ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপের নিরিখে আইপিএলের প্রথমধাপ কোহলির জন্য গুরুত্বপূর্ণ - Virat Kohlis T20I Career

Virat Kohli's T20I Career: বিরাট কোহলির টি-20 আন্তর্জাতিকের ভবিষ্যৎ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় ক্রিকেটে ৷ যেখানে কোহলিকে আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের দলে রাখা নিয়ে আপত্তি উঠেছে বোর্ডের একাংশে ৷ তবে, এক্ষেত্রে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ ইটিভি ভারতের সঞ্জীব গুহকে বিশেষ সাক্ষাৎকারে জানাল বিসিসিআইয়ের বিশেষ সূত্র ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 10:23 PM IST

কলকাতা, 18 মার্চ: আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর মোট 80টি সেঞ্চুরি ৷ এর মধ্যে টেস্টে 29, ওয়ান-ডে'তে 50 ও টি20 ক্রিকেটে একটি ৷ কথা হচ্ছে মর্ডান-ডে চেজ মাস্টার বিরাট কোহলিকে নিয়ে ৷ সেই বিরাটই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের বিরাগভাজন ৷ তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার রব উঠেছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক ৷

কিন্তু নামটা যে বিরাট কোহলি ৷ তাঁকে আজ চাইলে কালই বাদ দিয়ে দেওয়া হবে, বিষয়টা ততটাও সহজ নয় ৷ আর এক্ষেত্রেও তেমনটাই হয়েছে ও আগামী দিনেও হবে ৷ তাই ভারতীয় সিনিয়র ক্রিকেট দল থেকে রান-মেশিনকে বাদ দেওয়ার প্রস্তাবে আপত্তি তুলেছে বেশ কিছু বড় মাথা ৷ আর তার জন্য 'বিরাট কোহলি' নামটাই যথেষ্ট ৷ আর সেখানে সবার আগে বোর্ডের প্রস্তাবের বিরোধিতা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ সেই তালিকায় আরও পাঁচটা বড় নাম রয়েছে ৷

বিসিসিআই'য়ের ওই সূত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, "অধিনায়ক রোহিত শর্মা বা নির্বাচকরা, কেউই এত তাড়াতাড়ি বিশ্বকাপে বিরাট কোহলিকে বাদ দেওয়ার পক্ষে নয় ৷ দু’পক্ষই তাঁকে দলে চাইছে ৷ এমনকি তাঁরা আইপিএল অর্ধেক শেষ হওয়ার আগে বিশ্বকাপের দলবাছাই করতে নারাজ ৷" এখন পর্যন্ত যা ঘটেছে, সেখান থেকে জানা যাচ্ছে যে, বিসিসিআই-এর একাংশ মনে করছে বিরাট কোহলি খেলার সবচেয়ে ছোট সংস্করণে আর নিজের সেরাটা দিতে পারছেন না ৷ তাই তিনি যেন, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটগুলিতে বেশি করে মনোনিবেশ করেন ৷

কিন্তু, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে একেবারেই সহমত নয় ৷ বোর্ডের আরেক সূত্র নির্দিষ্ট করে বলেছে, "টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কে বা কারা জায়গা করে নেবেন, তা এখনই বলা খুবই কঠিন ৷ এটা অনেকটা নির্ভর করছে আইপিএলে ক্রিকেটারদের পারফর্ম্যান্সের উপর ৷ কারণ আইপিএল-কে একাধিক দেশের মধ্যে হতে চলা টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে ৷"

আর সেক্ষেত্রে পারফরম্যান্স বিচার করলে, বিরাট কোহলি ক্রিকেটের যে কোনও ফরম্যাটের দলে অনায়াসে নিজের জায়গা করে নিতে পারেন ৷ বিরাট কোহলি 117টি টি-20 আন্তর্জাতিকে 52-র গড় ও 138 স্ট্রাইকরেটে 4 হাজারেরও বেশি করেছেন ৷ আর সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির টি-20 আন্তর্জাতিকের পারফরম্যান্স বিচার করলে, শেষ 10 ম্যাচে 62 গড়ে চারটি হাফ-সেঞ্চুরি করেছেন ৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টুর্নামেন্টে সফরকারী ভারতীয় দল থেকে বিরাটকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷

এখন প্রশ্ন হল, তাহলে বোর্ডের ওই একাংশ কর্তারা জাতীয় নির্বাচক কমিটিকে কতটা চাপ দেবে প্রাক্তন ভারত অধিনায়ককে বাদ দেওয়ার জন্য? আর সেটাও আবার বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য ৷ তাই এই মুহূর্তে বিরাটের জন্য আইপিএল খুবই গুরুত্বপূর্ণ ৷ এখানে পারফর্ম করে তাঁর সমালোচকদের মুখে চিরতরে তালা মেরে দিতে বিরাট সক্ষম হন কি না, সেটাই দেখার ৷ তাই আগামী এপ্রিল মাস বিরাট কোহলি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য খুবই কঠিন সময় হতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. স্মৃতিকে ভিডিয়ো কলে ডব্লিউপিএল জয়ের 'বিরাট' অভিনন্দন
  2. ভোটের জন্য সরছে না, পুরো আইপিএল হবে ভারতেই; দ্রুত বাকি সূচি ঘোষণা: জয় শাহ
  3. কোহলিদের আক্ষেপ ঘুচিয়ে ট্রফি এল আরসিবি'র ক্যাবিনেটে, ডব্লুপিএল জয় রয়্যাল চ্যালেঞ্জার্সের

কলকাতা, 18 মার্চ: আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর মোট 80টি সেঞ্চুরি ৷ এর মধ্যে টেস্টে 29, ওয়ান-ডে'তে 50 ও টি20 ক্রিকেটে একটি ৷ কথা হচ্ছে মর্ডান-ডে চেজ মাস্টার বিরাট কোহলিকে নিয়ে ৷ সেই বিরাটই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের বিরাগভাজন ৷ তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার রব উঠেছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক ৷

কিন্তু নামটা যে বিরাট কোহলি ৷ তাঁকে আজ চাইলে কালই বাদ দিয়ে দেওয়া হবে, বিষয়টা ততটাও সহজ নয় ৷ আর এক্ষেত্রেও তেমনটাই হয়েছে ও আগামী দিনেও হবে ৷ তাই ভারতীয় সিনিয়র ক্রিকেট দল থেকে রান-মেশিনকে বাদ দেওয়ার প্রস্তাবে আপত্তি তুলেছে বেশ কিছু বড় মাথা ৷ আর তার জন্য 'বিরাট কোহলি' নামটাই যথেষ্ট ৷ আর সেখানে সবার আগে বোর্ডের প্রস্তাবের বিরোধিতা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ সেই তালিকায় আরও পাঁচটা বড় নাম রয়েছে ৷

বিসিসিআই'য়ের ওই সূত্র ইটিভি ভারতকে জানিয়েছেন, "অধিনায়ক রোহিত শর্মা বা নির্বাচকরা, কেউই এত তাড়াতাড়ি বিশ্বকাপে বিরাট কোহলিকে বাদ দেওয়ার পক্ষে নয় ৷ দু’পক্ষই তাঁকে দলে চাইছে ৷ এমনকি তাঁরা আইপিএল অর্ধেক শেষ হওয়ার আগে বিশ্বকাপের দলবাছাই করতে নারাজ ৷" এখন পর্যন্ত যা ঘটেছে, সেখান থেকে জানা যাচ্ছে যে, বিসিসিআই-এর একাংশ মনে করছে বিরাট কোহলি খেলার সবচেয়ে ছোট সংস্করণে আর নিজের সেরাটা দিতে পারছেন না ৷ তাই তিনি যেন, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটগুলিতে বেশি করে মনোনিবেশ করেন ৷

কিন্তু, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে একেবারেই সহমত নয় ৷ বোর্ডের আরেক সূত্র নির্দিষ্ট করে বলেছে, "টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কে বা কারা জায়গা করে নেবেন, তা এখনই বলা খুবই কঠিন ৷ এটা অনেকটা নির্ভর করছে আইপিএলে ক্রিকেটারদের পারফর্ম্যান্সের উপর ৷ কারণ আইপিএল-কে একাধিক দেশের মধ্যে হতে চলা টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে ৷"

আর সেক্ষেত্রে পারফরম্যান্স বিচার করলে, বিরাট কোহলি ক্রিকেটের যে কোনও ফরম্যাটের দলে অনায়াসে নিজের জায়গা করে নিতে পারেন ৷ বিরাট কোহলি 117টি টি-20 আন্তর্জাতিকে 52-র গড় ও 138 স্ট্রাইকরেটে 4 হাজারেরও বেশি করেছেন ৷ আর সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির টি-20 আন্তর্জাতিকের পারফরম্যান্স বিচার করলে, শেষ 10 ম্যাচে 62 গড়ে চারটি হাফ-সেঞ্চুরি করেছেন ৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টুর্নামেন্টে সফরকারী ভারতীয় দল থেকে বিরাটকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷

এখন প্রশ্ন হল, তাহলে বোর্ডের ওই একাংশ কর্তারা জাতীয় নির্বাচক কমিটিকে কতটা চাপ দেবে প্রাক্তন ভারত অধিনায়ককে বাদ দেওয়ার জন্য? আর সেটাও আবার বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য ৷ তাই এই মুহূর্তে বিরাটের জন্য আইপিএল খুবই গুরুত্বপূর্ণ ৷ এখানে পারফর্ম করে তাঁর সমালোচকদের মুখে চিরতরে তালা মেরে দিতে বিরাট সক্ষম হন কি না, সেটাই দেখার ৷ তাই আগামী এপ্রিল মাস বিরাট কোহলি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য খুবই কঠিন সময় হতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. স্মৃতিকে ভিডিয়ো কলে ডব্লিউপিএল জয়ের 'বিরাট' অভিনন্দন
  2. ভোটের জন্য সরছে না, পুরো আইপিএল হবে ভারতেই; দ্রুত বাকি সূচি ঘোষণা: জয় শাহ
  3. কোহলিদের আক্ষেপ ঘুচিয়ে ট্রফি এল আরসিবি'র ক্যাবিনেটে, ডব্লুপিএল জয় রয়্যাল চ্যালেঞ্জার্সের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.