ETV Bharat / sports

বিনামূল্যে রঞ্জি ফাইনাল, দর্শকদের জন্য ওয়াংখেড়ের দরজা খুলে দিল এমসিএ - Ranji Trophy Final 2024

Ranji Trophy Final 2024: 10 মার্চ রঞ্জি ট্রফির ফাইনালে নামছে বিদর্ভ ও মুম্বই ৷ টিকিট ছাড়াই রঞ্জি ট্রফি ফাইনাল দেখতে পাবেন দর্শকরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 10:57 PM IST

মুম্বই, 8 মার্চ: 1970-71 সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল বোম্বে (এখন মুম্বই) ও মহারাষ্ট্র ৷ 53 বছর পর ফের একবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে একই রাজ্যের দুই দল ৷ ঐতিহাসিক ম্যাচে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এমসিএ’র অজিঙ্কা নায়েক জানিয়েছেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা ৷

চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশকে উড়িয়ে রঞ্জি ফাইনালে পৌঁছেছে বিদর্ভ ৷ অন্যদিকে, প্রথম সেমি-ফাইনালে তিনদিনেই তামিলনাড়ুকে উড়িয়ে দিয়েছিল মুম্বই ৷ অজিঙ্কা নায়েক আরও বলেন, ‘‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের 50 বছর পূর্তি উপলক্ষে খেলা শুরুর আগে দু’দলের অধিনায়ক এবং সমস্ত ম্যাচ কর্মকর্তাদের একটি বিশেষ স্মারক স্মারক দেওয়া হবে ৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্যের সমস্ত বয়সের খেলোয়াড় এবং কর্মীদের মুম্বইকে সমর্থন করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসতে অনুরোধ করা হয়েছে ৷

বোম্বে ও মহারাষ্ট্রর 1970-71 মরশুমের ফাইনালে খেলেছিলেন হেমন্ত কানিতকর, চাদু বোরদে, পদ্মকর সিভালকর, সুভাষ গুপ্তের মতো খেলোয়াড়রা ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ওই ফাইনালে রামনাথ পারকরের শতরান ও পদ্মকর সিভালকর, আবদুল ইসমাইলের দুরন্ত বোলিংয়ের সুবাদে মহারাষ্ট্রকে হারিয়ে দেয় বোম্বে ৷

তার পাঁচ বছর পর গড়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র 750 মিটার ৷ 10 মার্চ সেখানেই ফিরবে 53 বছর আগের ইতিহাস ৷ এখনও পর্যন্ত দু’বার রঞ্জি ফাইনালে উঠেছে বিদর্ভ ৷ দু’বারই ট্রফি গিয়েছে তাদের ড্রেসিংরুমে ৷ শেষবার 2018-19 মরশুমে ট্রফি জিতেছিল বিদর্ভ ৷ অন্যদিকে, রবিবার 48তম ফাইনাল খেলতে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ৷

আরও পড়ুন:

  1. 53 বছর পর ফাইনালে একই রাজ্যের দু’দল, মুম্বইয়ের সামনে ইতিহাস ফেরানোর হাতছানি
  2. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন
  3. প্রথমশ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে রঞ্জির সূচি নিয়ে বোর্ডকে দুষলেন শার্দূল

মুম্বই, 8 মার্চ: 1970-71 সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল বোম্বে (এখন মুম্বই) ও মহারাষ্ট্র ৷ 53 বছর পর ফের একবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে একই রাজ্যের দুই দল ৷ ঐতিহাসিক ম্যাচে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ এমসিএ’র অজিঙ্কা নায়েক জানিয়েছেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা ৷

চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশকে উড়িয়ে রঞ্জি ফাইনালে পৌঁছেছে বিদর্ভ ৷ অন্যদিকে, প্রথম সেমি-ফাইনালে তিনদিনেই তামিলনাড়ুকে উড়িয়ে দিয়েছিল মুম্বই ৷ অজিঙ্কা নায়েক আরও বলেন, ‘‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের 50 বছর পূর্তি উপলক্ষে খেলা শুরুর আগে দু’দলের অধিনায়ক এবং সমস্ত ম্যাচ কর্মকর্তাদের একটি বিশেষ স্মারক স্মারক দেওয়া হবে ৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্যের সমস্ত বয়সের খেলোয়াড় এবং কর্মীদের মুম্বইকে সমর্থন করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসতে অনুরোধ করা হয়েছে ৷

বোম্বে ও মহারাষ্ট্রর 1970-71 মরশুমের ফাইনালে খেলেছিলেন হেমন্ত কানিতকর, চাদু বোরদে, পদ্মকর সিভালকর, সুভাষ গুপ্তের মতো খেলোয়াড়রা ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ওই ফাইনালে রামনাথ পারকরের শতরান ও পদ্মকর সিভালকর, আবদুল ইসমাইলের দুরন্ত বোলিংয়ের সুবাদে মহারাষ্ট্রকে হারিয়ে দেয় বোম্বে ৷

তার পাঁচ বছর পর গড়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র 750 মিটার ৷ 10 মার্চ সেখানেই ফিরবে 53 বছর আগের ইতিহাস ৷ এখনও পর্যন্ত দু’বার রঞ্জি ফাইনালে উঠেছে বিদর্ভ ৷ দু’বারই ট্রফি গিয়েছে তাদের ড্রেসিংরুমে ৷ শেষবার 2018-19 মরশুমে ট্রফি জিতেছিল বিদর্ভ ৷ অন্যদিকে, রবিবার 48তম ফাইনাল খেলতে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ৷

আরও পড়ুন:

  1. 53 বছর পর ফাইনালে একই রাজ্যের দু’দল, মুম্বইয়ের সামনে ইতিহাস ফেরানোর হাতছানি
  2. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন
  3. প্রথমশ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে রঞ্জির সূচি নিয়ে বোর্ডকে দুষলেন শার্দূল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.