প্যারিস, 26 জুলাই: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর কয়েকঘণ্টা ৷ তার আগে স্তব্ধ হয়ে গেল প্যারিসের রেল ব্যবস্থা ৷ সমস্যায় পড়েছেন প্রায় 8 লক্ষ মানুষ ৷ সেদেশের ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, ‘‘দেশের হাই স্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা ৷
ফ্রান্সের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আধিকারিকরা এই হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন ৷ একই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনা অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে । ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বলেন, ‘‘সমস্ত ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এগুলি অপরাধমূলক কর্মকাণ্ড ৷’’
ঘটনাগুলি প্যারিস-সহ ফ্রান্সের বেশ কিছু অংশ এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগকারী বেশ কয়েকটি উচ্চ-গতির লাইনকে অচল করে দিয়েছে ৷ ভারগ্রিয়েট বলেন, ‘‘বিশ্বব্যাপী উত্তেজনার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটেছে ৷ অলিম্পিকের জন্য শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । দেশের বিভিন্ন প্রান্তের অনেক পর্যটকও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রাজধানীতে একত্রিত হওয়ার পরিকল্পনা করছিলেন ৷ ফলে এই ঘটনায় সমস্যায় পড়া মানুষের সংখ্যা আরও বেড়েছে ৷
🚨🇫🇷 Chaos in France
— Concerned Citizen (@BGatesIsaPyscho) July 26, 2024
The French High Speed Rail network has been ‘severely vandalised’ leaving travellers stranded at stations around the Country.
The same day as the Olympics opening ceremony in Paris. pic.twitter.com/uiIuCRJkh9
আটলান্টিক, নর্ড এবং এস্টের হাই-স্পিড লাইনের ট্র্যাকের কাছে বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রধানত প্যারিসের মন্টপারনাসে স্টেশনে পরিষেবা প্রভাবিত হয়েছে । প্যারিস অলিম্পিক্স কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনার পরে স্যেন নদীর চারপাশের নিরাপত্তা বাড়িয়েছে ৷ প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ ফ্রান্স ইনফো টেলিভিশনকে বলেছেন, ‘‘টিজিভি হাই-স্পিড নেটওয়ার্ককে পঙ্গু করে দেওয়া পরিকল্পিত ৷’’