ETV Bharat / sports

শেষবেলায় ঝোড়ো ইনিংস সামাদের, হায়দরাবাদকে 162 রানে বাঁধল গিলের গুজরাত - IPL 2024 - IPL 2024

IPL 2024: চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত-হায়দরাবাদ ৷ প্রথমে ব্যাট করা অরেঞ্জ ব্রিগেডকে সেই ম্যাচে 162 রানে বেঁধে রাখল গতবারের রানার্সরা ৷ হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ 29 রান করলেন অভিষেক শর্মা এবং আবদুল সামাদ ৷ গুজরাত পেসার মোহিত শর্মা নিলেন 3 উইকেট ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 5:22 PM IST

Updated : Mar 31, 2024, 10:05 PM IST

আমেদাবাদ, 31 মার্চ: ঘরের মাঠে হায়দরাবাদ ব্যাটারদের সেভাবে জ্বলে উঠতে দিলেন না গুজরাত বোলাররা ৷ আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে অরেঞ্জ ব্রিগেডকে 162 রানে বেঁধে রাখল গতবারের রানার্সরা ৷ হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ 29 রান করলেন অভিষেক শর্মা এবং আবদুল সামাদ ৷ শেষদিকে সামাদের ঝোড়ো ব্যাটেই দেড়শো পেরল নিজামের শহরের দল ৷ গুজরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহিত শর্মা নিলেন 3 উইকেট ৷

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স ৷ শুরুটা ভালো হলেও দীর্ঘায়িত হয়নি দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল এবং ট্রেভিস হেডের ইনিংস ৷ 2টি চার 2টি ছয়ে 20 বলে 29 রান করে ফেরেন অভিষেক শর্মা ৷ মার্করাম ফেরেন 17 রানে ৷ বিধ্বংসী হয়ে ওঠার আগেই হেনরিক ক্লাসেনকে ক্লিন বোল্ড করেন রশিদ খান ৷ প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের 13 বলে 24 রানের ক্যামিয়োতে ছিল 1টি চার, 2টি ছয় ৷

গুজরাত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় দেড়শো পার করা মুশকিল মনে হচ্ছিল হায়দরাবাদের জন্য ৷ কিন্তু শাহবাজ আহমেদের 22 রান এবং শেষদিকে সামাদের ঝোড়ো 14 বলে 29 রান হায়দরাবাদকে 20 ওভারে 162 রানে (8 উইকেট) পৌঁছে দেয় ৷ 3টি উইকেট নেওয়ার পাশাপাশি গুজরাত বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং করেন মোহিতই ৷ 4 ওভারে মাত্র 25 রান খরচ করেন তিনি ৷ এছাড়া একটি করে উইকেট নেন আজমতুল্লাহ ওমারজাই, উমেশ যাদব, রশিদ খান এবং নূর আহমেদ ৷

আরও পড়ুন:

  1. ময়াঙ্ক-মহসিনের দাপটে পঞ্জাব ‘বধ’ লখনউয়ের
  2. অপ্রতিরোধ্য নাইটরা, সল্ট-নারিনের দাপটে ‘বিরাট’ জয় কলকাতার

আমেদাবাদ, 31 মার্চ: ঘরের মাঠে হায়দরাবাদ ব্যাটারদের সেভাবে জ্বলে উঠতে দিলেন না গুজরাত বোলাররা ৷ আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে অরেঞ্জ ব্রিগেডকে 162 রানে বেঁধে রাখল গতবারের রানার্সরা ৷ হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ 29 রান করলেন অভিষেক শর্মা এবং আবদুল সামাদ ৷ শেষদিকে সামাদের ঝোড়ো ব্যাটেই দেড়শো পেরল নিজামের শহরের দল ৷ গুজরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহিত শর্মা নিলেন 3 উইকেট ৷

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স ৷ শুরুটা ভালো হলেও দীর্ঘায়িত হয়নি দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল এবং ট্রেভিস হেডের ইনিংস ৷ 2টি চার 2টি ছয়ে 20 বলে 29 রান করে ফেরেন অভিষেক শর্মা ৷ মার্করাম ফেরেন 17 রানে ৷ বিধ্বংসী হয়ে ওঠার আগেই হেনরিক ক্লাসেনকে ক্লিন বোল্ড করেন রশিদ খান ৷ প্রোটিয়া স্টাম্পার-ব্যাটারের 13 বলে 24 রানের ক্যামিয়োতে ছিল 1টি চার, 2টি ছয় ৷

গুজরাত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় দেড়শো পার করা মুশকিল মনে হচ্ছিল হায়দরাবাদের জন্য ৷ কিন্তু শাহবাজ আহমেদের 22 রান এবং শেষদিকে সামাদের ঝোড়ো 14 বলে 29 রান হায়দরাবাদকে 20 ওভারে 162 রানে (8 উইকেট) পৌঁছে দেয় ৷ 3টি উইকেট নেওয়ার পাশাপাশি গুজরাত বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং করেন মোহিতই ৷ 4 ওভারে মাত্র 25 রান খরচ করেন তিনি ৷ এছাড়া একটি করে উইকেট নেন আজমতুল্লাহ ওমারজাই, উমেশ যাদব, রশিদ খান এবং নূর আহমেদ ৷

আরও পড়ুন:

  1. ময়াঙ্ক-মহসিনের দাপটে পঞ্জাব ‘বধ’ লখনউয়ের
  2. অপ্রতিরোধ্য নাইটরা, সল্ট-নারিনের দাপটে ‘বিরাট’ জয় কলকাতার
Last Updated : Mar 31, 2024, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.