবে বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
বৃহস্পতিবার সকালে এক টুইটে নায়েব সাইনি লেখেন, "হরিয়ানার সাহসী কন্যা ভিনেশ ফোগত দারুণ পারফর্ম করে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেছিল ৷ কোনও কারণবশত তাঁর ফাইনালে খেলা হয়নি বটে কিন্তু ও আমাদের সকলের কাছে চ্যাম্পিয়ন ৷" মুখ্যমন্ত্রী টুইটে যোগ করেন, "আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একজন পদকজয়ীর মতই সম্মান জানানো হবে তাঁকে ৷ যে সকল সম্মান, পুরস্কার এবং সুবিধার ব্যবস্থা হরিয়ানা সরকারের তরফে একজন পদকজয়ীকে দেওয়া হয়, ভিনেশের ক্ষেত্রেও তাই করা হবে ৷"
हरियाणा की हमारी बहादुर बेटी विनेश फौगाट ने ज़बरदस्त प्रदर्शन करके ओलंपिक में फाइनल में प्रवेश किया था। किन्हीं भी कारणों से वो भले ही ओलंपिक का फाइनल नहीं खेल पाई हो लेकिन हम सबके लिए वो एक चैंपियन है।
— Nayab Saini (@NayabSainiBJP) August 8, 2024
हमारी सरकार ने ये फैसला किया है कि विनेश फौगाट का स्वागत और अभिनंदन एक…
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি ভিনেশের কাকা মহাবীর সিং ফোগত ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আমার পূর্ণ সমর্থন রয়েছে ৷ আমি হরিয়ানা সরকারকে ধন্যবাদ জানাই, ভিনেশ যে একজন রুপোজয়ী সেটা তাঁদের বোধগম্য হওয়ায় ৷ সরকারের এই পদক্ষেপ আগামীর অ্যাথলিটদের অনুপ্রেরণা জোগাবে ৷" একইসঙ্গে মহাবীর ফোগত জানিয়ে দেন, ভিনেশের ঘটনায় থেমে যাবেন না; বরং যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবারের আগামী প্রজন্মকে অলিম্পিক্সের জন্য প্রস্তুত করে যাবেন ৷
বুধবারের ঘটনার পর ইতিমধ্যেই কুস্তিকে বিদায় জানিয়েছেন ভিনেশ ফোগত ৷ এক্স হ্যান্ডলে এদিন সকালে হরিয়ানার পালোয়ান লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গিয়েছি ৷ আমায় ক্ষমা করে দিও ৷ তোমার স্বপ্ন, আমার সাহস সব ভেঙেচুরে গিয়েছে ৷ আর শক্তি নেই আমার ৷ কুস্তিকে বিদায় 2001-2024 ৷ আমি সকলের কাছে ঋণী, ক্ষমাপ্রার্থী ৷"