ETV Bharat / sports

অন্তর্ঘাত, পরিকল্পিত হামলা ! অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্তদ্ধ প্যারিসের হাইস্পিড রেল নেটওয়ার্ক - Paris Olympic 2024

French Train Lines Hit by Malicious Acts: একাধিক জায়গায় অগ্নিসংযোগ, পরিকল্পিত হামলা ৷ অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে থমকে গেল প্যারিসের হাইস্পিড রেল নেটওয়ার্ক ৷

French Train Lines Hit
স্তব্ধ প্যারিসের রেল ব্যবস্থা (এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 26, 2024, 3:00 PM IST

Updated : Jul 26, 2024, 3:18 PM IST

প্যারিস, 26 জুলাই: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর কয়েকঘণ্টা ৷ তার আগে স্তব্ধ হয়ে গেল প্যারিসের রেল ব্যবস্থা ৷ সমস্যায় পড়েছেন প্রায় 8 লক্ষ মানুষ ৷ সেদেশের ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, ‘‘দেশের হাই স্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা ৷

ফ্রান্সের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আধিকারিকরা এই হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন ৷ একই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনা অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে । ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বলেন, ‘‘সমস্ত ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এগুলি অপরাধমূলক কর্মকাণ্ড ৷’’

ঘটনাগুলি প্যারিস-সহ ফ্রান্সের বেশ কিছু অংশ এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগকারী বেশ কয়েকটি উচ্চ-গতির লাইনকে অচল করে দিয়েছে ৷ ভারগ্রিয়েট বলেন, ‘‘বিশ্বব্যাপী উত্তেজনার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটেছে ৷ অলিম্পিকের জন্য শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । দেশের বিভিন্ন প্রান্তের অনেক পর্যটকও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রাজধানীতে একত্রিত হওয়ার পরিকল্পনা করছিলেন ৷ ফলে এই ঘটনায় সমস্যায় পড়া মানুষের সংখ্যা আরও বেড়েছে ৷

আটলান্টিক, নর্ড এবং এস্টের হাই-স্পিড লাইনের ট্র্যাকের কাছে বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রধানত প্যারিসের মন্টপারনাসে স্টেশনে পরিষেবা প্রভাবিত হয়েছে । প্যারিস অলিম্পিক্স কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনার পরে স্যেন নদীর চারপাশের নিরাপত্তা বাড়িয়েছে ৷ প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ ফ্রান্স ইনফো টেলিভিশনকে বলেছেন, ‘‘টিজিভি হাই-স্পিড নেটওয়ার্ককে পঙ্গু করে দেওয়া পরিকল্পিত ৷’’

প্যারিস, 26 জুলাই: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর কয়েকঘণ্টা ৷ তার আগে স্তব্ধ হয়ে গেল প্যারিসের রেল ব্যবস্থা ৷ সমস্যায় পড়েছেন প্রায় 8 লক্ষ মানুষ ৷ সেদেশের ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, ‘‘দেশের হাই স্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা ৷

ফ্রান্সের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আধিকারিকরা এই হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন ৷ একই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনা অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে । ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বলেন, ‘‘সমস্ত ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এগুলি অপরাধমূলক কর্মকাণ্ড ৷’’

ঘটনাগুলি প্যারিস-সহ ফ্রান্সের বেশ কিছু অংশ এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগকারী বেশ কয়েকটি উচ্চ-গতির লাইনকে অচল করে দিয়েছে ৷ ভারগ্রিয়েট বলেন, ‘‘বিশ্বব্যাপী উত্তেজনার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটেছে ৷ অলিম্পিকের জন্য শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । দেশের বিভিন্ন প্রান্তের অনেক পর্যটকও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রাজধানীতে একত্রিত হওয়ার পরিকল্পনা করছিলেন ৷ ফলে এই ঘটনায় সমস্যায় পড়া মানুষের সংখ্যা আরও বেড়েছে ৷

আটলান্টিক, নর্ড এবং এস্টের হাই-স্পিড লাইনের ট্র্যাকের কাছে বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রধানত প্যারিসের মন্টপারনাসে স্টেশনে পরিষেবা প্রভাবিত হয়েছে । প্যারিস অলিম্পিক্স কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনার পরে স্যেন নদীর চারপাশের নিরাপত্তা বাড়িয়েছে ৷ প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ ফ্রান্স ইনফো টেলিভিশনকে বলেছেন, ‘‘টিজিভি হাই-স্পিড নেটওয়ার্ককে পঙ্গু করে দেওয়া পরিকল্পিত ৷’’

Last Updated : Jul 26, 2024, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.