ETV Bharat / sports

জল্পনায় ইতি ? বাড়ি ফিরেই ছেলের গলায় হার্দিক পরালেন বিশ্বসেরার মেডেল, দেখা নেই নাতাশার - Hardik Pandya - HARDIK PANDYA

Hardik Pandya Returns Home: বিশ্বকাপ জিতেছে ভারত ৷ দীর্ঘ খরা কাটিয়ে সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। বিশ্বচ্যাম্পিয়নদের সকল সদস্যরাই একে একে বাড়ি ফিরেছেন ৷ বাড়ি ফিরেই ছেলের হাতে মেডেল তুলে দিয়েছেন হার্দিক ৷ ছেলেকে জড়িয়ে ধরে সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, "আমার সবকিছু তোর জন্য ৷" কিন্তু সেখানে নেই স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ ৷ তাহলে তিনি কোথায়? খোঁজ করছে নেটপাড়া?

Hardik Pandya Returns Home
হার্দিক পান্ডিয়া (এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 10:06 AM IST

হায়দরাবাদ, 6 জুলাই: "আমার নাম্বার ওয়ান ৷ আমি যা কিছুই করি সবই তোমার জন্য।" বিশ্বসেরা হয়ে বাড়ি ফিরে ছেলেকে জড়িয়ে ধরে আবেগঘন পোস্ট পাওয়ার হিটার হার্দিক পান্ডিয়া ৷ তবে এতকিছুর পরও হার্দিক তাঁর পোস্টে কোথাও স্ত্রী নাতাশার কথা উল্লেখ করেননি। বা তাঁকে ট্যাগও করেননি। এমনকী বাড়িতে টি-20 বিশ্বকাপ ফাইনালের নায়ককে স্বাগত জানাতে যে সেলিব্রেশন হয় তাতে কোথাও দেখা যায়নি হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকে ৷

গতকাল ছেলে অগস্ত্যর সঙ্গে একগুচ্ছ ছবি ও ভিডিয়ো হার্দিক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ততে দেখা যাচ্ছে, ছেলে অগস্ত্যকে মেডেল পরিয়ে দিয়েছেন হার্দিক। একসঙ্গে দু'জনকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। ওই পোস্টের ক্যাপশনে বাবা লিখেছেন, "আমার নম্বর ওয়ান ৷ আমি যা কিছুই করি সবই তোমার জন্য।" মুহূর্তের মধ্যে ওই ছবিতে লাইক ও কমেন্ট সেকশন ভরে গিয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পান্ডিয়া ও বউদি পাঙ্খুরি শর্মাও কমেন্ট করেছেন। হার্দিকের ফ্যানেরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন ৷ আবার অনেকেই খোঁজ করছেন নাতাশার ৷

এদিকে স্বামী যে সেদিনের (শনিবার) ম্যাচের নায়ক তা নিয়ে নাতাশাও এখনও পর্যন্ত হার্দিককে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি । বার্বাডোজে ভারতীয় দলের অন্যান্য় সদস্যদের পরিবারকেও দেখা গিয়েছিল সেখানে ৷ কিন্তু সেখানেও ছিলেন না হার্দিকের স্ত্রী ৷ তাহলে তিনি কোথায় ? খোঁজ করছে নেটপাড়া ।

উল্লেখ্য়, আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকে সমালোচিত হচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর তো ব্যক্তিগত জীবনেও টানাপড়েনের মধ্যেই কাটছে তাঁর। শনিবার বার্বাডোজে বিশ্বসেরা হয়ে কেঁদে ফেলেছিলেন ম্যাচের নায়ক ৷ ভাই বাড়ি ফিরতেই দাদা ক্রুণাল পান্ডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘গত 6টা মাস হার্দিকের কঠিনতম সময় গিয়েছে। ওকে নিয়ে যা হয়েছে তার কোনওটারই যোগ্য নয়। ভাই হিসাবে ওর জন্য ভীষণ খারাপ লেগেছে। ওরও আবেগ রয়েছে ৷ তবে সমস্ত কিছু হাসতে হাসতে পেরিয়েছে ৷ ভারতীয় দলের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করেছে। এর থেকে ভালো আর কিছুই হয় না ৷’

হায়দরাবাদ, 6 জুলাই: "আমার নাম্বার ওয়ান ৷ আমি যা কিছুই করি সবই তোমার জন্য।" বিশ্বসেরা হয়ে বাড়ি ফিরে ছেলেকে জড়িয়ে ধরে আবেগঘন পোস্ট পাওয়ার হিটার হার্দিক পান্ডিয়া ৷ তবে এতকিছুর পরও হার্দিক তাঁর পোস্টে কোথাও স্ত্রী নাতাশার কথা উল্লেখ করেননি। বা তাঁকে ট্যাগও করেননি। এমনকী বাড়িতে টি-20 বিশ্বকাপ ফাইনালের নায়ককে স্বাগত জানাতে যে সেলিব্রেশন হয় তাতে কোথাও দেখা যায়নি হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকে ৷

গতকাল ছেলে অগস্ত্যর সঙ্গে একগুচ্ছ ছবি ও ভিডিয়ো হার্দিক শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ততে দেখা যাচ্ছে, ছেলে অগস্ত্যকে মেডেল পরিয়ে দিয়েছেন হার্দিক। একসঙ্গে দু'জনকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। ওই পোস্টের ক্যাপশনে বাবা লিখেছেন, "আমার নম্বর ওয়ান ৷ আমি যা কিছুই করি সবই তোমার জন্য।" মুহূর্তের মধ্যে ওই ছবিতে লাইক ও কমেন্ট সেকশন ভরে গিয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পান্ডিয়া ও বউদি পাঙ্খুরি শর্মাও কমেন্ট করেছেন। হার্দিকের ফ্যানেরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন ৷ আবার অনেকেই খোঁজ করছেন নাতাশার ৷

এদিকে স্বামী যে সেদিনের (শনিবার) ম্যাচের নায়ক তা নিয়ে নাতাশাও এখনও পর্যন্ত হার্দিককে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি । বার্বাডোজে ভারতীয় দলের অন্যান্য় সদস্যদের পরিবারকেও দেখা গিয়েছিল সেখানে ৷ কিন্তু সেখানেও ছিলেন না হার্দিকের স্ত্রী ৷ তাহলে তিনি কোথায় ? খোঁজ করছে নেটপাড়া ।

উল্লেখ্য়, আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকে সমালোচিত হচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর তো ব্যক্তিগত জীবনেও টানাপড়েনের মধ্যেই কাটছে তাঁর। শনিবার বার্বাডোজে বিশ্বসেরা হয়ে কেঁদে ফেলেছিলেন ম্যাচের নায়ক ৷ ভাই বাড়ি ফিরতেই দাদা ক্রুণাল পান্ডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘গত 6টা মাস হার্দিকের কঠিনতম সময় গিয়েছে। ওকে নিয়ে যা হয়েছে তার কোনওটারই যোগ্য নয়। ভাই হিসাবে ওর জন্য ভীষণ খারাপ লেগেছে। ওরও আবেগ রয়েছে ৷ তবে সমস্ত কিছু হাসতে হাসতে পেরিয়েছে ৷ ভারতীয় দলের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করেছে। এর থেকে ভালো আর কিছুই হয় না ৷’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.