ETV Bharat / sports

ফিটনেস সমস্যাতেই ক্যাপ্টেন নয় হার্দিক, গম্ভীরকে পাশে নিয়ে জানালেন আগরকর - Hardik Pandya Captaincy - HARDIK PANDYA CAPTAINCY

Ajit Agarkar on Hardik Pandya: ফিটনেসের সমস্যা ৷ তার ফলেই অধিনায়কত্ব দৌড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর ৷

Hardik Pandya
ফিটনেস সমস্যাতেই অধিনায়কত্ব গিয়েছে হার্দিকের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 10:18 AM IST

Updated : Jul 22, 2024, 1:34 PM IST

মুম্বই, 22 জুলাই: ফিটনেসের সমস্যা ৷ তার ফলেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷ সাংবাদিক সম্মেলনে জানালেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সূর্যকুমার যাদব বিশ্বের সেরা টি-20 ব্যাটার ৷ তিন ফর্ম্য়াটেই তিনি দলের সম্পদ হতে পারেন ৷

সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ 18 জুলাই দ্বীপরাষ্ট্র সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফর্ম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ সদ্য তাঁর নেতৃত্বে জিম্বাবোয়েতে গিয়ে সিরিজ জিতেছে ভারত ৷ টি-20 সিরিজে খেললেও 50 ওভারের ক্রিকেটে বিশ্রামে পাঠানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷

এদিন অজিত আগরকর বলেন, ‘‘হার্দিক দলের গুরুত্বপূর্ণ সম্পদ ৷ ও দলকে যা ফিরিয়ে দিচ্ছে তা খুব কম খেলোয়াড় দেয় ৷ তবে ওর জন্য ফিটনেস একটি স্পষ্ট চ্যালেঞ্জ ৷ আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে নিয়মিত পাওয়া যাবে ৷ এটা শুধু আমাদের সিদ্ধান্ত নয় ৷ ড্রেসিংরুম থেকেও বাকিদের মতামত নিয়েছি ৷ প্রত্যেকের মিলিত সিদ্ধান্তেই সূর্যর হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়েছে ৷ সূর্যকুমার শুধু দুরন্ত ব্যাটার নয়, ওর ক্রিকেটীয় মস্তিষ্কও প্রখর ৷’’

রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলের বিষয়েও মুখ খুলেছেন আগরকর ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওডিআই ফর্ম্যাটে জাদেজা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৷ অলরাউন্ডারের জন্য জাতীয় দরজা এখনও খোলা রয়েছে ৷ কেএল’কে যখন বাদ দেওয়া হয়, তখন তিনি নির্বাচকের পদে ছিলেন না ৷ ফলে ওই বিষয়ে মন্তব্য করতে চান না ৷ পাশাপাশি জানিয়ে দিয়েছেন, নীল জার্সিতে খেলতে হলে পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়া হবে ৷

মুম্বই, 22 জুলাই: ফিটনেসের সমস্যা ৷ তার ফলেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷ সাংবাদিক সম্মেলনে জানালেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সূর্যকুমার যাদব বিশ্বের সেরা টি-20 ব্যাটার ৷ তিন ফর্ম্য়াটেই তিনি দলের সম্পদ হতে পারেন ৷

সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ 18 জুলাই দ্বীপরাষ্ট্র সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফর্ম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ সদ্য তাঁর নেতৃত্বে জিম্বাবোয়েতে গিয়ে সিরিজ জিতেছে ভারত ৷ টি-20 সিরিজে খেললেও 50 ওভারের ক্রিকেটে বিশ্রামে পাঠানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷

এদিন অজিত আগরকর বলেন, ‘‘হার্দিক দলের গুরুত্বপূর্ণ সম্পদ ৷ ও দলকে যা ফিরিয়ে দিচ্ছে তা খুব কম খেলোয়াড় দেয় ৷ তবে ওর জন্য ফিটনেস একটি স্পষ্ট চ্যালেঞ্জ ৷ আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে নিয়মিত পাওয়া যাবে ৷ এটা শুধু আমাদের সিদ্ধান্ত নয় ৷ ড্রেসিংরুম থেকেও বাকিদের মতামত নিয়েছি ৷ প্রত্যেকের মিলিত সিদ্ধান্তেই সূর্যর হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়েছে ৷ সূর্যকুমার শুধু দুরন্ত ব্যাটার নয়, ওর ক্রিকেটীয় মস্তিষ্কও প্রখর ৷’’

রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলের বিষয়েও মুখ খুলেছেন আগরকর ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওডিআই ফর্ম্যাটে জাদেজা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৷ অলরাউন্ডারের জন্য জাতীয় দরজা এখনও খোলা রয়েছে ৷ কেএল’কে যখন বাদ দেওয়া হয়, তখন তিনি নির্বাচকের পদে ছিলেন না ৷ ফলে ওই বিষয়ে মন্তব্য করতে চান না ৷ পাশাপাশি জানিয়ে দিয়েছেন, নীল জার্সিতে খেলতে হলে পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়া হবে ৷

Last Updated : Jul 22, 2024, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.