লাহোর, 28 এপ্রিল: দীর্ঘ 28 বছর পর 2011 সালে মহেন্দ্র ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বজয়ের নেপথ্যে যাঁর অবদান অনস্বীকার্য, তিনি গ্যারি কার্স্টেন ৷ যদিও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই টিম ইন্ডিয়ার সঙ্গে মধুচন্দ্রিমায় ইতি টেনেছিলেন প্রাক্তন এই প্রোটিয়া ক্রিকেটার ৷ রবিবার সেই কার্স্টেনকে-ই সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে নিযুক্ত করল পাকিস্তান ৷ পাশাপাশি লাল বলের ক্রিকেটে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি ৷
কার্স্টেন এবং গিলেসপির সঙ্গে তিন ফরম্যাটেই বাবর আজমদের সহকারি কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদকে ৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিন ফরম্য়াট মিলিয়ে তিন কোচের নাম ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ৷ সবমিলিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন মুলুকে চলতি বছর কুড়ি-বিশের বিশ্বকাপ খেলবে কার্স্টেনের প্রশিক্ষণেই ৷ পাক ক্রিকেট বোর্ডের তরফে এদিন বলা হয়েছে, চলতি আইপিএল শেষ হলেই পাকিস্তানের দায়িত্বভার গ্রহণ করবেন কার্স্টেন ৷ উল্লেখ্য, 2022 থেকে গুজরাত টাইটান্সের ব্যাটিং কোচ এবং মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটার ৷
দু'বছরের জন্য পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নয়া দুই কোচ ৷ এই সময়কালে চলতি বছর টি-20 বিশ্বকাপ ছাড়াও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026 ভারত-শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপের মতো অ্যাসাইনমেন্ট রয়েছে কার্স্টেনের হাতে ৷ পাশাপাশি লাল বলের ক্রিকেটের কথা বললে অগস্ট এবং অক্টোবরে ঘরের মাঠে যথাক্রমে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ, এরপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মতো সফর রয়েছে নয়া কোচ গিলেসপির হাতে ৷
নয়া দায়িত্ব পেয়ে প্রাক্তন অজি স্পিডস্টার বলেন, "ক্রিকেটের শাশ্বত ঘরানায় এমন প্রতিভাবানদের নিয়ে তৈরি একটা দলের দায়িত্ব দেওয়ার জন্য আমি পাক ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ ৷" অন্যদিকে দায়িত্ব পেয়ে কার্স্টেন জানান, দল হিসেবে পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে তোলা এবং মাঠে একসঙ্গে সাফল্য তুলে আনাই লক্ষ্য তাঁর ৷
আরও পড়ুন: