ETV Bharat / sports

আর্চারকে ফিরিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপের দলঘোষণা ইংরেজদের - England Squad for T20 WC - ENGLAND SQUAD FOR T20 WC

England WC Squad: জোফ্রা আর্চারকে ফিরিয়ে এনে আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াডের শক্তিবৃদ্ধি করল ইংরেজরা ৷ 2023, মে'র পর জাতীয় দলে ফিরলেন সাসেক্স পেসার ৷ আর্চারের সঙ্গে বিশ্বকাপের দলে জায়গা পেলেন ক্রিস জর্ডান ৷

England Squad for T20 WC
জস বাটলারের সঙ্গে জোফ্রা আর্চার
author img

By ANI

Published : Apr 30, 2024, 5:56 PM IST

লন্ডন, 30 এপ্রিল: শক্তিশালী পেস অ্যাটাক নিয়ে মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ৷ বলা ভালো জোফ্রা আর্চারকে স্কোয়াডে রেখে বিশ্বকাপে পেস বিভাগের শক্তি বাড়িয়ে নিল 'থ্রি লায়ন্স' ৷ কনুইয়ের চোটে একবছরেরও বেশি সময় পর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন সাসেক্স পেসার ৷ 2023 সালের মে মাসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন আর্চার ৷

জোফ্রা আর্চার ছাড়াও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আরেক পেসার ক্রিস জর্ডান ৷ এছাড়া পেস বিভাগে রয়েছেন রিস টপলি এবং মার্ক উড ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও জস বাটলারের নেতৃত্বেই নামছে খেতাব ধরে রাখার লড়াইয়ে ৷ ব্যাটিংয়ে টপ-অর্ডারে অধিনায়ক ছাড়াও রয়েছেন উইল জ্যাকস, ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো ৷ মিডল-অর্ডারে দুই বাঁ-হাতি বেন ডাকেটের সঙ্গে লোয়ার অর্ডারে রয়েছেন হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারেনের মতো বিগ-হিটাররা ৷ স্কোয়াডে দুই স্পিনার আদিল রশিদ এবং টম হার্টলি ৷

বিশ্বযুদ্ধে যাওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-20 সিরিজ খেলবে ইংরেজরা ৷ সেক্ষেত্রে ইংরেজ ক্রিকেটাররা আইপিএলের যে সব দলে ছড়িয়ে রয়েছেন, সেই দল প্লে-অফে উঠলেও সংশ্লিষ্ট দলের ইংরেজ ক্রিকেটারদের ফিরতে হবে দেশে ৷ আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'বি'তে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নামিবিয়া ৷ 4 জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাটলার অ্যান্ড কোম্পানি ৷

একনজরে ঘোষিত ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল
  2. প্রিয় ইডেনে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন সৌরভ

লন্ডন, 30 এপ্রিল: শক্তিশালী পেস অ্যাটাক নিয়ে মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ৷ বলা ভালো জোফ্রা আর্চারকে স্কোয়াডে রেখে বিশ্বকাপে পেস বিভাগের শক্তি বাড়িয়ে নিল 'থ্রি লায়ন্স' ৷ কনুইয়ের চোটে একবছরেরও বেশি সময় পর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন সাসেক্স পেসার ৷ 2023 সালের মে মাসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন আর্চার ৷

জোফ্রা আর্চার ছাড়াও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আরেক পেসার ক্রিস জর্ডান ৷ এছাড়া পেস বিভাগে রয়েছেন রিস টপলি এবং মার্ক উড ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও জস বাটলারের নেতৃত্বেই নামছে খেতাব ধরে রাখার লড়াইয়ে ৷ ব্যাটিংয়ে টপ-অর্ডারে অধিনায়ক ছাড়াও রয়েছেন উইল জ্যাকস, ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো ৷ মিডল-অর্ডারে দুই বাঁ-হাতি বেন ডাকেটের সঙ্গে লোয়ার অর্ডারে রয়েছেন হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারেনের মতো বিগ-হিটাররা ৷ স্কোয়াডে দুই স্পিনার আদিল রশিদ এবং টম হার্টলি ৷

বিশ্বযুদ্ধে যাওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-20 সিরিজ খেলবে ইংরেজরা ৷ সেক্ষেত্রে ইংরেজ ক্রিকেটাররা আইপিএলের যে সব দলে ছড়িয়ে রয়েছেন, সেই দল প্লে-অফে উঠলেও সংশ্লিষ্ট দলের ইংরেজ ক্রিকেটারদের ফিরতে হবে দেশে ৷ আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'বি'তে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নামিবিয়া ৷ 4 জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাটলার অ্যান্ড কোম্পানি ৷

একনজরে ঘোষিত ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল
  2. প্রিয় ইডেনে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন সৌরভ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.