ETV Bharat / sports

পান্ডিয়ার সঙ্গেই ভারতীয় ক্রিকেটে যাত্রা শুরু ‘গুরু’ গম্ভীরের - HARDIK PANDYA To LEAD IN T20IS - HARDIK PANDYA TO LEAD IN T20IS

Hardik Pandya is all set to lead India: 27 জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের দ্বীপরাষ্ট্র সফর ৷ তিনটি টি-20 ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ শ্রীলঙ্কা সফর দিয়েই ভারতীয় দলের কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর ৷ টি-20 সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া ৷

Hardik Pandya is all set to lead India
হার্দিক পান্ডিয়া ও গৌতম গম্ভীর (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 16, 2024, 12:57 PM IST

Updated : Jul 16, 2024, 1:24 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই: চলতি মাসেই শ্রীলঙ্কা সফর দিয়ে কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে যাত্রা শুরু করছেন গৌতম গম্ভীর ৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই 'মেন ইন ব্লু'র কোচিংয়ে অভিষেক হতে চলেছে গম্ভীরের ৷ দ্বীপরাষ্ট্র সফরে তিন ম্যাচের টি-20 ছাড়াও তিনটি ওয়ান ডে খেলবে টিম ইন্ডিয়া ৷

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটকে গুডবাই জানিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ছিলেন না সিনিয়র ক্রিকেটাররা ৷ শুভমন গিলের নেতৃত্বে ভারত 2-1 পাঁচ ম্যাচের টি-20 সিরিজ জিতেছে ৷

তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে শুভমন নয়, টি-20 সিরিজে নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে পান্ডিয়ার হাতে ৷ বিসিসিআইয়ের এক সিনিয়র কর্তা পিটিআই-কে বলেন, "রোহিত শর্মার নেতৃত্বে টি-20 ক্রিকেটে হার্দিকই ছিলেন ভাইস-ক্যাপ্টেন ৷ ও সম্পূর্ণ সুস্থ এবং তিন ম্যাচের টি-20 সিরিজে খেলবে ৷ ওই দলকে নেতৃত্ব দেবে ৷"

27 জুলাই টি-20 সিরিজ দিয়ে দ্বীপরাষ্ট্র শুরু করছে টিম ইন্ডিয়া ৷ ম্যাচ তিনটি হবে পাল্লেকেলে স্টেডিয়ামে ৷ আর 2 থেকে 7 অগস্ট তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৷ শ্রীলঙ্কা সফর দিয়েই ভারতীয় দলের কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর ৷

রোহিতদের টি-20 বিশ্বকাপের জয়ের সঙ্গেই শেষ হয়েছে ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড়নামা' ৷ টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন গম্ভীর ৷ দ্রাবিড়ের পর 'স্টপগ্যাপ' কোচ হিসেবে জিম্বাবোয়ে সফরে দলের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ ৷ শ্রীলঙ্কার সফর থেকেই প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন গম্ভীর ৷ টি-20 সিরিজে রোহিতের উত্তরসূরি হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন হার্দিক ৷ দু-এক দিনের মধ্যেই দল ঘোষণা করবেন নির্বাচকরা ৷

বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে পরিবারের ছুটি কাটাচ্ছেন রোহিত ৷ বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি ৷ তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরতে পারেন দু'জনেই ৷ তবে ওয়ান ডে সিরিজে খেলবেন না হার্দিক ৷ ইতিমধ্যেই সেকথা বোর্ডকে জানিয়েছেন তিনি ৷ বোর্ডের এক কর্তা পিটিআই-কে বলেন, "ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজ থেকে ব্রেক নিয়েছেন হার্দিক ৷"

নয়াদিল্লি, 16 জুলাই: চলতি মাসেই শ্রীলঙ্কা সফর দিয়ে কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে যাত্রা শুরু করছেন গৌতম গম্ভীর ৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই 'মেন ইন ব্লু'র কোচিংয়ে অভিষেক হতে চলেছে গম্ভীরের ৷ দ্বীপরাষ্ট্র সফরে তিন ম্যাচের টি-20 ছাড়াও তিনটি ওয়ান ডে খেলবে টিম ইন্ডিয়া ৷

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটকে গুডবাই জানিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ছিলেন না সিনিয়র ক্রিকেটাররা ৷ শুভমন গিলের নেতৃত্বে ভারত 2-1 পাঁচ ম্যাচের টি-20 সিরিজ জিতেছে ৷

তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে শুভমন নয়, টি-20 সিরিজে নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে পান্ডিয়ার হাতে ৷ বিসিসিআইয়ের এক সিনিয়র কর্তা পিটিআই-কে বলেন, "রোহিত শর্মার নেতৃত্বে টি-20 ক্রিকেটে হার্দিকই ছিলেন ভাইস-ক্যাপ্টেন ৷ ও সম্পূর্ণ সুস্থ এবং তিন ম্যাচের টি-20 সিরিজে খেলবে ৷ ওই দলকে নেতৃত্ব দেবে ৷"

27 জুলাই টি-20 সিরিজ দিয়ে দ্বীপরাষ্ট্র শুরু করছে টিম ইন্ডিয়া ৷ ম্যাচ তিনটি হবে পাল্লেকেলে স্টেডিয়ামে ৷ আর 2 থেকে 7 অগস্ট তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৷ শ্রীলঙ্কা সফর দিয়েই ভারতীয় দলের কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর ৷

রোহিতদের টি-20 বিশ্বকাপের জয়ের সঙ্গেই শেষ হয়েছে ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড়নামা' ৷ টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন গম্ভীর ৷ দ্রাবিড়ের পর 'স্টপগ্যাপ' কোচ হিসেবে জিম্বাবোয়ে সফরে দলের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ ৷ শ্রীলঙ্কার সফর থেকেই প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন গম্ভীর ৷ টি-20 সিরিজে রোহিতের উত্তরসূরি হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন হার্দিক ৷ দু-এক দিনের মধ্যেই দল ঘোষণা করবেন নির্বাচকরা ৷

বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে পরিবারের ছুটি কাটাচ্ছেন রোহিত ৷ বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি ৷ তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরতে পারেন দু'জনেই ৷ তবে ওয়ান ডে সিরিজে খেলবেন না হার্দিক ৷ ইতিমধ্যেই সেকথা বোর্ডকে জানিয়েছেন তিনি ৷ বোর্ডের এক কর্তা পিটিআই-কে বলেন, "ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে সিরিজ থেকে ব্রেক নিয়েছেন হার্দিক ৷"

Last Updated : Jul 16, 2024, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.