ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপে 4 স্পিনার বাড়াবাড়ি, রিঙ্কুর হয়ে সওয়াল ভাজ্জির - T20 World Cup 2024

T20 World Cup 2024: টি-20 বিশ্বকাপে দলগঠন নিয়ে নিজের মতামত জানালেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বিশ্বকাপ স্কোয়াডে ব্যাটার, অলরাউন্ডার এবং বোলারদের ভারসাম্য নিয়ে কথা বললেন তিনি ৷

ETV BHARAT
ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে মতপ্রকাশ হরভজন সিংয়ের (ছবি- হরভজন সিং এক্স হ্যান্ডেল)
author img

By ANI

Published : May 21, 2024, 2:41 PM IST

নয়াদিল্লি, 21 মে: আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটিং ঠিক থাকলেও, মিডল-অর্ডার এবং স্পিন কম্বিনেশন নিয়ে খুশি নন হরভজন সিং ৷ টার্বুনেটরের সাফ কথা মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-20 বিশ্বকাপে চারজন স্পিনার নিয়ে যাওয়া বাড়াবাড়ি ৷ বরং তিন স্পিনারের পক্ষে সওয়াল করলেন স্বয়ং ভারতের প্রাক্তন এই অফস্পিনার ৷ বদলে রিঙ্কু সিংয়ের জাতীয় দলের মূল স্কোয়াডে থাকা জরুরি ছিল বলে জানান হরভজন ৷

সংবাদসংস্থা এএনআই-কে টি-20 বিশ্বকাপের দলগঠন নিয়ে নিজের মতামত জানান ভাজ্জি ৷ তিনি বলেন, "বিশ্বকাপের জন্য দলগঠন হয়ে গিয়েছে ৷ ব্যাটিং খুবই ভালো ৷ আমি মনে করি আমরা একজন ফাস্ট বোলার কম রেখেছি ৷ ওখানে একজন ক্রিকেটারের অভাববোধ করব আমরা ৷ আর তিনি হলেন, রিঙ্কু সিং ৷ ও এমন একজন ক্রিকেটার যে, একার হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে ৷ 20 বলে 60 রান তাড়া করে জেতানোর ক্ষমতা রাখে ৷"

এরপরেই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেন, "আমার মতে, চার স্পিনার নিয়ে যাওয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ৷ তিন স্পিনার ঠিক ছিল ৷ তবে, আমি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাব এবং আশা করব তারা এবার বিশ্বকাপ ঘরে নিয়ে আসবে ৷" চার জন প্রথমসারির স্পিনার দলে রাখা নিয়ে হরভজন মনে করেন, টিম ম্যানেজমেন্ট কখনই চার জনকে এক ম্যাচে খেলাবে না ৷ সেক্ষেত্রে ভারতীয় দলের প্রথম দুই পছন্দ হিসেবে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের নাম বলেছেন হরভজন ৷ যদি তিন স্পিনার নিয়ে ভারতীয় দল নামে সেক্ষেত্রে যুজবেন্দ্র চহাল তৃতীয় স্পিনার হতে পারেন হরভজনের মতে ৷

তবে, পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানান টার্বুনেটর ৷ কিন্তু, মিডল বা লোয়ার মিডল-অর্ডারে রিঙ্কু সিংয়ের অভাব রোহিত শর্মার দল অনুভব করবে বলে মনে করেন হরভজন ৷ উল্লেখ্য, রিঙ্কু ভারতীয় দলের হয়ে 2023 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ৷ তখন থেকে এখনও পর্যন্ত 15 ম্যাচ ও 11 ইনিংসে ব্যাটহাতে নেমেছেন বাঁ-হাতি এই ব্যাটার ৷ যেখানে 89-এর গড় ও 176.24 স্ট্রাইকরেটে 356 রান করেছেন তিনি ৷ তবে, চলতি আইপিএলে একটি বা দু’টি ম্যাচ ছাড়া রিঙ্কুর ব্যাট সেভাবে চলেনি ৷ আইপিএলে রিঙ্কু 11 ইনিংসে 18.66 গড়ে মোট 168 রান করেছেন ৷ যেখানে তাঁর সর্বোচ্চ রান 26 ৷

তবে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী হরভজন সিং ৷ নিউইয়র্কের নবগঠিত স্টেডিয়ামের ছোট বাউন্ডারিতে ভারতীয় দল নিজেদের মানিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি ৷ তবে, ড্রপ-ইন পিচ হওয়ায় পিচের চরিত্র কেমন হবে ? সে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷ হরভজনের মতে, "আমি নিশ্চিত, আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতব ৷ ওদের বিরুদ্ধে আমাদের অসাধারণ অতীত রেকর্ড রয়েছে এবং আমাদের দল অনেক ভালো ৷" পাশাপাশি, ঋষভ পন্তের ভারতীয় দলে কামব্যাকেও উচ্ছ্বসিত টার্বুনেটর ৷ বিশ্বকাপের মঞ্চে তিনি আইপিএলের ফর্ম দেখাতে পারেন কি না, সেদিকেই নজর রয়েছে সবার ৷

আরও পড়ুন:

  1. হায়দরাবাদের 'সূর্য ডুবিয়ে' তিন বছর পর ফাইনালে চোখ কেকেআরের
  2. 62 হাজার মুখোশ-পুষ্প বৃষ্টিতে সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করার পরিকল্পনা
  3. টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত

নয়াদিল্লি, 21 মে: আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটিং ঠিক থাকলেও, মিডল-অর্ডার এবং স্পিন কম্বিনেশন নিয়ে খুশি নন হরভজন সিং ৷ টার্বুনেটরের সাফ কথা মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-20 বিশ্বকাপে চারজন স্পিনার নিয়ে যাওয়া বাড়াবাড়ি ৷ বরং তিন স্পিনারের পক্ষে সওয়াল করলেন স্বয়ং ভারতের প্রাক্তন এই অফস্পিনার ৷ বদলে রিঙ্কু সিংয়ের জাতীয় দলের মূল স্কোয়াডে থাকা জরুরি ছিল বলে জানান হরভজন ৷

সংবাদসংস্থা এএনআই-কে টি-20 বিশ্বকাপের দলগঠন নিয়ে নিজের মতামত জানান ভাজ্জি ৷ তিনি বলেন, "বিশ্বকাপের জন্য দলগঠন হয়ে গিয়েছে ৷ ব্যাটিং খুবই ভালো ৷ আমি মনে করি আমরা একজন ফাস্ট বোলার কম রেখেছি ৷ ওখানে একজন ক্রিকেটারের অভাববোধ করব আমরা ৷ আর তিনি হলেন, রিঙ্কু সিং ৷ ও এমন একজন ক্রিকেটার যে, একার হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে ৷ 20 বলে 60 রান তাড়া করে জেতানোর ক্ষমতা রাখে ৷"

এরপরেই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেন, "আমার মতে, চার স্পিনার নিয়ে যাওয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ৷ তিন স্পিনার ঠিক ছিল ৷ তবে, আমি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাব এবং আশা করব তারা এবার বিশ্বকাপ ঘরে নিয়ে আসবে ৷" চার জন প্রথমসারির স্পিনার দলে রাখা নিয়ে হরভজন মনে করেন, টিম ম্যানেজমেন্ট কখনই চার জনকে এক ম্যাচে খেলাবে না ৷ সেক্ষেত্রে ভারতীয় দলের প্রথম দুই পছন্দ হিসেবে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের নাম বলেছেন হরভজন ৷ যদি তিন স্পিনার নিয়ে ভারতীয় দল নামে সেক্ষেত্রে যুজবেন্দ্র চহাল তৃতীয় স্পিনার হতে পারেন হরভজনের মতে ৷

তবে, পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানান টার্বুনেটর ৷ কিন্তু, মিডল বা লোয়ার মিডল-অর্ডারে রিঙ্কু সিংয়ের অভাব রোহিত শর্মার দল অনুভব করবে বলে মনে করেন হরভজন ৷ উল্লেখ্য, রিঙ্কু ভারতীয় দলের হয়ে 2023 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ৷ তখন থেকে এখনও পর্যন্ত 15 ম্যাচ ও 11 ইনিংসে ব্যাটহাতে নেমেছেন বাঁ-হাতি এই ব্যাটার ৷ যেখানে 89-এর গড় ও 176.24 স্ট্রাইকরেটে 356 রান করেছেন তিনি ৷ তবে, চলতি আইপিএলে একটি বা দু’টি ম্যাচ ছাড়া রিঙ্কুর ব্যাট সেভাবে চলেনি ৷ আইপিএলে রিঙ্কু 11 ইনিংসে 18.66 গড়ে মোট 168 রান করেছেন ৷ যেখানে তাঁর সর্বোচ্চ রান 26 ৷

তবে, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী হরভজন সিং ৷ নিউইয়র্কের নবগঠিত স্টেডিয়ামের ছোট বাউন্ডারিতে ভারতীয় দল নিজেদের মানিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি ৷ তবে, ড্রপ-ইন পিচ হওয়ায় পিচের চরিত্র কেমন হবে ? সে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷ হরভজনের মতে, "আমি নিশ্চিত, আমরা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতব ৷ ওদের বিরুদ্ধে আমাদের অসাধারণ অতীত রেকর্ড রয়েছে এবং আমাদের দল অনেক ভালো ৷" পাশাপাশি, ঋষভ পন্তের ভারতীয় দলে কামব্যাকেও উচ্ছ্বসিত টার্বুনেটর ৷ বিশ্বকাপের মঞ্চে তিনি আইপিএলের ফর্ম দেখাতে পারেন কি না, সেদিকেই নজর রয়েছে সবার ৷

আরও পড়ুন:

  1. হায়দরাবাদের 'সূর্য ডুবিয়ে' তিন বছর পর ফাইনালে চোখ কেকেআরের
  2. 62 হাজার মুখোশ-পুষ্প বৃষ্টিতে সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করার পরিকল্পনা
  3. টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.