ETV Bharat / sports

‘থালা ফর আ রিজন’, সেরা খেলোয়াড়কে স্বাগত জানাতে মাহির শরণাপন্ন ফিফা - FIFA Lauds Ronaldo

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 10:27 PM IST

Cristiano Ronaldo-MS Dhoni: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তোস আভেইরো । বিশ্ব যাকে চেনে 'সিআরসেভেন' নামে । তাঁর সঙ্গেই এবার জুড়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি ৷ সৌজন্যে, ফিফার সোশাল মিডিয়া পোস্ট ৷

ETV Bharat
থালা ফর আ রিজন (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 18 জুন: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা ৷ ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামার আগেই তাঁকে শুভেচ্ছা জানাল ফিফা ৷ সেই পোস্টে হাতিয়ার করা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের ৷ ‘থালা ফর আ রিজন’ শিরোনামাঙ্কিত ওই সোশাল মিডিয়া পোস্টে জুড়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও ৷

ঘটনাচক্রে দুই খেলার দুই সেরা খেলোয়াড়ের জার্সি নম্বর এক, 7 ৷ তা নিয়েই ইউরোর ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারকে স্বাগত জানিয়েছে ফিফা ৷ 2016 সালে তাঁর নেতৃত্বেই ইউরোপ সেরা হয় পর্তুগাল ৷ কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা ক্রিশ্চিয়ানোর এটাই হয়তো শেষ ইউরো, ইউরোপ সেরা হওয়ার মঞ্চে ‘দ্য লাস্ট ড্যান্স’...

5 ক্লাব, 500 গোল ! ক্লাব ফুটবলের 'অথ রোনাল্ডো কথা'

একনজরে রোনাল্ডোর ইউরো রেকর্ড ...

  • সবচেয়ে বেশি গোল

12 জুন 2004 ৷ গ্রিসের বিরুদ্ধে গোল করে ইউরো অভিষেক স্মরণীয় করে রেখেছেন পর্তুগিজ তারকা ৷ তারপর থেকে 5টি ইউরোতে এসেছে 14টি গোল ৷

  1. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) 14টি গোল
  2. মিশেল প্লাতিনি (ফ্রান্স) 9টি গোল
  3. অ্যালান শিয়ারার (ইংল্যান্ড) 7টি গোল
  4. অ্যান্টোইন গ্রিজম্যান (ফ্রান্স) 7টি গোল
  5. আলভারো মোরাতা (স্পেন) 7টি গোল
  • সবচেয়ে বেশি টুর্নামেন্ট

এখনও পর্যন্ত 5টি ইউরো খেলেছেন রোনাল্ডো ৷ আজ রাতে নিজের ষষ্ঠ ইউরোতে নামছেন 2016 সালের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ৷

  1. ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল (2004, 2008, 2012, 2016, 2020)
  2. লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়া (2008, 2012, 2016, 2020)
  3. লোথার ম্যাথাউস, পশ্চিম জার্মানি/জার্মানি (1980, 1984, 1988, 2000)
  4. পিটার স্মিচেল,ডেনমার্ক (1988, 1992, 1996, 2000)
  5. আলেসান্দ্রো দেল পিয়েরো, ইতালি (1996, 2000, 2004, 2008)
  • সবচেয়ে বেশি ম্যাচ

রোনাল্ডো ইউরো 2020-এ গিয়ানলুইজি বুফর 58টি আউটিংকে ছাড়িয়ে গিয়েছেন । এখন পর্যন্ত তাঁর খেলা 60টি ম্যাচে 37টি জয়, 13টি ড্র এবং দশটি পরাজয়ের মুখ দেখেছে পর্তুগাল ।

  1. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) 64টি ম্যাচ
  2. জিয়ানলুইজি বুফো (ইতালি) 58টি ম্যাচ
  3. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া) 54টি ম্যাচ
  4. মারিও ফ্রিক (লিচেনস্টাইন) 51টি ম্যাচ

কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনাল্ডো ?

চল্লিশ ছুঁই ছুঁই গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ যদিও বয়স রোনাল্ডোর কাছে নেহাতই সংখ্যা ৷ ফুটবল মাঠে নিজের তৈরি করা রেকর্ড ও মুহূর্তগুলিকে নিজেই ভাঙছেন আবার গড়ছেন ৷ রোনাল্ডোকে বলা যেতে পারে, ‘ওল্ড ওয়াইন ইন আ নিউ বোটল’ ৷ চলতি ইউরোতে তিনি ভেঙে দিতে পারেন একাধিক রেকর্ড ৷

  • সবচেয়ে বয়স্ক ইউরো স্কোরার

38 বছর 257 দিন ইভিকা ভাসটিচ (অস্ট্রিয়া, 2008)

  • ফাইনালে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা

34 বছর 71 দিন লিওনার্দো বোনুচি (ইতালি, 2020)

  • ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড প্লেয়ার

39 বছর 91 দিন লোথার ম্যাথাউস (জার্মানি, 2000)

  • ইউরো ফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

38 বছর 232 দিন জেনস লেহম্যান (জার্মানি, 2008)

  • ইউরো জেতা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

37 বছর 23 দিন আর্নল্ড মুহরেন (নেদারল্যান্ডস, 1988)

এছাড়াও অধিনায়ক হিসেবে দু’বার ইউরো জেতার নজির রয়েছে একমাত্র ইকের ক্যাসিয়াসের ৷ দেশকে ফের চ্যাম্পিয়ন করতে পারলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থর সঙ্গে একাসনে বসবেন ‘দ্য বস’ ৷

হায়দরাবাদ, 18 জুন: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা ৷ ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামার আগেই তাঁকে শুভেচ্ছা জানাল ফিফা ৷ সেই পোস্টে হাতিয়ার করা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের ৷ ‘থালা ফর আ রিজন’ শিরোনামাঙ্কিত ওই সোশাল মিডিয়া পোস্টে জুড়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও ৷

ঘটনাচক্রে দুই খেলার দুই সেরা খেলোয়াড়ের জার্সি নম্বর এক, 7 ৷ তা নিয়েই ইউরোর ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারকে স্বাগত জানিয়েছে ফিফা ৷ 2016 সালে তাঁর নেতৃত্বেই ইউরোপ সেরা হয় পর্তুগাল ৷ কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা ক্রিশ্চিয়ানোর এটাই হয়তো শেষ ইউরো, ইউরোপ সেরা হওয়ার মঞ্চে ‘দ্য লাস্ট ড্যান্স’...

5 ক্লাব, 500 গোল ! ক্লাব ফুটবলের 'অথ রোনাল্ডো কথা'

একনজরে রোনাল্ডোর ইউরো রেকর্ড ...

  • সবচেয়ে বেশি গোল

12 জুন 2004 ৷ গ্রিসের বিরুদ্ধে গোল করে ইউরো অভিষেক স্মরণীয় করে রেখেছেন পর্তুগিজ তারকা ৷ তারপর থেকে 5টি ইউরোতে এসেছে 14টি গোল ৷

  1. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) 14টি গোল
  2. মিশেল প্লাতিনি (ফ্রান্স) 9টি গোল
  3. অ্যালান শিয়ারার (ইংল্যান্ড) 7টি গোল
  4. অ্যান্টোইন গ্রিজম্যান (ফ্রান্স) 7টি গোল
  5. আলভারো মোরাতা (স্পেন) 7টি গোল
  • সবচেয়ে বেশি টুর্নামেন্ট

এখনও পর্যন্ত 5টি ইউরো খেলেছেন রোনাল্ডো ৷ আজ রাতে নিজের ষষ্ঠ ইউরোতে নামছেন 2016 সালের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ৷

  1. ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল (2004, 2008, 2012, 2016, 2020)
  2. লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়া (2008, 2012, 2016, 2020)
  3. লোথার ম্যাথাউস, পশ্চিম জার্মানি/জার্মানি (1980, 1984, 1988, 2000)
  4. পিটার স্মিচেল,ডেনমার্ক (1988, 1992, 1996, 2000)
  5. আলেসান্দ্রো দেল পিয়েরো, ইতালি (1996, 2000, 2004, 2008)
  • সবচেয়ে বেশি ম্যাচ

রোনাল্ডো ইউরো 2020-এ গিয়ানলুইজি বুফর 58টি আউটিংকে ছাড়িয়ে গিয়েছেন । এখন পর্যন্ত তাঁর খেলা 60টি ম্যাচে 37টি জয়, 13টি ড্র এবং দশটি পরাজয়ের মুখ দেখেছে পর্তুগাল ।

  1. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) 64টি ম্যাচ
  2. জিয়ানলুইজি বুফো (ইতালি) 58টি ম্যাচ
  3. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া) 54টি ম্যাচ
  4. মারিও ফ্রিক (লিচেনস্টাইন) 51টি ম্যাচ

কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনাল্ডো ?

চল্লিশ ছুঁই ছুঁই গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ যদিও বয়স রোনাল্ডোর কাছে নেহাতই সংখ্যা ৷ ফুটবল মাঠে নিজের তৈরি করা রেকর্ড ও মুহূর্তগুলিকে নিজেই ভাঙছেন আবার গড়ছেন ৷ রোনাল্ডোকে বলা যেতে পারে, ‘ওল্ড ওয়াইন ইন আ নিউ বোটল’ ৷ চলতি ইউরোতে তিনি ভেঙে দিতে পারেন একাধিক রেকর্ড ৷

  • সবচেয়ে বয়স্ক ইউরো স্কোরার

38 বছর 257 দিন ইভিকা ভাসটিচ (অস্ট্রিয়া, 2008)

  • ফাইনালে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা

34 বছর 71 দিন লিওনার্দো বোনুচি (ইতালি, 2020)

  • ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড প্লেয়ার

39 বছর 91 দিন লোথার ম্যাথাউস (জার্মানি, 2000)

  • ইউরো ফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

38 বছর 232 দিন জেনস লেহম্যান (জার্মানি, 2008)

  • ইউরো জেতা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

37 বছর 23 দিন আর্নল্ড মুহরেন (নেদারল্যান্ডস, 1988)

এছাড়াও অধিনায়ক হিসেবে দু’বার ইউরো জেতার নজির রয়েছে একমাত্র ইকের ক্যাসিয়াসের ৷ দেশকে ফের চ্যাম্পিয়ন করতে পারলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থর সঙ্গে একাসনে বসবেন ‘দ্য বস’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.