ETV Bharat / sports

শেষ ষোলোয় পৌঁছতে ভরসা ‘আলপাইন মেসি’, জার্মানির বিরুদ্ধে নামছে সুইজারল্যান্ড - EURO Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 4:25 PM IST

Germany in EURO Cup 2024: ডয়েচে ব্যাংক পার্কে রবিবারের লড়াই কি জর্ডন শাকিরি বনাম অ্যান্তোনিয়ো রুডিগারের ? ইতিমধ্যেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে জার্মানি ৷ এই ম্যাচ ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে সুইজারল্যান্ডও ৷

Etv Bharat
জর্ডন শাকিরি বনাম অ্যান্তোনিয়ো রুডিগার (ইটিভি ভারত)

ফ্র্যাঙ্কফুর্ট, 23 জুন: প্রথম দল হিসেবে 2024 ইউরোর নক-আউটে পৌঁছে গিয়েছে জার্মানি ৷ স্টুটগার্টে হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তিনবারের ইউরো জয়ীরা ৷ সোমবার ভারতীয় সময় রাত 12.30 মিনিটে ডয়েচে ব্যাংক পার্কে নামছে জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা ৷ প্রতিপক্ষ সুইজারল্যান্ড ৷ দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ ষোলোর দৌড়ে রয়েছে ‘গ্রানিত জাকা অ্যান্ড কোং’ ৷ এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ চারে পৌঁছে যাবে ‘রসোক্রোসিয়াতি’ ৷

কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করতে চাইবে ‘ইকের গুন্দোয়ান অ্যান্ড কোং’ ৷ গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের বিরুদ্ধে জার্মানদের ভরসা ‘ওয়ান্ডার কিড’ জামাল মুসিয়ালা ৷ দ্বিতীয় ম্যাচে গোল না-খেলেও বেশ কয়েকবার জার্মান দুর্গে অতর্কিতে হানা দিয়ে যায় হাঙ্গেরি ৷ ফলে এদিন আন্তোনিয়ো রুডিগার, জোসুয়া কিমিচদের চ্যালেঞ্জটা আরও বেশি ৷ দায়িত্ব নেওয়ার পর দলকে আমূল বদলে দিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান ৷ ম্যানুয়েল নয়্যারের চেয়ে বয়সে ছোট কোচের হাতেই চতুর্থবার ইউরো জেতার স্বপ্নে বুঁদ সফলতম দেশ ৷

অন্যদিকে, শেষ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে সুইসদের ভরসা জর্ডন শাকিরি ৷ স্কটিশদের বিরুদ্ধে ম্য়াচে সমতা ফিরিয়েছিলেন ৷ এদিন দলকে জিতিয়ে শেষ চারে উঠতে মরিয়া থাকবেন ‘আলপাইন মেসি’ ৷ ভালো ফর্মে রয়েছেন মাইকেল এইবিস্চার এবং কয়াডো ডুয়াও ৷ একই সময়ে আরেক ম্যাচে নামছে হাঙ্গেরি ও স্কটল্যান্ড ৷ হাঙ্গেরি খাতা খুলতে না-পারলেও সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করায় এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্কটল্যান্ড ৷ এই ম্যাচ জিতলে তারা গিয়ে দাঁড়াবে 4 পয়েন্টে ৷ ফলে সুইজারল্যান্ড জার্মানির কাছে হারলে ও স্কটল্যান্ড বড় ব্যবধানে জিতলে গ্রুপের দু’নম্বর দল হিসেবে শেষ ষোলোয় জেতে পারে ৷ সুইজারল্যান্ড জিতলেও অবশ্য শেষ ষোলোয় জেতে পারে স্কটিশরা ৷

ফ্র্যাঙ্কফুর্ট, 23 জুন: প্রথম দল হিসেবে 2024 ইউরোর নক-আউটে পৌঁছে গিয়েছে জার্মানি ৷ স্টুটগার্টে হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তিনবারের ইউরো জয়ীরা ৷ সোমবার ভারতীয় সময় রাত 12.30 মিনিটে ডয়েচে ব্যাংক পার্কে নামছে জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা ৷ প্রতিপক্ষ সুইজারল্যান্ড ৷ দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ ষোলোর দৌড়ে রয়েছে ‘গ্রানিত জাকা অ্যান্ড কোং’ ৷ এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ চারে পৌঁছে যাবে ‘রসোক্রোসিয়াতি’ ৷

কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করতে চাইবে ‘ইকের গুন্দোয়ান অ্যান্ড কোং’ ৷ গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের বিরুদ্ধে জার্মানদের ভরসা ‘ওয়ান্ডার কিড’ জামাল মুসিয়ালা ৷ দ্বিতীয় ম্যাচে গোল না-খেলেও বেশ কয়েকবার জার্মান দুর্গে অতর্কিতে হানা দিয়ে যায় হাঙ্গেরি ৷ ফলে এদিন আন্তোনিয়ো রুডিগার, জোসুয়া কিমিচদের চ্যালেঞ্জটা আরও বেশি ৷ দায়িত্ব নেওয়ার পর দলকে আমূল বদলে দিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান ৷ ম্যানুয়েল নয়্যারের চেয়ে বয়সে ছোট কোচের হাতেই চতুর্থবার ইউরো জেতার স্বপ্নে বুঁদ সফলতম দেশ ৷

অন্যদিকে, শেষ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে সুইসদের ভরসা জর্ডন শাকিরি ৷ স্কটিশদের বিরুদ্ধে ম্য়াচে সমতা ফিরিয়েছিলেন ৷ এদিন দলকে জিতিয়ে শেষ চারে উঠতে মরিয়া থাকবেন ‘আলপাইন মেসি’ ৷ ভালো ফর্মে রয়েছেন মাইকেল এইবিস্চার এবং কয়াডো ডুয়াও ৷ একই সময়ে আরেক ম্যাচে নামছে হাঙ্গেরি ও স্কটল্যান্ড ৷ হাঙ্গেরি খাতা খুলতে না-পারলেও সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করায় এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্কটল্যান্ড ৷ এই ম্যাচ জিতলে তারা গিয়ে দাঁড়াবে 4 পয়েন্টে ৷ ফলে সুইজারল্যান্ড জার্মানির কাছে হারলে ও স্কটল্যান্ড বড় ব্যবধানে জিতলে গ্রুপের দু’নম্বর দল হিসেবে শেষ ষোলোয় জেতে পারে ৷ সুইজারল্যান্ড জিতলেও অবশ্য শেষ ষোলোয় জেতে পারে স্কটিশরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.