মুম্বই, 22 জুলাই: টিম ইন্ডিয়ার হেডস্যরের চেয়ারে বসানো হয়েছে গৌতম গম্ভীরকে ৷ দায়িত্ব নিয়ে প্রথমবার সাংবাদিকদের সামনে এলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৷ কোহলির সঙ্গে নিজের ‘চর্চিত’ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন গম্ভীর ৷ প্রধান নির্বাচক অজিত আগরকরকে পাশে বসিয়ে জানিয়ে দিয়েছেন, কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত ৷ তা নিয়ে জনসমক্ষে তিনি আলোচন চান না ৷ কোচ হিসেবে ড্রেসিংরুমে তিনি খোলামেলা পরিবেশে বিশ্বাসী ৷ প্রত্যেককে স্বাধীনভাবে নিজেদের খেলাটা খেলতে দিতে চান ৷
বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও বার্তা দিয়েছেন গৌতি ৷ টি-20 বিশ্বকাপের পর অবসরে গিয়েছেন দলের দুই মহাতারকা ৷ বাকি দুই ফর্ম্যাটে বেশিরভাগ ম্যাচেই রোহিত-কোহলি’কে চান বলে জানালেন গম্ভীর ৷
VIDEO | " from my point of view, it is pretty simple, i believe in giving freedom to people and not having the relationship of head coach and the player, the best relationship is the one that is built on trust. the most important thing is that they will always have my back. i want… pic.twitter.com/GAesWOjIEr
— Press Trust of India (@PTI_News) July 22, 2024
ফিটনেস সমস্যাতেই ক্যাপ্টেন নয় হার্দিক, জানালেন প্রধান নির্বাচক আগরকর
শ্রীলঙ্কা সফরে গম্ভীরের সহযোগীর দায়িত্ব সামলাবেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুসখাতে ৷ দুই প্রশিক্ষকই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন ৷ ফলে ‘কেকেআর লবি’র অভিযোগও উঠেছিল গম্ভীরের বিরুদ্ধে ৷ যদিও সাংবাদিকদের সামনে এসে সোজা ব্যাটে খেললেন 2011 বিশ্বকাপ ফাইনালের নায়ক ৷ গম্ভীর জানালেন, জয় শাহ ও বিসিসিআইয়ের সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত ৷ সাপোর্ট স্টাফে যাদের চেয়েছিলেন, তাঁদেরকেই পেয়েছেন ৷ শ্রীলঙ্কা সফরে দুই বিশ্বস্ত সহযোগীকে নিয়ে টিম ইন্ডিয়াকে জেতাতে চাইবেন তিনি ৷
সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ 18 জুলাই দ্বীপরাষ্ট্র সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফর্ম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ গম্ভীর এদিন জানিয়েছেন, ওয়ার্কলোড কমাতে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছে বিসিসিআই ৷ জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷