আমেদাবাদ, 31 মার্চ: ঘরের মাঠে দুরন্ত জয় গুজরাত টাইটান্সের ৷ রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ৷ যে ম্যাচে শেষ হাসি হাসলেন শুভমনরা ৷ প্যাট কামিন্স বাহিনীকে 7 উইকেটে বিঁধে চলতি আইপিএলের দ্বিতীয় জয় তুলে নিল গিল বাহিনী ৷ ম্যাচের নায়ক সাই সুদর্শন ও ডেভিড মিলার ৷ চলতি মরশুমে গুজরাতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার সুদর্শন। মিলারকেও এই ম্যাচে সাবলীল ব্যাটিং করতে দেখা গেল। ফলত কোনও ঝুঁকি না-নিয়ে বরং সহজেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়। তবে ম্যাচের সেরা গুজরাত পেসার মোহিত শর্মা ৷ তিন উইকেট নেন তিনি ৷
এদিন হায়দরাবাদের করা 162 রান তাড়া করতে ওপেনে নামেন ঋদ্ধিমান সাহা ও অধিনায়ক শুভমন গিল ৷ 25 রান করেন ঋদ্ধিমান ডাগ-আউটে ফেরেন ৷ শুভমন গিল 28 বল খেলে 2টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে 36 রান করেন ৷ তারপরই ক্রিজে নেমে সাই সুদর্শন ও ডেভিড মিলার দায়িত্ব নেন দলকে জয়ের শিখরে পৌঁছতে ৷ 45 রানের অনবদ্য ইনিংস খেলেন সাই সুদর্শন ৷ তাঁর জুটি তথা প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার 44 রানে অপরাজিত থেকে যান ৷
64 রানের পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত গড়ে দেন তাঁরা ৷ পাঁচ বল বাকি থাকতে দু'য়ের ব্যাটে সাত উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত টাইটান্সরা ৷ হায়দরাবাদকে হারিয়ে তিন ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আপাতত চতুর্থ স্থানে উঠে এল শুভমনের গুজরাত ৷ হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স এদিন একটি মাত্র উইকেট নিয়ে সাই সুদর্শনকে ফেরান অজি বোলার ৷ শাহবাজ আহমেদও একটি উইকেট নেন ৷ ময়াঙ্ক মারকান্ডের বলে ডাগ-আউটমুখো হন গুজরাত ক্যাপ্টেন ৷ ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও ওয়াশিংটন সুন্দররা এদিন উইকেট পাননি ৷
আরও পড়ুন: