ETV Bharat / sports

প্রয়াত প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার মাইক প্রোক্টর

Mike Procter Dies: হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর নানান শারীরিক সমস্যা তৈরি হয়েছিল ৷ সেই শারীরিক সমস্যার কারণেই 77 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার মাইক প্রোক্টর ৷ শনিবার তাঁর স্ত্রী মারেনা সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 2:10 PM IST

জোহানেসবার্গ, 18 ফেব্রুয়ারি: প্রয়াত মাইক প্রোক্টর ৷ 77 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাতের দশকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার ৷ তাঁর স্ত্রী মারেনা সংবাদমাধ্যমে জানিয়েছেন, সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় প্রাক্তন এই অলরাউন্ডারের ৷ তারপর থেকেই নানান শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর ৷ শনিবার প্রোক্টরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মারেনা ৷ প্রোক্টরের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে আইসিসি ৷

মাইক প্রোক্টরের আন্তর্জাতিক কেরিয়ার ছিল স্বল্পমেয়াদি ৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সেই সময় আইসিসি'র নিষেধাজ্ঞা জারি থাকায় আন্তর্জাতিক স্তরে মাত্র 7টি টেস্ট খেলারই সুযোগ পেয়েছিলেন প্রোক্টর ৷ প্রোক্টর তাঁর কেরিয়ারের সবক’টি টেস্ট ম্যাচই খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ 7টি টেস্টে অসাধারণ পরিসংখ্যান ছিল তাঁর ৷ অজিদের বিরুদ্ধে 7 টেস্টে 15.02 গড়ে 41টি উইকেট রয়েছে মাইক প্রোকটারের নামে ৷ প্রোক্টরের খেলা এই সাত টেস্টে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা ৷ যার মধ্যে 6টি ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা ৷

চেস্ট-অন অ্যাকশন এবং ডেলিভারি স্ট্রাইড নেওয়ার আগেই বল হাত থেকে রিলিজ করার এক অসাধারণ ক্ষমতা ছিল মাইক প্রোক্টরের ৷ আর সেই কারণেই অজিদের বিরুদ্ধে খেলা হাতেগোনা কয়েকটি টেস্টে অসাধারণ বোলিং পরিসংখ্যান তাঁর ৷ এমনকী ব্যাট হাতেও প্রয়াত অলরাউন্ডার ছিলেন অসাধারণ ৷ পাওয়ার হিটিংয়ের জন্য অল্পসময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ৷ প্রোক্টরের ব্যাটিং ও বোলিংয়ের কারণেই 1969-70 সালের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে 4-0 হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা ৷

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার উপর নির্বাসন প্রত্যাহারের পর জাতীয় দলের কোচের ভূমিকায় কাজ করেছিলেন মাইক প্রোক্টর ৷ 1992 সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তাঁর কোচিংয়ে সেমিফাইনালে খেলেছিল ৷ এমনকী পরবর্তী সময়ে 2002-08 সাল পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পারিবারিক সমস্যা কাটিয়ে চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন, জানাল বিসিসিআই
  2. ডাবল সেঞ্চুরি অভিমন্যুর, কঠিন চ্যালেঞ্জের সামনে বিহার
  3. দেড়শোর দোরগোড়ায় যশস্বী, ইংল্যান্ডের থেকে প্রায় সাড়ে 400 রানে এগিয়ে ভারত

জোহানেসবার্গ, 18 ফেব্রুয়ারি: প্রয়াত মাইক প্রোক্টর ৷ 77 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাতের দশকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডার ৷ তাঁর স্ত্রী মারেনা সংবাদমাধ্যমে জানিয়েছেন, সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় প্রাক্তন এই অলরাউন্ডারের ৷ তারপর থেকেই নানান শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর ৷ শনিবার প্রোক্টরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মারেনা ৷ প্রোক্টরের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে আইসিসি ৷

মাইক প্রোক্টরের আন্তর্জাতিক কেরিয়ার ছিল স্বল্পমেয়াদি ৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সেই সময় আইসিসি'র নিষেধাজ্ঞা জারি থাকায় আন্তর্জাতিক স্তরে মাত্র 7টি টেস্ট খেলারই সুযোগ পেয়েছিলেন প্রোক্টর ৷ প্রোক্টর তাঁর কেরিয়ারের সবক’টি টেস্ট ম্যাচই খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ 7টি টেস্টে অসাধারণ পরিসংখ্যান ছিল তাঁর ৷ অজিদের বিরুদ্ধে 7 টেস্টে 15.02 গড়ে 41টি উইকেট রয়েছে মাইক প্রোকটারের নামে ৷ প্রোক্টরের খেলা এই সাত টেস্টে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা ৷ যার মধ্যে 6টি ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা ৷

চেস্ট-অন অ্যাকশন এবং ডেলিভারি স্ট্রাইড নেওয়ার আগেই বল হাত থেকে রিলিজ করার এক অসাধারণ ক্ষমতা ছিল মাইক প্রোক্টরের ৷ আর সেই কারণেই অজিদের বিরুদ্ধে খেলা হাতেগোনা কয়েকটি টেস্টে অসাধারণ বোলিং পরিসংখ্যান তাঁর ৷ এমনকী ব্যাট হাতেও প্রয়াত অলরাউন্ডার ছিলেন অসাধারণ ৷ পাওয়ার হিটিংয়ের জন্য অল্পসময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ৷ প্রোক্টরের ব্যাটিং ও বোলিংয়ের কারণেই 1969-70 সালের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে 4-0 হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা ৷

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার উপর নির্বাসন প্রত্যাহারের পর জাতীয় দলের কোচের ভূমিকায় কাজ করেছিলেন মাইক প্রোক্টর ৷ 1992 সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তাঁর কোচিংয়ে সেমিফাইনালে খেলেছিল ৷ এমনকী পরবর্তী সময়ে 2002-08 সাল পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. পারিবারিক সমস্যা কাটিয়ে চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন, জানাল বিসিসিআই
  2. ডাবল সেঞ্চুরি অভিমন্যুর, কঠিন চ্যালেঞ্জের সামনে বিহার
  3. দেড়শোর দোরগোড়ায় যশস্বী, ইংল্যান্ডের থেকে প্রায় সাড়ে 400 রানে এগিয়ে ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.