জোহানেসবার্গ, 18 ফেব্রুয়ারি: প্রয়াত মাইক প্রোক্টর ৷ 77 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাতের দশকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার ৷ তাঁর স্ত্রী মারেনা সংবাদমাধ্যমে জানিয়েছেন, সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় প্রাক্তন এই অলরাউন্ডারের ৷ তারপর থেকেই নানান শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর ৷ শনিবার প্রোক্টরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মারেনা ৷ প্রোক্টরের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে আইসিসি ৷
মাইক প্রোক্টরের আন্তর্জাতিক কেরিয়ার ছিল স্বল্পমেয়াদি ৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সেই সময় আইসিসি'র নিষেধাজ্ঞা জারি থাকায় আন্তর্জাতিক স্তরে মাত্র 7টি টেস্ট খেলারই সুযোগ পেয়েছিলেন প্রোক্টর ৷ প্রোক্টর তাঁর কেরিয়ারের সবক’টি টেস্ট ম্যাচই খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ 7টি টেস্টে অসাধারণ পরিসংখ্যান ছিল তাঁর ৷ অজিদের বিরুদ্ধে 7 টেস্টে 15.02 গড়ে 41টি উইকেট রয়েছে মাইক প্রোকটারের নামে ৷ প্রোক্টরের খেলা এই সাত টেস্টে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা ৷ যার মধ্যে 6টি ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা ৷
চেস্ট-অন অ্যাকশন এবং ডেলিভারি স্ট্রাইড নেওয়ার আগেই বল হাত থেকে রিলিজ করার এক অসাধারণ ক্ষমতা ছিল মাইক প্রোক্টরের ৷ আর সেই কারণেই অজিদের বিরুদ্ধে খেলা হাতেগোনা কয়েকটি টেস্টে অসাধারণ বোলিং পরিসংখ্যান তাঁর ৷ এমনকী ব্যাট হাতেও প্রয়াত অলরাউন্ডার ছিলেন অসাধারণ ৷ পাওয়ার হিটিংয়ের জন্য অল্পসময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ৷ প্রোক্টরের ব্যাটিং ও বোলিংয়ের কারণেই 1969-70 সালের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে 4-0 হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা ৷
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার উপর নির্বাসন প্রত্যাহারের পর জাতীয় দলের কোচের ভূমিকায় কাজ করেছিলেন মাইক প্রোক্টর ৷ 1992 সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তাঁর কোচিংয়ে সেমিফাইনালে খেলেছিল ৷ এমনকী পরবর্তী সময়ে 2002-08 সাল পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি ৷
আরও পড়ুন: