ETV Bharat / sports

সচিন থেকে নীরজ, রতন টাটার মৃত্যুতে শোকাহত দেশের ক্রীড়ামহল - RATAN TATA DIES

RATAN TATA DEMISE: দেশের ক্রীড়াক্ষেত্রেও রতন টাটার অবদান ভোলার নয় ৷ স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুর পর শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল ৷

RATAN TATA DEMISE
রতন টাটার মৃত্যুতে শোকাহত ক্রীড়ব্যক্তিত্বরা (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 10, 2024, 10:47 AM IST

Updated : Oct 10, 2024, 11:38 AM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: দেশের শিল্পজগতে নক্ষত্রপতন ৷ চলে গেলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা ৷ অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ৷ অবস্থার অবনতি হওয়ায় বুধবারই আইসিইউ'তে নেওয়া হয় কিংবদন্তিকে ৷ তারপরই মৃত্যু হয় রতন টাটার ৷ শিল্পজগতের গণ্ডি ছাড়িয়ে দেশের ক্রীড়াক্ষেত্রে প্রয়াত টাটা গ্রুপের চেয়ারম্যানের অবদান ছিল অনস্বীকার্য ৷ দেশের বহু নামি অ্যাথলিটের কেরিয়ারে কোনও না কোনওভাবে সহায় হয়েছে টাটা গ্রুপ ৷ তাই রতন টাটার মৃত্যুতে শোকাহত ক্রীড়ামহল ৷

সোশাল মিডিয়া স্টোরিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা লেখেন, "সত্যিকারের সোনার হৃদয় ৷ অন্যের খেয়াল রাখা এবং অপরের ভালোর জন্য জীবন সঁপে দেওয়ার জন্য মানুষ চিরকাল আপনাকে মনে রাখবে ৷" প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ টুইটারে লিখলেন, "ভারত হারাল তার সত্যিকারের রতনকে ৷ রতন টাটাজি'র জীবন আমাদের সকলের কাছে অনুপ্রেরণার এবং আজীবন তিনি আমাদের হৃদয়ে রয়ে যাবেন ৷ ওম শান্তি ৷"

দেশের শিল্পক্ষেত্রের মহীরুহের মৃত্যুতে শোকস্তব্ধ 'সোনার ছেলে' নীরজ চোপড়াও ৷ অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার লেখেন, "শ্রী রতন টাটাজি'র মৃত্যুর খবরে দুঃখিত ৷ তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন ৷ ওনার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত কখনও ভোলার নয় ৷ সমগ্র রাষ্ট্রকে অনুপ্রাণিত করেছেন তিনি ৷ কঠিন সময়ে তাঁর কাছের মানুষেরা শক্তি পাক ৷ ওম শান্তি ৷" রতন টাটার সঙ্গে সাম্প্রতিক অতীতে বিশেষ সাক্ষাতের মুহূর্ত তুলে ধরে কিংবদন্তি শিল্পপতিকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন 'মাস্টার-ব্লাস্টার' সচিন তেন্ডুলকর ৷

রতন টাটার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন দেশের অন্যান্য ক্রিকেটাররাও ৷ হরভজন সিং এক্সে লিখেছেন, "আধুনিক ভারতের রূপকার হিসেবে শ্রী রতন টাটাজি আজীবন আমাদের হৃদয়ে রয়ে যাবেন ৷ তাঁর নেতৃত্বপ্রদানের ক্ষমতা, নম্র স্বভাব এবং কাজের প্রতি অটুট দায়বদ্ধতা একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে ৷" প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক লেখেন, "রতন টাটা ছিলেন অনেকের রোল মডেল এবং গোটা একটা রাষ্ট্রের অনুপ্রেরণা ৷ ওনার উত্তরাধিকার বজায় থাকবে সারাজীবন ৷" এছাড়া রতন টাটার প্রয়াণে শোকাহত ইরফান পাঠান, শিখর ধাওয়ানের মত প্রাক্তন ক্রিকেটাররাও ৷

হায়দরাবাদ, 10 অক্টোবর: দেশের শিল্পজগতে নক্ষত্রপতন ৷ চলে গেলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা ৷ অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ৷ অবস্থার অবনতি হওয়ায় বুধবারই আইসিইউ'তে নেওয়া হয় কিংবদন্তিকে ৷ তারপরই মৃত্যু হয় রতন টাটার ৷ শিল্পজগতের গণ্ডি ছাড়িয়ে দেশের ক্রীড়াক্ষেত্রে প্রয়াত টাটা গ্রুপের চেয়ারম্যানের অবদান ছিল অনস্বীকার্য ৷ দেশের বহু নামি অ্যাথলিটের কেরিয়ারে কোনও না কোনওভাবে সহায় হয়েছে টাটা গ্রুপ ৷ তাই রতন টাটার মৃত্যুতে শোকাহত ক্রীড়ামহল ৷

সোশাল মিডিয়া স্টোরিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা লেখেন, "সত্যিকারের সোনার হৃদয় ৷ অন্যের খেয়াল রাখা এবং অপরের ভালোর জন্য জীবন সঁপে দেওয়ার জন্য মানুষ চিরকাল আপনাকে মনে রাখবে ৷" প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ টুইটারে লিখলেন, "ভারত হারাল তার সত্যিকারের রতনকে ৷ রতন টাটাজি'র জীবন আমাদের সকলের কাছে অনুপ্রেরণার এবং আজীবন তিনি আমাদের হৃদয়ে রয়ে যাবেন ৷ ওম শান্তি ৷"

দেশের শিল্পক্ষেত্রের মহীরুহের মৃত্যুতে শোকস্তব্ধ 'সোনার ছেলে' নীরজ চোপড়াও ৷ অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার লেখেন, "শ্রী রতন টাটাজি'র মৃত্যুর খবরে দুঃখিত ৷ তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন ৷ ওনার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত কখনও ভোলার নয় ৷ সমগ্র রাষ্ট্রকে অনুপ্রাণিত করেছেন তিনি ৷ কঠিন সময়ে তাঁর কাছের মানুষেরা শক্তি পাক ৷ ওম শান্তি ৷" রতন টাটার সঙ্গে সাম্প্রতিক অতীতে বিশেষ সাক্ষাতের মুহূর্ত তুলে ধরে কিংবদন্তি শিল্পপতিকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন 'মাস্টার-ব্লাস্টার' সচিন তেন্ডুলকর ৷

রতন টাটার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন দেশের অন্যান্য ক্রিকেটাররাও ৷ হরভজন সিং এক্সে লিখেছেন, "আধুনিক ভারতের রূপকার হিসেবে শ্রী রতন টাটাজি আজীবন আমাদের হৃদয়ে রয়ে যাবেন ৷ তাঁর নেতৃত্বপ্রদানের ক্ষমতা, নম্র স্বভাব এবং কাজের প্রতি অটুট দায়বদ্ধতা একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে ৷" প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক লেখেন, "রতন টাটা ছিলেন অনেকের রোল মডেল এবং গোটা একটা রাষ্ট্রের অনুপ্রেরণা ৷ ওনার উত্তরাধিকার বজায় থাকবে সারাজীবন ৷" এছাড়া রতন টাটার প্রয়াণে শোকাহত ইরফান পাঠান, শিখর ধাওয়ানের মত প্রাক্তন ক্রিকেটাররাও ৷

Last Updated : Oct 10, 2024, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.