ETV Bharat / sports

ইউরো সফর শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে সেমি’তে স্পেনের সামনে ফ্রান্স - EURO Cup 2024

France reaches Semi Final of EURO Cup 2024: এবারের মতো ইউরো কাপ শেষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল 2016 ইউরোজয়ী পর্তুগাল ৷ 60 শতাংশ বল পজেশন, 869টি পাসে ম্যাচ নিয়ন্ত্রণ করা রোনাল্ডোরা হারলেন ভাগ্যের ফেরে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 7:34 AM IST

Updated : Jul 6, 2024, 9:29 AM IST

EURO Cup 2024
ইউরোতে ইন্দ্রপতন (ইউরো কাপ এক্স হ্যান্ডেল)

হামবুর্গ, 6 জুলাই: ব্যর্থ শেষ ষোলোয় তিনটি পেনাল্টি সেভ করা দিয়েগো কোস্তা ৷ ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ নির্ধারিত 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছিল খেলা ৷ তাতেও ফয়সালা না-হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ ৷ স্পটকিক মিস করেন জোয়াও ফেলিক্স ৷ 5-3 গোলে জিতে সেমি-ফাইনালে ফ্রান্স ৷

হারতে হলেও পুরো ম্যাচই নিয়ন্ত্রণ করল পর্তুগাল ৷ 60 শতাংশ বল পজেশন, 869টি পাস, 11টি কর্নারের পরও রোনাল্ডোরা হারলেন ভাগ্যের ফেরে ৷ দুরন্ত শটে টাইব্রেকার শুরু করেছিলেন দলের অবিসংবাদী নায়ক ৷ গোল করেছিলেন বার্নান্দো সিলভাও ৷ কিন্তু তিন নম্বরে নামা জোয়াও ফেলিক্সের স্পটকিক ফিরল বারে লেগে ৷ একটিও শট আটকাতে পারলেন না দিয়েগো কোস্তা ৷ জোড়া ব্যর্থতায় ছিটকে গেল 2016 ইউরোজয়ীরা ৷

অন্যদিকে, শেষ আটে ফরাসিদের মূল চিন্তা ছিল দলের ফরোয়ার্ডরা ৷ বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোয় 19টি শটের মধ্যে মাত্র 2টি তেকাঠিতে রাখতে পেরেছিলেন এমবাপে, গ্রিজম্যানরা ৷ এদিন সেই পারফরম্যান্স খানিক উন্নত হল ৷ পর্তুগালের গোল লক্ষ্য করে 20টি শট নিল দিঁদিয়ের দেঁশর ছেলেরা ৷ মাত্র 5টি ছিল তেকাঠিতে ৷ গোটা ম্যাচে কর্নার আদায় করলেন মাত্র 4টি ৷

2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ 24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর ফ্রান্স ৷ অন্যম্যাচে স্পেনের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ছিটকে গিয়েছে জার্মানি ৷ 10 জুলাই মিউনিখের এলিয়াঞ্জ এরিনায় সেমি-ফাইনালে নামবে দুই দেশ ৷

হামবুর্গ, 6 জুলাই: ব্যর্থ শেষ ষোলোয় তিনটি পেনাল্টি সেভ করা দিয়েগো কোস্তা ৷ ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ নির্ধারিত 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছিল খেলা ৷ তাতেও ফয়সালা না-হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ ৷ স্পটকিক মিস করেন জোয়াও ফেলিক্স ৷ 5-3 গোলে জিতে সেমি-ফাইনালে ফ্রান্স ৷

হারতে হলেও পুরো ম্যাচই নিয়ন্ত্রণ করল পর্তুগাল ৷ 60 শতাংশ বল পজেশন, 869টি পাস, 11টি কর্নারের পরও রোনাল্ডোরা হারলেন ভাগ্যের ফেরে ৷ দুরন্ত শটে টাইব্রেকার শুরু করেছিলেন দলের অবিসংবাদী নায়ক ৷ গোল করেছিলেন বার্নান্দো সিলভাও ৷ কিন্তু তিন নম্বরে নামা জোয়াও ফেলিক্সের স্পটকিক ফিরল বারে লেগে ৷ একটিও শট আটকাতে পারলেন না দিয়েগো কোস্তা ৷ জোড়া ব্যর্থতায় ছিটকে গেল 2016 ইউরোজয়ীরা ৷

অন্যদিকে, শেষ আটে ফরাসিদের মূল চিন্তা ছিল দলের ফরোয়ার্ডরা ৷ বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোয় 19টি শটের মধ্যে মাত্র 2টি তেকাঠিতে রাখতে পেরেছিলেন এমবাপে, গ্রিজম্যানরা ৷ এদিন সেই পারফরম্যান্স খানিক উন্নত হল ৷ পর্তুগালের গোল লক্ষ্য করে 20টি শট নিল দিঁদিয়ের দেঁশর ছেলেরা ৷ মাত্র 5টি ছিল তেকাঠিতে ৷ গোটা ম্যাচে কর্নার আদায় করলেন মাত্র 4টি ৷

2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ 24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর ফ্রান্স ৷ অন্যম্যাচে স্পেনের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ছিটকে গিয়েছে জার্মানি ৷ 10 জুলাই মিউনিখের এলিয়াঞ্জ এরিনায় সেমি-ফাইনালে নামবে দুই দেশ ৷

Last Updated : Jul 6, 2024, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.