ETV Bharat / sports

ঘরের মাঠে পা হড়কালেন সঞ্জুরা, 'লাস্ট বল থ্রিলারে' রাজস্থান জয় গুজরাতের - IPL 2024 - IPL 2024

IPL 2024: চলতি আইপিএলে প্রথম হারের স্বাদ পেল রাজস্থান ৷ 196 রান তুলেও ঘরের মাঠে বুধবার গুজরাতের কাছে হারল তারা ৷ গুজরাতের হয়ে ব্যাট হাতে ম্যাচ জয়ের নায়ক অধিনায়ক শুভমন গিল এবং রশিদ খান ৷ শেষ বলে চার মেরে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন রশিদ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 6:55 AM IST

জয়পুর, 11 এপ্রিল: প্রথম চার ম্যাচে যে রাজস্থান রয়্যালসকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, পঞ্চম ম্যাচে এসে পদস্খলন হল তাদের ৷ তাও আবার ঘরের মাঠে ৷ বুধবার প্রথমে ব্যাট করে প্রায় দু'শো রান তুলেও চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখল রয়্যালস ৷ শেষ বলে চার মেরে গুজরাত টাইটান্সকে জয় এনে দিলেন রশিদ খান ৷ রাজস্থানের দেওয়া 197 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তিন উইকেটে জয় পেল 2022-এর চ্যাম্পিয়নরা ৷

সোয়াই মান সিং স্টেডিয়ামে টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করে গোলাপি ব্রিগেড ৷ দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের ব্যর্থতা প্রকট হতে দেননি অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ ৷ তৃতীয় উইকেটে এই দু'য়ের বিধ্বংসী ব্যাটিং রাজস্থানকে বড় রান তুলতে সাহায্য করে ৷ 7টি চার, 2টি ছয়ে 38 বলে ঝোড়ো 68 রানের ইনিংস আসে অধিনায়ক সঞ্জুর ব্যাটে ৷ পরাগ করেন 48 বলে 76 রান, মারেন 3টি চার ও 5টি ছক্কা ৷ শেষদিকে সিমরন হেটমেয়ারের 5 বলে অপরাজিত 13 রান রাজস্থানকে পৌঁছে দেয় 196 রানে (3 উইকেট) ৷

জবাবে দলের নয়া ব্যাটিং সেনসেশন সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দারুণ শুরু করেন শুভমন গিল ৷ তবেে ওপেনিং জুটিতে 62 রান ওঠার পরেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে যায় পশ্চিমের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ গিল ফেরেন 44 বলে 72 করে ৷ সুদর্শন করেন 35 রান ৷ গুজরাতকে ম্যাচে ফেরায় রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খানের ব্যাটিং ৷ রাহুল 22 রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ ওভারে রান-আউট হলেও কার্যসিদ্ধি করে যান রশিদ ৷

অন্তিম ওভারে তিনটি চার হাঁকিয়ে প্রয়োজনীয় 15 রান হাসিল করে দলকে প্রতিযোগিতার তৃতীয় জয়টি এনে দেন আফগান ব্যাটার ৷ 11 বলেে 24 রানে অপরাজিত থেকে যান রশিদ ৷ তবে হেরেও লিগ টেবলে শীর্ষেই রইল রাজস্থান ৷ অন্যদিকে জিতে ছ'য়ে উঠে এল গুজরাত ৷

আরও পড়ুন:

  1. শেষ ওভারে 26 রান তুলেও হার পঞ্জাবের, তৃতীয় জয়ে উজ্জ্বল কামিন্সের হায়দরাবাদ
  2. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের

জয়পুর, 11 এপ্রিল: প্রথম চার ম্যাচে যে রাজস্থান রয়্যালসকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, পঞ্চম ম্যাচে এসে পদস্খলন হল তাদের ৷ তাও আবার ঘরের মাঠে ৷ বুধবার প্রথমে ব্যাট করে প্রায় দু'শো রান তুলেও চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখল রয়্যালস ৷ শেষ বলে চার মেরে গুজরাত টাইটান্সকে জয় এনে দিলেন রশিদ খান ৷ রাজস্থানের দেওয়া 197 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তিন উইকেটে জয় পেল 2022-এর চ্যাম্পিয়নরা ৷

সোয়াই মান সিং স্টেডিয়ামে টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করে গোলাপি ব্রিগেড ৷ দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের ব্যর্থতা প্রকট হতে দেননি অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ ৷ তৃতীয় উইকেটে এই দু'য়ের বিধ্বংসী ব্যাটিং রাজস্থানকে বড় রান তুলতে সাহায্য করে ৷ 7টি চার, 2টি ছয়ে 38 বলে ঝোড়ো 68 রানের ইনিংস আসে অধিনায়ক সঞ্জুর ব্যাটে ৷ পরাগ করেন 48 বলে 76 রান, মারেন 3টি চার ও 5টি ছক্কা ৷ শেষদিকে সিমরন হেটমেয়ারের 5 বলে অপরাজিত 13 রান রাজস্থানকে পৌঁছে দেয় 196 রানে (3 উইকেট) ৷

জবাবে দলের নয়া ব্যাটিং সেনসেশন সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দারুণ শুরু করেন শুভমন গিল ৷ তবেে ওপেনিং জুটিতে 62 রান ওঠার পরেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে যায় পশ্চিমের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ গিল ফেরেন 44 বলে 72 করে ৷ সুদর্শন করেন 35 রান ৷ গুজরাতকে ম্যাচে ফেরায় রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খানের ব্যাটিং ৷ রাহুল 22 রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ ওভারে রান-আউট হলেও কার্যসিদ্ধি করে যান রশিদ ৷

অন্তিম ওভারে তিনটি চার হাঁকিয়ে প্রয়োজনীয় 15 রান হাসিল করে দলকে প্রতিযোগিতার তৃতীয় জয়টি এনে দেন আফগান ব্যাটার ৷ 11 বলেে 24 রানে অপরাজিত থেকে যান রশিদ ৷ তবে হেরেও লিগ টেবলে শীর্ষেই রইল রাজস্থান ৷ অন্যদিকে জিতে ছ'য়ে উঠে এল গুজরাত ৷

আরও পড়ুন:

  1. শেষ ওভারে 26 রান তুলেও হার পঞ্জাবের, তৃতীয় জয়ে উজ্জ্বল কামিন্সের হায়দরাবাদ
  2. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.